Bollywood Actress: পরিবারের ফিল্মি যোগ, প্রথম ছবি সুপারহিট! তাও শিকে ছিঁড়ল না? অজয়-অক্ষয়ের নায়িকা অভিনয় ছেড়ে এ কী করছেন?

Last Updated:
বলিউডে সুযোগ পাওয়াই শুধু নয়, পরিচিতি পাওয়াও বেশ কঠিন। সিনে দুনিয়ায় বড় সুযোগ পাওয়ার পরেও বহু তারকাই হারিয়ে যায়।
1/7
বলিউডে সুযোগ পাওয়াই শুধু নয়, পরিচিতি পাওয়াও বেশ কঠিন। সিনে দুনিয়ায় বড় সুযোগ পাওয়ার পরেও বহু তারকাই হারিয়ে যায়। উল্কার গতিতে উথ্বান হলেও তারাখসার মতো পতন। অভিনয় জগতে এমন উদাহরণ ভুরি ভুরি। বড় সুযোগ পাওয়ার পরেও শেষমেশ অন‍্য জীবিকা বেছে নিতে হয়।
বলিউডে সুযোগ পাওয়াই শুধু নয়, পরিচিতি পাওয়াও বেশ কঠিন। সিনে দুনিয়ায় বড় সুযোগ পাওয়ার পরেও বহু তারকাই হারিয়ে যায়। উল্কার গতিতে উথ্বান হলেও তারাখসার মতো পতন। অভিনয় জগতে এমন উদাহরণ ভুরি ভুরি। বড় সুযোগ পাওয়ার পরেও শেষমেশ অন‍্য জীবিকা বেছে নিতে হয়।
advertisement
2/7
নায়িকার প্রথম ছবিই সুপারহিট। অভিনয়ও সমালোচক মহলে প্রশংসিত। মিষ্টি হাসিতে মুগ্ধ ভক্তকুল। তবুও শিকে ছিঁড়ল না। অভিনেত্রীর পরিবারেও রয়েছে বলিউড যোগ। তাও নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি।
নায়িকার প্রথম ছবিই সুপারহিট। অভিনয়ও সমালোচক মহলে প্রশংসিত। মিষ্টি হাসিতে মুগ্ধ ভক্তকুল। তবুও শিকে ছিঁড়ল না। অভিনেত্রীর পরিবারেও রয়েছে বলিউড যোগ। তাও নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি।
advertisement
3/7
অভিনেত্রী এবার অভিনয় নয়, গানে মন দিলেন। বলিউডের একাধিক খ‍্যাতনামা তারকার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী। রণবীর সিং থেকে অক্ষয় কুমার পর্যন্ত অনেক বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু তার কেরিয়ার সেই স্তরে পৌঁছায়নি যা তিনি আশা করেছিলেন।
অভিনেত্রী এবার অভিনয় নয়, গানে মন দিলেন। বলিউডের একাধিক খ‍্যাতনামা তারকার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী। রণবীর সিং থেকে অক্ষয় কুমার পর্যন্ত অনেক বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু তার কেরিয়ার সেই স্তরে পৌঁছায়নি যা তিনি আশা করেছিলেন।
advertisement
4/7
রণবীর সিং থেকে অক্ষয় কুমার পর্যন্ত অনেক বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু তার কেরিয়ার সেই স্তরে পৌঁছায়নি যা তিনি আশা করেছিলেন।
রণবীর সিং থেকে অক্ষয় কুমার পর্যন্ত অনেক বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু তার কেরিয়ার সেই স্তরে পৌঁছায়নি যা তিনি আশা করেছিলেন।
advertisement
5/7
বলিউডে অভিনেত্রী হিসেবে নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেন নি প্রিয়াঙ্কার চোপড়ার তুতো বোন পরিণীতি চোপড়া। তবে, তিনি গান গেয়ে আগেই প্রশংসা পেয়েছেন। পরিণীতির গাওয়া ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রথমবার স্টেজ শো করলেন পরিণীতি।
বলিউডে অভিনেত্রী হিসেবে নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেন নি প্রিয়াঙ্কার চোপড়ার তুতো বোন পরিণীতি চোপড়া। তবে, তিনি গান গেয়ে আগেই প্রশংসা পেয়েছেন। পরিণীতির গাওয়া ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রথমবার স্টেজ শো করলেন পরিণীতি।
advertisement
6/7
তবে, তিনি গান গেয়ে আগেই প্রশংসা পেয়েছেন। পরিণীতির গাওয়া ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রথমবার স্টেজ শো করলেন পরিণীতি।
তবে, তিনি গান গেয়ে আগেই প্রশংসা পেয়েছেন। পরিণীতির গাওয়া ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রথমবার স্টেজ শো করলেন পরিণীতি।
advertisement
7/7
এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া, শ্রুতি হাসান থেকে শুরু করে আলিয়া ভাট, ইন্ডাস্ট্রিতে এমন অনেক সুন্দরী আছেন যারা অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে, পরিণীতি একেবারে গায়িকাদের মতোই স্টেজে পারফর্ম করলেন।
এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া, শ্রুতি হাসান থেকে শুরু করে আলিয়া ভাট, ইন্ডাস্ট্রিতে এমন অনেক সুন্দরী আছেন যারা অভিনয়ের পাশাপাশি গান গেয়েও দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে, পরিণীতি একেবারে গায়িকাদের মতোই স্টেজে পারফর্ম করলেন।
advertisement
advertisement
advertisement