Guess the Actress: ১০০,৪২,০০,০০,০০০ টাকার মালিক...! পুরুষদের 'রাতপরী', তবুও থাকতে হয়েছে বস্তিতে, কে এই নায়িকা? চিনতে পারলেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Actress: বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ আজ এমন একজন অভিনেত্রীর কথা জানবেন, যিনি লক্ষ লক্ষ নয়, কয়েক হাজার কোটি টাকার মালিক, কিন্তু তা সত্ত্বেও তাকে একটি বস্তিতে থাকতে হয়েছিল এবং না চাইলেও ঝাড়ু দিতে হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ছবিতে চরিত্রে অভিনয় করার জন্য, অভিনেত্রীকে আসলে একটি বস্তিতে থাকতে হয়েছিল। ছবির পরিচালক তাকে মাসের পর মাস ধরে একটি বস্তিতে রেখেছিলেন। যেখানে তাকে ঘরের সমস্ত কাজ নিজেই করতে হয়েছিল, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মোছা পর্যন্ত। দিব্যা নিজেই অর্চনা পুরান সিং এবং পারমিত শেঠিকে এই সমস্ত কথা বলেছিলেন। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম দিব্যা খোসলা)
advertisement
দিব্যা অর্চনাকে বলেন যে তিনি ছবির শ্যুটিংয়ের জন্য লখনউয়ের একটি গ্রাম বাদশা নগরে গিয়েছিলেন। যেখানে তিনি একটি বস্তিতে থাকতেন এবং সেখানে থাকার সময় উত্তরপ্রদেশের ভাষা শিখেছিলেন। অভিনেত্রীর মতে, তিনি এক মাস ধরে একটি দুর্গন্ধযুক্ত ড্রেনের পাশে থাকতেন এবং ধীরে ধীরে তিনি এতে অভ্যস্ত হয়ে পড়েন। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম দিব্যা খোসলা)
advertisement
advertisement