হোম » ছবি » বিনোদন » রাজার মতো ভরত থাকুন রাজার মতোই, পরের জন্মে তাঁকেই স্বামী হিসেবে চান জয়শ্রী
Bharat Kaul : রাজার মতো ভরত থাকুন রাজার মতোই, পরের জন্মে তাঁকেই স্বামী হিসেবে চান জয়শ্রী
Bangla Digital Desk
1/ 9
মন ছুঁয়ে যাওয়া পোস্টে ভরত কলকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ৷ ফেসবুকে ছবি শেয়ার করেছেন জন্মদিন উদযাপনের ৷ স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্যদের সঙ্গে জমজমাট ছিল অভিনেতার জন্মদিন ৷
2/ 9
জয়শ্রী লিখেছেন, তাঁর স্বামী নিজেই একজন রাজা ৷ আলাদা করে কোনও পরিচয় তাঁর প্রয়োজন হয় না ৷ তিনি সকলের কথা ভাবেন ৷
3/ 9
তবে স্বামীর একটি বিষয়ে বেশ রেগেই যান জয়শ্রী৷ সেটা হল মোবাইলের নেশা ৷ তাঁকে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে দেখে খুব বিরক্ত লাগে জয়শ্রীর ৷
4/ 9
ভরতকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করেন জয়শ্রী ৷ বলেছেন, আগামী জন্মেও ভরতকেই স্বামী হিসেবে পেতে চান ৷
5/ 9
ভরতের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন জয়শ্রী ৷ ভরত যেন রাজার মতোই থাকেন, ইচ্ছে তাঁর ঘরণির ৷
6/ 9
ব্যক্তিগত জীবনে দীর্ঘ কঠিন সময় পাড়ি দিয়েছেন ভরত ৷ প্রথম স্ত্রী অভিনেত্রী অনুশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মুম্বই চলে যান ৷ সেখানে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অন্য অভিনেত্রীর সঙ্গে ৷
7/ 9
এর পর ভরতের জীবনের পথ অনেকটাই বন্ধুর হয়ে ওঠে ৷ জানা যায় তিনি আক্রান্ত হয়েছেন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ায় ৷ এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে হাল ধরেছিলেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ৷
8/ 9
জয়শ্রীর কাছে ভরসার ছায়া পেয়েছিলেন ভরত ৷ সেই ভরসা থেকে বন্ধুত্ব, প্রেম ও পরিণয় ৷ বয়সের ফারাক ছায়া ফেলেনি তাঁদের সম্পর্ক ও দাম্পত্যে ৷ একমাত্র মেয়েকে নিয়ে তাঁদের ভরপুর সংসার ৷
9/ 9
মা হওয়ার পরও অভিনয়ের কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়শ্রী ৷ এমনকি, তিনি অভিনয় করেন স্বামীর প্রাক্তন স্ত্রী অনুশ্রীর সঙ্গেও ৷ দু’জনের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যমূলক ৷
Bharat Kaul : রাজার মতো ভরত থাকুন রাজার মতোই, পরের জন্মে তাঁকেই স্বামী হিসেবে চান জয়শ্রী
মন ছুঁয়ে যাওয়া পোস্টে ভরত কলকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ৷ ফেসবুকে ছবি শেয়ার করেছেন জন্মদিন উদযাপনের ৷ স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্যদের সঙ্গে জমজমাট ছিল অভিনেতার জন্মদিন ৷
Bharat Kaul : রাজার মতো ভরত থাকুন রাজার মতোই, পরের জন্মে তাঁকেই স্বামী হিসেবে চান জয়শ্রী
ব্যক্তিগত জীবনে দীর্ঘ কঠিন সময় পাড়ি দিয়েছেন ভরত ৷ প্রথম স্ত্রী অভিনেত্রী অনুশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মুম্বই চলে যান ৷ সেখানে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অন্য অভিনেত্রীর সঙ্গে ৷
Bharat Kaul : রাজার মতো ভরত থাকুন রাজার মতোই, পরের জন্মে তাঁকেই স্বামী হিসেবে চান জয়শ্রী
এর পর ভরতের জীবনের পথ অনেকটাই বন্ধুর হয়ে ওঠে ৷ জানা যায় তিনি আক্রান্ত হয়েছেন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ায় ৷ এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে হাল ধরেছিলেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ৷
Bharat Kaul : রাজার মতো ভরত থাকুন রাজার মতোই, পরের জন্মে তাঁকেই স্বামী হিসেবে চান জয়শ্রী
জয়শ্রীর কাছে ভরসার ছায়া পেয়েছিলেন ভরত ৷ সেই ভরসা থেকে বন্ধুত্ব, প্রেম ও পরিণয় ৷ বয়সের ফারাক ছায়া ফেলেনি তাঁদের সম্পর্ক ও দাম্পত্যে ৷ একমাত্র মেয়েকে নিয়ে তাঁদের ভরপুর সংসার ৷
Bharat Kaul : রাজার মতো ভরত থাকুন রাজার মতোই, পরের জন্মে তাঁকেই স্বামী হিসেবে চান জয়শ্রী
মা হওয়ার পরও অভিনয়ের কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়শ্রী ৷ এমনকি, তিনি অভিনয় করেন স্বামীর প্রাক্তন স্ত্রী অনুশ্রীর সঙ্গেও ৷ দু’জনের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যমূলক ৷