Abhishek Bachchan: আচমকাই ৪৫ কোটির বেশি দামে নিজের সম্পত্তি বিক্রি করলেন অভিষেক, কাজের অভাব?

Last Updated:
জ্যাপকিই ডট কমের সাম্প্রতিক তথ্য বলছে, নিজের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট মোদা দামে বিক্রি করেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)।
1/6
জ্যাপকিই ডট কমের সাম্প্রতিক তথ্য বলছে, নিজের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট মোদা দামে বিক্রি করেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। জানা গিয়েছে, মুম্বইয়ের এই অ্যাপার্টমেন্টটি অভিষেক বিক্রি করেছেন ৪৫.৭৫ কোটি টাকায়। এই খবর শুনে অনেকেই বলছেন, তবে কি হাতে কাজ না থাকায় টাকায় টান পড়ল জুনিয়র বচ্চনের।
জ্যাপকিই ডট কমের সাম্প্রতিক তথ্য বলছে, নিজের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট মোদা দামে বিক্রি করেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। জানা গিয়েছে, মুম্বইয়ের এই অ্যাপার্টমেন্টটি অভিষেক বিক্রি করেছেন ৪৫.৭৫ কোটি টাকায়। এই খবর শুনে অনেকেই বলছেন, তবে কি হাতে কাজ না থাকায় টাকায় টান পড়ল জুনিয়র বচ্চনের।
advertisement
2/6
জানা গিয়েছে, প্রায় ৭৫২৭ স্কোয়ার ফুট এই অ্যাপার্টমেন্টটি ওয়ারলির ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রোজেক্টের ৩৭ তলায় অবস্থিত। নথি বলছে, গত ১০ অগস্ট বিক্রি করা হয়েছে সেটি। রেজিস্ট্রেশনও করা হয়েছে নতুন করে।
জানা গিয়েছে, প্রায় ৭৫২৭ স্কোয়ার ফুট এই অ্যাপার্টমেন্টটি ওয়ারলির ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রোজেক্টের ৩৭ তলায় অবস্থিত। নথি বলছে, গত ১০ অগস্ট বিক্রি করা হয়েছে সেটি। রেজিস্ট্রেশনও করা হয়েছে নতুন করে।
advertisement
3/6
চারটি গাড়ি রাখার জায়গা-সহ এই অ্যাপার্টমেন্টটি কিনেছেন অনুরাগ গোয়েল নামে এক ব্যক্তি। অ্যাপার্টমেন্টটির স্ট্যাম্প ডিউটি করতেই শুধু খরচ হয়েছে ২.২৮ কোটি টাকা।
চারটি গাড়ি রাখার জায়গা-সহ এই অ্যাপার্টমেন্টটি কিনেছেন অনুরাগ গোয়েল নামে এক ব্যক্তি। অ্যাপার্টমেন্টটির স্ট্যাম্প ডিউটি করতেই শুধু খরচ হয়েছে ২.২৮ কোটি টাকা।
advertisement
4/6
২০১৪ সালে ৪১.১৪ কোটি টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অভিষেক বচ্চন। যদিও অভিষেক বা বিল্ডিংয়ের নির্মাতাদের তরফে কোনও সরকারি ঘোষণা এখনও করা হয়নি সম্পত্তি বিক্রির।
২০১৪ সালে ৪১.১৪ কোটি টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অভিষেক বচ্চন। যদিও অভিষেক বা বিল্ডিংয়ের নির্মাতাদের তরফে কোনও সরকারি ঘোষণা এখনও করা হয়নি সম্পত্তি বিক্রির।
advertisement
5/6
এই বছরই মে মাসে অভিষেকের বাবা অমিতাভ বচ্চন মুম্বইয়ের ক্রিস্টাল গ্রুপের কাছ থেকে অ্যাটলান্টিস প্রজেক্টের ২ টায়ারের একটি সম্পত্তি কিনেছিলেন। সেটির দাম পড়েছিল ৩১ কোটি টাকা।
এই বছরই মে মাসে অভিষেকের বাবা অমিতাভ বচ্চন মুম্বইয়ের ক্রিস্টাল গ্রুপের কাছ থেকে অ্যাটলান্টিস প্রজেক্টের ২ টায়ারের একটি সম্পত্তি কিনেছিলেন। সেটির দাম পড়েছিল ৩১ কোটি টাকা।
advertisement
6/6
কাজের দিক থেকে অভিষেককে শেষ দেখা গিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে দ্য বিগ বুল ছবিতে।
কাজের দিক থেকে অভিষেককে শেষ দেখা গিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে দ্য বিগ বুল ছবিতে।
advertisement
advertisement
advertisement