Bhagyashree's Daughter Avantika Dassani : বলিউডে পা রাখছেন ভাগ্যশ্রীর মেয়ে অবন্তিকা ! সঙ্গে থাকছেন হুমা কুরেশি !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Bhagyashree's Daughter Avantika Dassani : বলিউডে কাজ শুরু করতেই ভাগ্যশ্রী কন্যা অবন্তিকাকে নিয়ে জোর চর্চা শুরু !
'মেয়নে পেয়ার কিয়া হ্যায়' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন ভাগ্যশ্রী। প্রথম ছবিতেই মন জিতে ছিলেন তিনি। তার পরেই বিয়ে করে সরে গিয়েছিলেন সিনেমা জগত থেকে। তবে এখন সেই নায়িকার মেয়ে পা রাখতে চলেছেন বলিউডে। তাঁর মেয়ের নাম অবন্তিকা দাসানি।
advertisement
advertisement
advertisement
'মিথ্যা'-তে অবন্তিকা দেখা যাবে হুমা কুরেশির সঙ্গে কাজ করতে। এই ছবি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
advertisement
ভাগ্যশ্রী এক ছেলে ও এক মেয়ে। ছেলে এর আগেই বলিউডে কাজ শুরু করেছেন। ২০১৯-এ একটি ছবিতে অভিনয় করেন অভিমন্যু। কিন্তু তা জমেনি। এবার মেয়ে অবন্তিকার পালা।
advertisement