Shrabani Bhunia: বছরের শুরুতেই বিরাট চমক! গোপনে কি বিয়ে সারলেন শ্রাবণী? মেহেন্দি থেকে গায়ে হলুদের ছবি ভাইরাল হতেই তুমুল চর্চা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shrabani Bhunia: টলিপাড়ার বিয়ের মরশুম৷ একের পর এক তারকারা একে একে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন৷ তবে কি এই ট্রেন্ডেই গা ভাসালেন টেলি অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া৷
advertisement
advertisement
advertisement
advertisement
২০১৬ সালে 'রাখি বন্ধন' ধারাবাহিক দিয়ে টেলি দুনিয়ায় পা রাখেন শ্রাবণী৷ এছাড়াও 'মাধবীলতা'র চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন শ্রাবণী৷ তারপর 'মুকুট' ধারাবাহিকেও দেখা গেছিল অভিনেত্রীকে৷ কিন্তু কোনও ধারাবাহিকই সেভাবে টিআরপি-তে জায়গা করতে পারেনি৷ তারপর থেকে সেভাবে আর দেখা যায়নি মুকুট অভিনেত্রী৷