Salman Khan Ring: নীল রঙের আংটি সলমান খানের আঙুলে! কেন হঠাৎ রত্ন ধারণ করলেন ভাইজান!

Last Updated:
Salman Khan- কেন হঠাৎ আংটি পরছেন সলমান! ডিসেম্বরে ৬০ বছরে পা দেবেন সলমান। আর তার আগেই জ্যোতিষের পরামর্শ মেনেই এই আংটি ধারণ করেছেন। ২০২৪ থেকে সময়টা ভাল যাচ্ছে না সলমানের।
1/7
বলিউড তারকা সলমন খানের ঝুলিতে একের পর এক দুরন্ত ছবি বা সুপারহিট ছবির সম্ভার রয়েছে ৷ তাঁর গুণমুগ্ধ প্রচুর ভক্ত। লিউডের ভাইজান সলমন খান বহু বিতর্কের কেন্দ্রবিন্দুতেও থাকেন সর্বদা ৷ স্টাইল স্টেটমেন্ট হোক বা ফ্যাশন সেন্স সলমন কিন্তু সবার থেকে হাটকে ৷ জুতো, জামা, বেল্ট থেকে শুরু করে টিশার্ট সমস্ত কিছুতেই সলমন আর পাঁচজনের থেকে বেশ আলাদা ৷
বলিউড তারকা সলমন খানের ঝুলিতে একের পর এক দুরন্ত ছবি বা সুপারহিট ছবির সম্ভার রয়েছে ৷ তাঁর গুণমুগ্ধ প্রচুর ভক্ত। লিউডের ভাইজান সলমন খান বহু বিতর্কের কেন্দ্রবিন্দুতেও থাকেন সর্বদা ৷ স্টাইল স্টেটমেন্ট হোক বা ফ্যাশন সেন্স সলমন কিন্তু সবার থেকে হাটকে ৷ জুতো, জামা, বেল্ট থেকে শুরু করে টিশার্ট সমস্ত কিছুতেই সলমন আর পাঁচজনের থেকে বেশ আলাদা ৷
advertisement
2/7
বাঁ হাতে ঘড়ির সঙ্গে সঙ্গে ডান হাতে আকাশি রঙের ব্রেসলেট ৷ রুপোর তৈরি এই ব্লেসলেটটি ছাড়া কখনও থাকেন না  সলমান। তাঁর কবজিতে টারকোয়েজ ব্রেসলেট দেখতে অভ্যস্ত ভক্তরা।
বাঁ হাতে ঘড়ির সঙ্গে সঙ্গে ডান হাতে আকাশি রঙের ব্রেসলেট ৷ রুপোর তৈরি এই ব্লেসলেটটি ছাড়া কখনও থাকেন না সলমান। তাঁর কবজিতে টারকোয়েজ ব্রেসলেট দেখতে অভ্যস্ত ভক্তরা।
advertisement
3/7
সলমানের বাবা সলিম খানের হাতেও এমনই একটি ব্রেসলেট আছে, আগে তিনি এমন ব্রেসলেট পরতেন স্টাইলের জন্য কিন্তু পরবর্তীকালে এটি তাঁর অভ্যাস হয়ে যায় ৷ সেলিম খানই ব্রেসলেট উপহার দেন সলমান খানকে।  ব্রেসলেটের আকাশি পাথরকে ফিরোজা বলে।
সলমানের বাবা সলিম খানের হাতেও এমনই একটি ব্রেসলেট আছে, আগে তিনি এমন ব্রেসলেট পরতেন স্টাইলের জন্য কিন্তু পরবর্তীকালে এটি তাঁর অভ্যাস হয়ে যায় ৷ সেলিম খানই ব্রেসলেট উপহার দেন সলমান খানকে। ব্রেসলেটের আকাশি পাথরকে ফিরোজা বলে।
advertisement
4/7
তবে এবার সলমানের হাতে ব্রেসলেটের পাশাপাশি দেখা গেল একটি আংটি। আর সেই আংটি নিয়েই জল্পনা। কেন হঠাৎ নীলা বা ব্লু স্যাফায়ার-এর আংটি পরতে শুরু করলেন তিনি!
তবে এবার সলমানের হাতে ব্রেসলেটের পাশাপাশি দেখা গেল একটি আংটি। আর সেই আংটি নিয়েই জল্পনা। কেন হঠাৎ নীলা বা ব্লু স্যাফায়ার-এর আংটি পরতে শুরু করলেন তিনি!
advertisement
5/7
কিন্তু কেন হঠাৎ আংটি পরছেন সলমান! ডিসেম্বরে ৬০ বছরে পা দেবেন সলমান। আর তার আগেই জ্যোতিষের পরামর্শ মেনেই এই আংটি ধারণ করেছেন। ২০২৪ থেকে সময়টা ভাল যাচ্ছে না সলমানের। বন্ধু ও এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের পর সলমানের নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে। বিষ্ণোই গ্যাং-এর থেকে বারবার খুনের হুমকি পেয়েছেন তিনি। এমনকী পেশাগত জীবনেও সমস্যা পিছু ছাড়ছে না তাঁর।
কিন্তু কেন হঠাৎ আংটি পরছেন সলমান! ডিসেম্বরে ৬০ বছরে পা দেবেন সলমান। আর তার আগেই জ্যোতিষের পরামর্শ মেনেই এই আংটি ধারণ করেছেন। ২০২৪ থেকে সময়টা ভাল যাচ্ছে না সলমানের। বন্ধু ও এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের পর সলমানের নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে। বিষ্ণোই গ্যাং-এর থেকে বারবার খুনের হুমকি পেয়েছেন তিনি। এমনকী পেশাগত জীবনেও সমস্যা পিছু ছাড়ছে না তাঁর।
advertisement
6/7
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নীলা সাধারণত শনিদেবকে শান্ত করতে ধারণ করা হয়। তা হলে কি বিপদ এড়াতেই এ বার সলমান নীলা ধারণ করলেন? নীলার আংটি অশুভ নজর কাটায়। হঠাৎ আসা বিপদ থেকে রক্ষা করে। কেরিয়ারে সুসময় ফেরাতেও নীলার জুড়ি মেলা ভার।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নীলা সাধারণত শনিদেবকে শান্ত করতে ধারণ করা হয়। তা হলে কি বিপদ এড়াতেই এ বার সলমান নীলা ধারণ করলেন? নীলার আংটি অশুভ নজর কাটায়। হঠাৎ আসা বিপদ থেকে রক্ষা করে। কেরিয়ারে সুসময় ফেরাতেও নীলার জুড়ি মেলা ভার।
advertisement
7/7
সলমানের হাতে যে আংটি দেখা যাচ্ছে সেটি চৌকো। চৌকো নীলা কেরিয়ারে উন্নতি ও হারানো জনপ্রিয়তা ফেরাতে ধারণ করা হয়। সলমন এই আংটি পরেছেন মধ্যমায়। অর্থাৎ, তিনি শনিদেবকে শান্ত করতেই এটি ধারণ করেছেন বলা যায়।
সলমানের হাতে যে আংটি দেখা যাচ্ছে সেটি চৌকো। চৌকো নীলা কেরিয়ারে উন্নতি ও হারানো জনপ্রিয়তা ফেরাতে ধারণ করা হয়। সলমন এই আংটি পরেছেন মধ্যমায়। অর্থাৎ, তিনি শনিদেবকে শান্ত করতেই এটি ধারণ করেছেন বলা যায়।
advertisement
advertisement
advertisement