Kajol-Tanuja in Kolkata: কখনও শান্তিনিকেতন, কখনও পার্কস্ট্রিট, বাংলাজুড়ে টইটই, মা তনুজা-ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল

Last Updated:
Kajol-Tanuja in Kolkata: গত মাস থেকেই কলকাতায় শ্যুটিংয়ে ব্যস্ত কাজল। ‘মা’ ছবির কাজ চলছে কলকাতা এবং শান্তিনিকেতনে। শুক্রবার সকালে কলকাতায় পা রাখেন যুগ এবং দিদা তনুজা। মা কাজল সেই সময়ে শান্তিনিকেতনে শ্যুটে ব্যস্ত ছিলেন।
1/6
Kajol in Kolkata: কলকাতায় কাজল। গতকালই শহরে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী। তিনি একা নন, সঙ্গে মা তনুজা এবং ছেলে যুগ। কাজলের সঙ্গে এই শহরের যোগসূত্র যতটা, তাঁর মায়ের সঙ্গে এই শহরের যোগসূত্র অনেক বেশি, অনেক পুরনো। বাংলা সিনেমার জগতে অন্যতম নায়িকা বর্ষীয়ান অভিনেত্রী।
Kajol in Kolkata: কলকাতায় কাজল। গতকালই শহরে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী। তিনি একা নন, সঙ্গে মা তনুজা এবং ছেলে যুগ। কাজলের সঙ্গে এই শহরের যোগসূত্র যতটা, তাঁর মায়ের সঙ্গে এই শহরের যোগসূত্র অনেক বেশি, অনেক পুরনো। বাংলা সিনেমার জগতে অন্যতম নায়িকা বর্ষীয়ান অভিনেত্রী।
advertisement
2/6
Kajol in Kolkata: উত্তম কুমারের সঙ্গে ‘দেয়া নেয়া’ কে-ই বা ভুলতে পারে। শেষবার পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘সোনার পাহাড়’-এ অভিনয় করেছিলেন। সোমু মুখোপাধ্যায়ের স্ত্রী, তনুজা বাঙালি না হলেও বাংলা ভাষায় তাঁর দখল প্রশংসনীয়।
Kajol in Kolkata: উত্তম কুমারের সঙ্গে ‘দেয়া নেয়া’ কে-ই বা ভুলতে পারে। শেষবার পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘সোনার পাহাড়’-এ অভিনয় করেছিলেন। সোমু মুখোপাধ্যায়ের স্ত্রী, তনুজা বাঙালি না হলেও বাংলা ভাষায় তাঁর দখল প্রশংসনীয়।
advertisement
3/6
Kajol in Kolkata: সেই তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন অভিনেত্রী কাজল। গতকাল বিকেলে মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে এলেন তিনি। কাজলকে দেখতে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল।
Kajol in Kolkata: সেই তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন অভিনেত্রী কাজল। গতকাল বিকেলে মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে এলেন তিনি। কাজলকে দেখতে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল।
advertisement
4/6
Kajol in Kolkata: দক্ষিণেশ্বর মন্দিরে অভিনেত্রীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। দক্ষিণেশ্বর মন্দিরে আসা সাধারণ মানুষ ও কাজলের ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজল।
Kajol in Kolkata: দক্ষিণেশ্বর মন্দিরে অভিনেত্রীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। দক্ষিণেশ্বর মন্দিরে আসা সাধারণ মানুষ ও কাজলের ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজল।
advertisement
5/6
Kajol in Kolkata: গত মাস থেকেই কলকাতায় শ্যুটিংয়ে ব্যস্ত কাজল। ‘মা’ ছবির কাজ চলছে কলকাতা এবং শান্তিনিকেতনে। শুক্রবার সকালে কলকাতায় পা রাখেন যুগ এবং দিদা তনুজা। মা কাজল সেই সময়ে শান্তিনিকেতনে শ্যুটে ব্যস্ত ছিলেন।
Kajol in Kolkata: গত মাস থেকেই কলকাতায় শ্যুটিংয়ে ব্যস্ত কাজল। ‘মা’ ছবির কাজ চলছে কলকাতা এবং শান্তিনিকেতনে। শুক্রবার সকালে কলকাতায় পা রাখেন যুগ এবং দিদা তনুজা। মা কাজল সেই সময়ে শান্তিনিকেতনে শ্যুটে ব্যস্ত ছিলেন।
advertisement
6/6
Kajol in Kolkata: আর আজ সকালবেলা পার্কস্ট্রিটে গিয়েছিলেন কাজল। ফ্লুরিজে শ্যুটিং চলছিল তাঁর। রাস্তাতেও শ্যুটিং হয়েছে। সেখানে যদিও অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের বাইকের দৃশ্যগুলিই বেশি শ্যুট করা হয়েছে। মানিকতলা, স্কটিশ চার্চেও শ্যুট করেছেন তাঁরা আজ।
Kajol in Kolkata: আর আজ সকালবেলা পার্কস্ট্রিটে গিয়েছিলেন কাজল। ফ্লুরিজে শ্যুটিং চলছিল তাঁর। রাস্তাতেও শ্যুটিং হয়েছে। সেখানে যদিও অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের বাইকের দৃশ্যগুলিই বেশি শ্যুট করা হয়েছে। মানিকতলা, স্কটিশ চার্চেও শ্যুট করেছেন তাঁরা আজ।
advertisement
advertisement
advertisement