'BB OTT 3': এ কী হাঁড়ির হাল কঙ্কনার প্রাক্তন স্বামীর, রণবীর শৌরি রাখঢাক না করে বলে ফেললেন, বলিউড গসিপ সরগরম

Last Updated:
Bigg Boss ott 3: কঙ্কনার সঙ্গে সম্পর্ক চুকেছে অনেক দিন, তা বলে টাকার জন্য এই কাজ করছেন রণবীর!
1/7
কঙ্কনা সেন শর্মা প্রাক্তন স্বামী রণবীর শৌরের শেষমেশ এই হাল! টাকার জন্যেই নাকি তিনি বিগ বসের মতো হাই প্রোফাইল রিয়েলিটি শো -তে অংশ নিয়েছেন৷ বিগ বসের ঘরে জেতা নয় তাঁর চাই ২৫ লক্ষ টাকা৷ কঙ্কনা সেন শর্মার প্রাক্তন স্বামীর এই দাবি ঘিরে গোটা বি টাউনে শুরু হয়ে গেছে ফিসফাস গুঞ্জন , গসিপ৷
কঙ্কনা সেন শর্মা প্রাক্তন স্বামী রণবীর শৌরের শেষমেশ এই হাল! টাকার জন্যেই নাকি তিনি বিগ বসের মতো হাই প্রোফাইল রিয়েলিটি শো -তে অংশ নিয়েছেন৷ বিগ বসের ঘরে জেতা নয় তাঁর চাই ২৫ লক্ষ টাকা৷ কঙ্কনা সেন শর্মার প্রাক্তন স্বামীর এই দাবি ঘিরে গোটা বি টাউনে শুরু হয়ে গেছে ফিসফাস গুঞ্জন , গসিপ৷
advertisement
2/7
রণবীর এবং কঙ্কনা সেনশর্মা ২০১০ সালে গাঁটছড়া বাঁধেন এবং ২০২০ সালে বিবাহবিচ্ছেদ করেন। তাদের হারুন নামে একটি ছেলে রয়েছে।
রণবীর এবং কঙ্কনা সেনশর্মা ২০১০ সালে গাঁটছড়া বাঁধেন এবং ২০২০ সালে বিবাহবিচ্ছেদ করেন। তাদের হারুন নামে একটি ছেলে রয়েছে।
advertisement
3/7
যদিও ২০২০ সালে ডিভোর্স হলেও শেষ পাঁচ বছর তাঁরা আলাদা থাকছিলেন৷ দুজনেই চেষ্টা করেছিলেন বিয়েটা টিকিয়ে রাখার, এরজন্যে তাঁরা কাউন্সিলিংও করেছিলেন৷
যদিও ২০২০ সালে ডিভোর্স হলেও শেষ পাঁচ বছর তাঁরা আলাদা থাকছিলেন৷ দুজনেই চেষ্টা করেছিলেন বিয়েটা টিকিয়ে রাখার, এরজন্যে তাঁরা কাউন্সিলিংও করেছিলেন৷
advertisement
4/7
কিন্তু কিছুই কাজ করেনি৷ তাঁরা ২০২০ সালেই লিগাল সেপারেশন পিরিয়ড কাটানোর পর মিউচুয়াল ডিভোর্স ফাইল করেন৷
কিন্তু কিছুই কাজ করেনি৷ তাঁরা ২০২০ সালেই লিগাল সেপারেশন পিরিয়ড কাটানোর পর মিউচুয়াল ডিভোর্স ফাইল করেন৷
advertisement
5/7
ইউটিউবার আরমান মালিক ছাড়াও অভিনেতা রণবীর শোরে, 'বিগ বস ওটিটি 3'-এ সবচেয়ে আলোচিত সেলিব্রিটিদের একজন হিসাবে আবির্ভূত হচ্ছেন। অনুষ্ঠানের সর্বশেষ পর্বে, অভিনেতাকে আরমানের সঙ্গে কথা বলতে দেখা যায় যে তিনি কীভাবে ট্রফির চেয়ে জয়ের পরিমাণে বেশি আগ্রহী।
ইউটিউবার আরমান মালিক ছাড়াও অভিনেতা রণবীর শোরে, 'বিগ বস ওটিটি 3'-এ সবচেয়ে আলোচিত সেলিব্রিটিদের একজন হিসাবে আবির্ভূত হচ্ছেন। অনুষ্ঠানের সর্বশেষ পর্বে, অভিনেতাকে আরমানের সঙ্গে কথা বলতে দেখা যায় যে তিনি কীভাবে ট্রফির চেয়ে জয়ের পরিমাণে বেশি আগ্রহী।
advertisement
6/7
রণবীর ও আরমান দারুণ বন্ধু হয়ে উঠেছেন। সর্বশেষ পর্বে, দুজনকে খোলামেলা চ্যাট করতে দেখা গেছে।সেখানে রণবীর আরমানকে বলেন, "ট্রফির চেয়ে আমি ২৫ লক্ষ টাকাতেই বেশি আগ্রহী। এটাই আমার দরকার।" আরমান হেসে জবাব দিল। এতে রণবীর যোগ করেন, "আমি ট্রফিটি নিয়ে কী করব?"
রণবীর ও আরমান দারুণ বন্ধু হয়ে উঠেছেন। সর্বশেষ পর্বে, দুজনকে খোলামেলা চ্যাট করতে দেখা গেছে।সেখানে রণবীর আরমানকে বলেন, "ট্রফির চেয়ে আমি ২৫ লক্ষ টাকাতেই বেশি আগ্রহী। এটাই আমার দরকার।" আরমান হেসে জবাব দিল। এতে রণবীর যোগ করেন, "আমি ট্রফিটি নিয়ে কী করব?"
advertisement
7/7
এদিকে 'বিগ বস ওটিটি 3'-তে রণবীর শোরে, সানা মকবুল, সাই কেতন রাও, বিশাল পান্ডে, শিবানী কুমারী, লাভকেশ কাটারিয়া, আরমান মালিক, কৃতিকা মালিক এবং নায়েজি এর প্রতিযোগী হিসেবে রয়েছেন। অনিল কাপুর দ্বারা হোস্ট করা, 'বিগ বস OTT 3' বর্তমানে JioCinema-এ স্ট্রিমিং হচ্ছে। প্রায় দুই সপ্তাহের মধ্যে সিজনের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এদিকে 'বিগ বস ওটিটি 3'-তে রণবীর শোরে, সানা মকবুল, সাই কেতন রাও, বিশাল পান্ডে, শিবানী কুমারী, লাভকেশ কাটারিয়া, আরমান মালিক, কৃতিকা মালিক এবং নায়েজি এর প্রতিযোগী হিসেবে রয়েছেন। অনিল কাপুর দ্বারা হোস্ট করা, 'বিগ বস OTT 3' বর্তমানে JioCinema-এ স্ট্রিমিং হচ্ছে। প্রায় দুই সপ্তাহের মধ্যে সিজনের ফাইনাল অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
advertisement