বিপাশা থেকে আলিয়া! ২০২২-এ মা হলেন এই বলিতারকারা, তালিকায় রয়েছে বড় বড় নাম
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Bollywood actresses who became mommies in 2022 : ২০২২-এ মা হয়েছেন বড় কয়েকজন অভিনেত্রী
৬ নভেম্বর আলিয়া ভাট এবং রণবীর কাপুর এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হওয়ার পরে, বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারও দিলেন ভাল খবর! ১১ নভেম্বর বিপাশা এবং করণ এক কন্যা সন্তানের জন্ম দেন। ভীষণই খুশির সংবাদ না? সদ্য বাবা-মায়ের জন্য অভিনন্দন। তবে এই দুই অভিনেত্রী ছাড়াও ২০২২-এ মা হয়েছেন আরও বড় কয়েকজন অভিনেত্রী।
advertisement
আলিয়া, দেবিনার পর বলিউডে এ বার মা হলেন বিপাশা বসু৷ বিপাশার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে তাঁদের কন্যাসন্তান জন্মানোর খবর জানানো হয়৷ জানিয়ে দেওয়া হয় মেয়ের কী নাম রেখেছেন তাঁরা, সেটাও৷ সদ্যোজাত কন্যার নাম বিপাশা ও করণ রেখেছন ‘দেবী’৷ পদবিতে আছে মা ও বাবার দু’জনের পরিচয়ই৷ নবজাতকের সম্পূর্ণ নাম দেবী বসু সিং গ্রোভার৷
advertisement
advertisement
advertisement