Birbhum News: বীরভূমে আচমকা হলটা কী? ছুটে এল কাতারে কাতারে মানুষ, তারপর যা কাণ্ডটা ঘটল...

Last Updated:
Birbhum News: রামপুরহাট এবং সিউড়ির একটি মোবাইল লঞ্চ অনুষ্ঠানে যোগদান করেন বাংলা চলচ্চিত্রের নায়িকা ইধিকা পাল।
1/5
বীরভূমের মাটিতে এলেন বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম নায়িকা ইধিকা পাল। টুম্পা পাল যিনি ইধিকা পাল নামে পরিচিতি লাভ করে। শাকিব খানের বিপরীতে প্রিয়তমা (২০২৩) চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন, যা বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্রে পরিণত হয়েছিল।
বীরভূমের মাটিতে এলেন বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম নায়িকা ইধিকা পাল। টুম্পা পাল যিনি ইধিকা পাল নামে পরিচিতি লাভ করে। শাকিব খানের বিপরীতে প্রিয়তমা (২০২৩) চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন, যা বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্রে পরিণত হয়েছিল।
advertisement
2/5
এর পাশাপাশি বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ক দীপক অধিকারী ওরফে দেব এর সঙ্গে গত বছর খাদান সিনেমা করে সকল দর্শকদের মন কেড়েছিলেন ইধিকা। গত বছর ২০ ডিসেম্বর দেব ও যীশু অভিনীত খাদান সিনেমায় দেবের নায়িকা ছিল ইধিকা পাল। গত বছর বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় সুপারহিট সিনেমা ছিল এটি।
এর পাশাপাশি বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ক দীপক অধিকারী ওরফে দেব-এর সঙ্গে গত বছর খাদান সিনেমা করে সকল দর্শকদের মন কেড়েছিলেন ইধিকা। গত বছর ২০ ডিসেম্বর দেব ও যীশু অভিনীত খাদান সিনেমায় দেবের নায়িকা ছিল ইধিকা পাল। গত বছর বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় সুপারহিট সিনেমা ছিল এটি।
advertisement
3/5
সেই চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা ইধিকা পাল প্রথমে বীরভূমের সিউড়ি আসেন, এবং সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় এসে পৌঁছান রামপুরহাট শহরে। জানা যায় তিনি মূলত আসেন একটি মোবাইল এর দোকানে মোবাইল লঞ্চ অনুষ্ঠানে যোগদান করতে। তার হাত দিয়েই মোবাইল লঞ্চ হয়।
সেই চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা ইধিকা পাল প্রথমে বীরভূমের সিউড়ি আসেন, এবং সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় এসে পৌঁছান রামপুরহাট শহরে। জানা যায়, তিনি মূলত আসেন একটি মোবাইল এর দোকানে মোবাইল লঞ্চ অনুষ্ঠানে যোগদান করতে। তার হাত দিয়েই মোবাইল লঞ্চ হয়।
advertisement
4/5
রূপালি পর্দায় দেবের বিপরীতে অভিনয় করা সেই নায়িকাকে দেখার জন্য সিউড়ি শহর জুড়ে এবং রামপুরহাট শহর জুড়ে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। মোবাইল হাতে কেউ তার ভিডিও আবার কেউ ছবি ক্যামেরা বন্দী করতে ব্যাস্ত। আবার অনেকে পাশে দাড়িয়ে ছবি তুলতে ভিড় জমান। বিশেষ করে বাচ্চাদের ভিড় ছিল চোখে পড়ার মত।
রূপালি পর্দায় দেবের বিপরীতে অভিনয় করা সেই নায়িকাকে দেখার জন্য সিউড়ি শহর জুড়ে এবং রামপুরহাট শহর জুড়ে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। মোবাইল হাতে কেউ তার ভিডিও আবার কেউ ছবি ক্যামেরা বন্দী করতে ব্যাস্ত। আবার অনেকে পাশে দাড়িয়ে ছবি তুলতে ভিড় জমান। বিশেষ করে বাচ্চাদের ভিড় ছিল চোখে পড়ার মত।
advertisement
5/5
মোবাইল লঞ্চিং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইধিকা পাল জানান
মোবাইল লঞ্চিং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইধিকা পাল জানান "বহুদিন থেকে বীরভূম আসার ইচ্ছে ছিল। তবে আসা হয়ে ওঠেনি। কিন্তু হঠাৎ এই মোবাইল লঞ্চিং অনুষ্ঠানে আসতে পেরে খুব ভাল লাগছে।" অন্যদিকে উদ্যোক্তারা জানান প্রিয় নায়িকাকে পাশে তারা অনেকটাই খুশি। ইধিকা আসার আগে থেকেই কঠোর ছিল পুলিশি নিরাপত্তা।
advertisement
advertisement
advertisement