তাবড় তাবড় তারকাদের সঙ্গে ‘সেরার সেরা সম্মান ২০২৫’! রাজ্যের দরবারে বীরভূমের নাম উজ্জ্বল করল সিউড়ির খুদে, জানুন পরিচয়
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
পুরস্কার হাতে পাওয়ার মুহূর্তে করতালির গর্জনে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। উপস্থিত অতিথিদের অনেকেই বলছেন, "এই ছোট্ট মেয়েটি আগামী দিনে বীরভূমের মুখ উজ্জ্বল করবে গোটা রাজ্যের মঞ্চে।"
advertisement
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত এক গ্ল্যামারাস পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় মুখরা। ‘জোয়ার ভাটা’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘পরশুরাম’, ‘রঘুডাকাত’, ‘জগদ্ধাত্রী’, ‘শুভ বিবাহ’, ‘পঞ্চমী’, ‘ফুলকি’, ‘কথা’, ‘রাজরাজেশ্বরী’, ‘রানী ভবানী’, ‘অতি উত্তম’, ‘পরিণীতা’-র মতো একাধিক সিরিয়াল ও সিনেমার তারকারা। তাঁদের মধ্যেই উজ্জ্বল হয়ে উঠেছে বীরভূমের ছোট্ট তারকা সম্পূর্ণা নরসুন্দর।
advertisement
advertisement
advertisement
সম্পূর্ণার এই সাফল্যে গর্বিত পুরো সিউড়ি, গর্বিত বীরভূম। স্থানীয় মানুষজনের সঙ্গে শিল্পী মহল, সবার মুখে একটাই কথা, "সম্পূর্ণা আমাদের জেলার আসল গর্ব, সে প্রমাণ করে দিচ্ছে প্রতিভা বয়সে নয়, মনের জোরে মাপে।" বীরভূমের মাটিতে জন্ম নেওয়া এই ছোট্ট মেয়েটি আজ দেখিয়ে দিল স্বপ্ন বড় হলে বয়স কোনও বাধা নয়। সম্পূর্ণা নরসুন্দর আজ পুরো বীরভূমের গর্ব। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)








