Indian Railways: বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ অভিযান, লালগোলা সেকশনে অভিযান চালিয়ে রেলের আয় ২ লক্ষেরও বেশি !

Last Updated:

যাত্রী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিয়ালদহ বিভাগে ব্যাপক টিকিট চেকিং অভিযান চালাচ্ছেন কমার্শিয়াল বিভাগের আধিকারিকরা। এর মধ্যে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ শিয়ালদহ–লালগোলা সেকশনে একটি বৃহৎ টিকিট চেকিং ও পরিদর্শন অভিযান সফলভাবে সম্পন্ন করেছে।

বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ অভিযান
বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ অভিযান
আবীর ঘোষাল, কলকাতা: শিয়ালদহ স্টেশন বা ওই ডিভিশনে বাড়ছে যাত্রী সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে বিনা টিকিটে যাতায়াতকারীর সংখ্যা। এই অবস্থায় প্রতিদিন বেড়ে চলেছে টিকিট চেকিং অভিযান। যাত্রী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিয়ালদহ বিভাগে ব্যাপক টিকিট চেকিং অভিযান চালাচ্ছেন কমার্শিয়াল বিভাগের আধিকারিকরা। এর মধ্যে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ শিয়ালদহ–লালগোলা সেকশনে একটি বৃহৎ টিকিট চেকিং ও পরিদর্শন অভিযান সফলভাবে সম্পন্ন করেছে।
এই অভিযান পরিচালনা করেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ড. উদয় শঙ্কর ঝা ও সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জসরাম মীনা। উদ্যোগটির মূল উদ্দেশ্য ছিল যাত্রীদের দায়িত্বশীল ভ্রমণ অভ্যাস গড়ে তোলা, টিকিট কেটেই রেলে উঠছেন তা নিশ্চিত করা এবং রেল পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। এই অভিযানের মাধ্যমে মোট ২,২৫,০০০ টাকা রাজস্ব সংগ্রহ হয় এবং ৩০৬টি মামলা রুজু করা হয়। মামলা গুলির মধ্যে ছিল টিকিটবিহীন ভ্রমণ, অবৈধভাবে লাগেজ বহন এবং রেল চত্বরে থুথু ফেলার ঘটনা।
advertisement
advertisement
আয় বৃদ্ধির বাইরে, ড. ঝা যাত্রীদের সার্বিক অভিজ্ঞতা উন্নত করার দিকেও জোর দেন। তিনি যাত্রী সুবিধাগুলি আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেন, যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নৈহাটি স্টেশনে বিক্রেতাদের সঙ্গে সৌন্দর্যায়ন সংক্রান্ত আলোচনাও করেন। পাশাপাশি, বিভিন্ন গুডস শেডের অবস্থা পরিদর্শন করে সম্ভাব্য আয়ের পথ খুঁজে বের করেন, যা শিয়ালদহ বিভাগ ও পূর্ব রেলের জন্য উপকারী হবে।
advertisement
এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, “এই বিশেষ অভিযান শুধুমাত্র দোষীদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। বৈধ টিকিট বহন, লাগেজ নিয়ম মেনে চলা এবং গণপরিবেশ পরিচ্ছন্ন রাখা – এই বিষয়গুলির গুরুত্ব সম্পর্কে যাত্রীদের সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ সুনিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” রেলের আধিকারিকরা জানাচ্ছেন এখন থেকে নিয়মিত এই অভিযান চালানো হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ অভিযান, লালগোলা সেকশনে অভিযান চালিয়ে রেলের আয় ২ লক্ষেরও বেশি !
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement