Saif-kareena: 'একটা রাতও কাটায়নি আমার সঙ্গে...!', সইফকে নিয়ে 'Big Secret' ফাঁস করিনার, তবে কি সব শেষ?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Saif-kareena: করিনা কাপুর তার অভিনেতা ভাইয়ের প্রশংসা করে বলেন, “তার মানে তুমি খুব ভাল স্বামী। কারণ সইফ আমার সঙ্গে হাসপাতালে এক রাতও থাকেনি।”
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সম্প্রতি, আলিয়া ভাট প্রকাশ করেছেন যে তিনি তার দ্বিতীয় সন্তানের নাম ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন। সম্প্রতি জয় শেঠির পডকাস্টে আলিয়া ভাট উপস্থিত হয়ে রাহার নাম রাখার পেছনের গল্পটি প্রকাশ করেছেন। তিনি আরও প্রকাশ করেছেন যে তার দ্বিতীয় সন্তান হলে এবং সেটি ছেলে হলে তার একটি ছেলের নাম সংরক্ষণ করা হয়েছে।
advertisement
সইফ আলি খান এবং করিনা কাপুর গত ১৩ বছর ধরে একসঙ্গে আছেন। দু'জনেই তাদের সন্তানদের নিয়ে সুখী জীবনযাপন করছেন, কিন্তু এর মধ্যেই তারকাদের বিচ্ছেদের খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷ বিচ্ছেদের জল্পনার মধ্যে সম্প্রতি একজন জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন যে আগামী দেড় বছরের মধ্যে তাদের সম্পর্ক ভেঙে যেতে পারে।