Salman Khan Ring: নীল রঙের আংটি সলমান খানের আঙুলে! কেন হঠাৎ রত্ন ধারণ করলেন ভাইজান!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Salman Khan- কেন হঠাৎ আংটি পরছেন সলমান! ডিসেম্বরে ৬০ বছরে পা দেবেন সলমান। আর তার আগেই জ্যোতিষের পরামর্শ মেনেই এই আংটি ধারণ করেছেন। ২০২৪ থেকে সময়টা ভাল যাচ্ছে না সলমানের।
বলিউড তারকা সলমন খানের ঝুলিতে একের পর এক দুরন্ত ছবি বা সুপারহিট ছবির সম্ভার রয়েছে ৷ তাঁর গুণমুগ্ধ প্রচুর ভক্ত। লিউডের ভাইজান সলমন খান বহু বিতর্কের কেন্দ্রবিন্দুতেও থাকেন সর্বদা ৷ স্টাইল স্টেটমেন্ট হোক বা ফ্যাশন সেন্স সলমন কিন্তু সবার থেকে হাটকে ৷ জুতো, জামা, বেল্ট থেকে শুরু করে টিশার্ট সমস্ত কিছুতেই সলমন আর পাঁচজনের থেকে বেশ আলাদা ৷
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু কেন হঠাৎ আংটি পরছেন সলমান! ডিসেম্বরে ৬০ বছরে পা দেবেন সলমান। আর তার আগেই জ্যোতিষের পরামর্শ মেনেই এই আংটি ধারণ করেছেন। ২০২৪ থেকে সময়টা ভাল যাচ্ছে না সলমানের। বন্ধু ও এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের পর সলমানের নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে। বিষ্ণোই গ্যাং-এর থেকে বারবার খুনের হুমকি পেয়েছেন তিনি। এমনকী পেশাগত জীবনেও সমস্যা পিছু ছাড়ছে না তাঁর।
advertisement
advertisement