Birthday : 'চ্যাপ্টার ৩৩'! ত্রিশলার জন্মদিনে ইউনিক শুভেচ্ছা মুন্নাভাইয়ের, হার্ট ইমেজি দিলেন মান্যতা...

Last Updated:
বাবাকে জবাবে ভালবাসা জানাতে দেরি করেননি সঞ্জয়-কন্যাও ৷ তিনি কমেন্ট বক্সে লেখেন, "বাবা তোমাকে ভালবাসি, ধন্যবাদ ৷ তোমার সঙ্গে সময় কাটাতে পেরে আমি খুব খুশি ৷"
1/6
মেয়েকে জন্মদিনে (Trishala Birthday) মিষ্টি শুভেচ্ছা জানালেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ৷ ত্রিশলার (Trishala Dutt) ছোট্টবেলার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে মুন্নাভাই লিখেছেন, মেয়েই তাঁর পাওয়া সবচেয়ে সুন্দর উপহার ৷
মেয়েকে জন্মদিনে (Trishala Birthday) মিষ্টি শুভেচ্ছা জানালেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ৷ ত্রিশলার (Trishala Dutt) ছোট্টবেলার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে মুন্নাভাই লিখেছেন, মেয়েই তাঁর পাওয়া সবচেয়ে সুন্দর উপহার ৷
advertisement
2/6
ছোট্ট ত্রিশলার সঙ্গে তাঁর ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন ৬২ বছরের অভিনেতা ৷ আদরের কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সঞ্জুবাবা ক্যাপশনে লেখেন, "যখন আমি বাবা হই, তখন তোমার মধ্যে দিয়ে জীবন আমাকে সবচেয়ে সুন্দর উপহারটা দেয় ৷ আজ তুমি এতটা বড় হয়ে গিয়েছ, আমাদের মধ্যে বন্ধন আরও মজবুত হয়েছে ৷ শুভ জন্মদিন আমার ছোট্ট মেয়ে ত্রিশলা ৷"
ছোট্ট ত্রিশলার সঙ্গে তাঁর ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন ৬২ বছরের অভিনেতা ৷ আদরের কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সঞ্জুবাবা ক্যাপশনে লেখেন, "যখন আমি বাবা হই, তখন তোমার মধ্যে দিয়ে জীবন আমাকে সবচেয়ে সুন্দর উপহারটা দেয় ৷ আজ তুমি এতটা বড় হয়ে গিয়েছ, আমাদের মধ্যে বন্ধন আরও মজবুত হয়েছে ৷ শুভ জন্মদিন আমার ছোট্ট মেয়ে ত্রিশলা ৷"
advertisement
3/6
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী তথা প্রয়াত অভিনেত্রী রিচা শর্মার সন্তান ত্রিশলা ৷ দিনকয়েক আগেই হাওয়াই দ্বীপপুঞ্জে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন তিনি ৷ স্যুইমস্যুটে তাঁর সেই হট ছবি শোরগোল ফেলে দিয়েছিল ইন্টারনেটে ৷ সৈকতে কালো মনোকিনি পরা ছবি আগুন ধরিয়েছিল ইন্টারনেটে ৷
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী তথা প্রয়াত অভিনেত্রী রিচা শর্মার সন্তান ত্রিশলা ৷ দিনকয়েক আগেই হাওয়াই দ্বীপপুঞ্জে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন তিনি ৷ স্যুইমস্যুটে তাঁর সেই হট ছবি শোরগোল ফেলে দিয়েছিল ইন্টারনেটে ৷ সৈকতে কালো মনোকিনি পরা ছবি আগুন ধরিয়েছিল ইন্টারনেটে ৷
advertisement
4/6
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী তথা প্রয়াত অভিনেত্রী রিচা শর্মার সন্তান ত্রিশলা ৷ দিনকয়েক আগেই হাওয়াই দ্বীপপুঞ্জে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন তিনি ৷ স্যুইমস্যুটে তাঁর সেই হট ছবি শোরগোল ফেলে দিয়েছিল ইন্টারনেটে ৷ সৈকতে কালো মনোকিনি পরা ছবি আগুন ধরিয়েছিল ইন্টারনেটে 
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী তথা প্রয়াত অভিনেত্রী রিচা শর্মার সন্তান ত্রিশলা ৷ দিনকয়েক আগেই হাওয়াই দ্বীপপুঞ্জে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন তিনি ৷ স্যুইমস্যুটে তাঁর সেই হট ছবি শোরগোল ফেলে দিয়েছিল ইন্টারনেটে ৷ সৈকতে কালো মনোকিনি পরা ছবি আগুন ধরিয়েছিল ইন্টারনেটে 
advertisement
5/6
২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন বলিউডের মুন্নাভাই ৷ ২০১০ সালের অক্টোবর মাসে শাহরান ও ইকরা নামে দুই যমজ সন্তান আসে তাঁদের জীবনে ৷কর্মক্ষেত্রে সঞ্জয় দত্তকে শেষবার পর্দায় দেখা গিয়েছে তোরবাজ ফিল্মে ৷ মহেশ ভাটের সড়ক ২-তেও অভিনয় করেছেন তিনি ৷ সেই ফিল্মে তাঁর সঙ্গে ছিলেন পূজা ভাট, আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুর ৷
২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন বলিউডের মুন্নাভাই ৷ ২০১০ সালের অক্টোবর মাসে শাহরান ও ইকরা নামে দুই যমজ সন্তান আসে তাঁদের জীবনে ৷কর্মক্ষেত্রে সঞ্জয় দত্তকে শেষবার পর্দায় দেখা গিয়েছে তোরবাজ ফিল্মে ৷ মহেশ ভাটের সড়ক ২-তেও অভিনয় করেছেন তিনি ৷ সেই ফিল্মে তাঁর সঙ্গে ছিলেন পূজা ভাট, আলিয়া ভাট ও আদিত্য রয় কাপুর ৷
advertisement
6/6
গত বছর অগস্টে ডিজনি হটস্টারে সেই ফিল্ম মুক্তি পায় ৷ তার আগে ২০২০ সালে আশুতোষ গোয়ারিকরের পিরিয়ড ড্রামা পানিপথে দেখা যায় সঞ্জয়কে ৷ সেই ফিল্মে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অর্জুন কাপুর ও কৃতী শ্যানন ৷ পরবর্তীতে সঞ্জুবাবাকে দেখা যাবে কেজিএফ: চ্যাপ্টার ২, অজয় দেবগণের ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া এবং রণবীর কাপুর ও বাণী কাপুরের শামশেরাতে৷
গত বছর অগস্টে ডিজনি হটস্টারে সেই ফিল্ম মুক্তি পায় ৷ তার আগে ২০২০ সালে আশুতোষ গোয়ারিকরের পিরিয়ড ড্রামা পানিপথে দেখা যায় সঞ্জয়কে ৷ সেই ফিল্মে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অর্জুন কাপুর ও কৃতী শ্যানন ৷ পরবর্তীতে সঞ্জুবাবাকে দেখা যাবে কেজিএফ: চ্যাপ্টার ২, অজয় দেবগণের ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া এবং রণবীর কাপুর ও বাণী কাপুরের শামশেরাতে৷
advertisement
advertisement
advertisement