বিপাশা থেকে আলিয়া! ২০২২-এ মা হলেন এই বলিতারকারা, তালিকায় রয়েছে বড় বড় নাম

Last Updated:
Bollywood actresses who became mommies in 2022 : ২০২২-এ মা হয়েছেন বড় কয়েকজন অভিনেত্রী
1/5
৬ নভেম্বর আলিয়া ভাট এবং রণবীর কাপুর এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হওয়ার পরে, বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারও দিলেন ভাল খবর! ১১ নভেম্বর বিপাশা এবং করণ এক কন্যা সন্তানের জন্ম দেন। ভীষণই খুশির সংবাদ না? সদ্য বাবা-মায়ের জন্য অভিনন্দন। তবে এই দুই অভিনেত্রী ছাড়াও ২০২২-এ মা হয়েছেন আরও বড় কয়েকজন অভিনেত্রী।
৬ নভেম্বর আলিয়া ভাট এবং রণবীর কাপুর এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হওয়ার পরে, বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারও দিলেন ভাল খবর! ১১ নভেম্বর বিপাশা এবং করণ এক কন্যা সন্তানের জন্ম দেন। ভীষণই খুশির সংবাদ না? সদ্য বাবা-মায়ের জন্য অভিনন্দন। তবে এই দুই অভিনেত্রী ছাড়াও ২০২২-এ মা হয়েছেন আরও বড় কয়েকজন অভিনেত্রী।
advertisement
2/5
আলিয়া, দেবিনার পর বলিউডে এ বার মা হলেন বিপাশা বসু৷ বিপাশার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে তাঁদের কন্যাসন্তান জন্মানোর খবর জানানো হয়৷ জানিয়ে দেওয়া হয় মেয়ের কী নাম রেখেছেন তাঁরা, সেটাও৷ সদ্যোজাত কন্যার নাম বিপাশা ও করণ রেখেছন ‘দেবী’৷ পদবিতে আছে মা ও বাবার দু’জনের পরিচয়ই৷ নবজাতকের সম্পূর্ণ নাম দেবী বসু সিং গ্রোভার৷
আলিয়া, দেবিনার পর বলিউডে এ বার মা হলেন বিপাশা বসু৷ বিপাশার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে তাঁদের কন্যাসন্তান জন্মানোর খবর জানানো হয়৷ জানিয়ে দেওয়া হয় মেয়ের কী নাম রেখেছেন তাঁরা, সেটাও৷ সদ্যোজাত কন্যার নাম বিপাশা ও করণ রেখেছন ‘দেবী’৷ পদবিতে আছে মা ও বাবার দু’জনের পরিচয়ই৷ নবজাতকের সম্পূর্ণ নাম দেবী বসু সিং গ্রোভার৷
advertisement
3/5
গত ৬ নভেম্বর সকালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। সেই থেকে ভক্তদের উৎসাহের অন্ত নেই। কী নাম রাখা হবে মেয়ের? কার মতো দেখতে হয়েছে সে? ভবিষ্যতেই বা কার সঙ্গে মিল হবে বেশি? মা আলিয়া নাকি বাবা রণবীর কাপুর? কিন্তু এখনও সদ্যোজাতর কোনও ছবি প্রকাশ্যে আসেনি।
গত ৬ নভেম্বর সকালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। সেই থেকে ভক্তদের উৎসাহের অন্ত নেই। কী নাম রাখা হবে মেয়ের? কার মতো দেখতে হয়েছে সে? ভবিষ্যতেই বা কার সঙ্গে মিল হবে বেশি? মা আলিয়া নাকি বাবা রণবীর কাপুর? কিন্তু এখনও সদ্যোজাতর কোনও ছবি প্রকাশ্যে আসেনি।
advertisement
4/5
চলতি বছরের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল মেয়ে মালতির ছবিতে ভরিয়ে রেখেছেন নিক-প্রিয়াঙ্কা
চলতি বছরের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল মেয়ে মালতির ছবিতে ভরিয়ে রেখেছেন নিক-প্রিয়াঙ্কা
advertisement
5/5
সম্প্রতি মা হয়েছেন সোনম কাপুর৷ গত ২০ অগাস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলি নায়িকা সোনম কাপুর এবং ব্যবসায়ী আনন্দ আহুজা। ছেলের নাম রাখলেন, বায়ু। বায়ু কাপুর আহুজা।
সম্প্রতি মা হয়েছেন সোনম কাপুর৷ গত ২০ অগাস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলি নায়িকা সোনম কাপুর এবং ব্যবসায়ী আনন্দ আহুজা। ছেলের নাম রাখলেন, বায়ু। বায়ু কাপুর আহুজা।
advertisement
advertisement
advertisement