#মুম্বই: বলিউডে (Bollywood) এটা খুব চেনা ধারণা যে নায়করা -নায়িকাদের থেকে বহু গুণ বেশি টাকা উপার্জন করেন৷ কিন্তু বর্তমানে একাধিক সিনেমা এমন তৈরি হচ্ছে যেখানে মহিলা বা নায়িকারই চলচ্চিত্রের প্রধান চরিত্র৷ আর এই ধারার পথ ধরেই এখন বলিউড অভিনেত্রীরা উপার্জনে (Bollywood Actress Payment) তাঁদের পুরুষ সহকর্মীদের কাঁটায় কাঁটায় টেক্কা দিচ্ছেন৷ এখন করিনা কাপুর -দীপিকা পাড়ুকোন থেকে প্রিয়াঙ্কা চোপড়া- অনুষ্কা - আলিয়ারা সকলেই কোটি কোটি চার্জ (Bollywood Actres Payment) করেন প্রতি ছবির জন্য৷
অনুষ্কা শর্মা (Anushka Sharma) বলিউডে বেশ দাপটের সঙ্গে কাজ করেছেন৷ বিভিন্ন ধরণের চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দক্ষতা সকলের প্রশংসা পায়৷ সন্তানের জন্মানোর পর ফের তিনি বড় পর্দায় ফিরতে চলেছেন৷ চাকদা এক্সপ্রেস ছবির জন্য অত্যন্ত পরিশ্রম করছেন তিনি৷ ৭ থেকে ১০ কোটি তিনি নেন (Bollywood Actres Payment) প্রতি ছবি পিছু৷