Abhishek Banerjee: হাওড়া ও ঝাড়গ্রামের সঙ্গে সাংগঠনিক বৈঠক অভিষেকের, নিবিড় জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ

Last Updated:

হাওড়া সদর ও গ্রামীণের নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়া ছাড়াও বৈঠক হয় ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের সঙ্গেও। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।

হাওড়া ও ঝাড়গ্রামের সঙ্গে সাংগঠনিক বৈঠক অভিষেকের (File Photo)
হাওড়া ও ঝাড়গ্রামের সঙ্গে সাংগঠনিক বৈঠক অভিষেকের (File Photo)
আবীর ঘোষাল, কলকাতা: হাওড়া সদর ও গ্রামীণের নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়া ছাড়াও বৈঠক হয় ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের সঙ্গেও। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। ঝাড়গ্রাম, হাওড়া সদর ও গ্রামীণের সমস্ত বিধায়ক, তিন মন্ত্রী পুলক রায়, অরূপ রায়, মনোজ তিওয়ারি, গ্রামীণ ও সদরের সভাপতি, চেয়ারম্যান, যুব, মহিলা ও আইএনটিটিইউসির সভাপতিরাও বৈঠকে ছিলেন।
এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিবিড় জনসংযোগের উপর বিশেষ জোর দেন। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর প্রত্যেকটি শিবিরে বিধায়কদের যাওয়ার জন্য নির্দেশ দেন তিনি। বলেন, শিবিরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে। তাঁদের সমস্যার কথা শুনতে হবে। এই কর্মসূচি সফল করার জন্য এলাকায় প্রচার চালাতে হবে। ছোট ছোট সভা, বৈঠক করে এলাকায় গিয়ে প্রচার চালাতে হবে। সেই সঙ্গে রাজ্যের জনমুখী প্রকল্পগুলির কথাও মানুষের কাছে বেশি করে তুলে ধরতে হবে। এইসব প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি সংগঠনকেও আরও মজবুত করে ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতিও এখন থেকে শুরু করে দেওয়ারও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা সবার রিপোর্ট কার্ড তৈরি করেছি। তার ভিত্তিতে সাংগঠনিক স্তরে কিছু রদবদল হতে পারে। যে পরিবর্তন হবে সেই নিয়ে সবাইকে একসঙ্গে ২০২৬-এর ভোটের জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। ২৬-এর বিধানসভা নির্বাচনে গতবারের মতো এবারও হাওড়ায় সব ক’টি আসনে জিততে হবে। সেই লক্ষ্যেই এখন থেকে সবাইকে একসঙ্গে প্রস্তুতি শুরু করে দিতে হবে। এই নিয়ে হাওড়া সদরের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরি বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে তাঁর বক্তব্যের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করেছেন। আমরা সবাই তাঁকে প্রতিশ্রুতি দিয়েছি, ছাব্বিশের নির্বাচনে হাওড়ার সব ক’টি বিধানসভা আসনে জয়ী হয়ে আমরা তাঁকে উপহার দেব। সেই লক্ষ্যে সকলে এখন থেকেই নেমে পড়ছি।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: হাওড়া ও ঝাড়গ্রামের সঙ্গে সাংগঠনিক বৈঠক অভিষেকের, নিবিড় জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৫ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৫ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ৫ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছে জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement