জ্যাপকিই ডট কমের সাম্প্রতিক তথ্য বলছে, নিজের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট মোদা দামে বিক্রি করেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। জানা গিয়েছে, মুম্বইয়ের এই অ্যাপার্টমেন্টটি অভিষেক বিক্রি করেছেন ৪৫.৭৫ কোটি টাকায়। এই খবর শুনে অনেকেই বলছেন, তবে কি হাতে কাজ না থাকায় টাকায় টান পড়ল জুনিয়র বচ্চনের।