AC Local Train: পুজোর ‘গিফ্ট’ দিয়ে দিল রেল...দু’টো নতুন রুটে চালু হয়ে গেল AC local, জানুন কখন কখন ট্রেন

Last Updated:
এসি লোকাল পরিষেবার এই সম্প্রসারণ শিয়ালদহ বিভাগকে যাত্রীকেন্দ্রিক রেল পরিষেবার পথপ্রদর্শক হিসেবে আরও গুরুত্বপূর্ণ করে তুলল। আধুনিক, সাশ্রয়ী ও নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রদানের মাধ্যমে রেল তার যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের প্রতিশ্রুতিকে আবারও প্রতিষ্ঠা করতে চায়।
1/9
কলকাতা: উৎসবের মরসুমে আজ থেকে চালু হল দুই নয়া রুটের এসি লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেলের আধিকারিকরা বলছেন যাত্রী পরিষেবায় নতুন দিগন্তের সূচনা হল আজ থেকে। দুইটি নতুন এসি ইএমইউ লোকাল ট্রেন চালু হয়ে যাওয়ায় কিছুটা সময় আরাম করে মিলবে যাতায়াতের সুযোগ।
কলকাতা: উৎসবের মরসুমে আজ থেকে চালু হল দুই নয়া রুটের এসি লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেলের আধিকারিকরা বলছেন যাত্রী পরিষেবায় নতুন দিগন্তের সূচনা হল আজ থেকে। দুইটি নতুন এসি ইএমইউ লোকাল ট্রেন চালু হয়ে যাওয়ায় কিছুটা সময় আরাম করে মিলবে যাতায়াতের সুযোগ।
advertisement
2/9
যাত্রীদের আরাম ও সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ  পদক্ষেপ হিসেবে, পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ আজ শুক্রবার থেকে দুইটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত ইএমইউ লোকাল ট্রেন চালু করে দিল।
যাত্রীদের আরাম ও সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ  পদক্ষেপ হিসেবে, পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ আজ শুক্রবার থেকে দুইটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত ইএমইউ লোকাল ট্রেন চালু করে দিল।
advertisement
3/9
আগের এসি লোকাল পরিষেবার বিপুল সাফল্য ও সব আসন পূর্ণতার হার বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে প্রিমিয়াম যাতায়াত পরিষেবার প্রতি যাত্রীদের প্রবল চাহিদার প্রতিফলন ঘটবে। নতুন এই দুইটি ট্রেন চালু হওয়া শিয়ালদহ বিভাগের যাত্রীদের আরামে যাতায়াত করার অভিজ্ঞতা প্রদানে এক বড় পদক্ষেপ।
আগের এসি লোকাল পরিষেবার বিপুল সাফল্য ও সব আসন পূর্ণতার হার বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে প্রিমিয়াম যাতায়াত পরিষেবার প্রতি যাত্রীদের প্রবল চাহিদার প্রতিফলন ঘটবে। নতুন এই দুইটি ট্রেন চালু হওয়া শিয়ালদহ বিভাগের যাত্রীদের আরামে যাতায়াত করার অভিজ্ঞতা প্রদানে এক বড় পদক্ষেপ।
advertisement
4/9
নতুন এসি লোকাল পরিষেবার রুট -শিয়ালদহ – বনগাঁ – রানাঘাট এসি ইএমইউ লোকাল
শুরু হল ০৫-সেপ্টেম্বর-২০২৫ থেকে।
সপ্তাহে ৬ দিন চলবে (রবিবার বাদে)।
নতুন এসি লোকাল পরিষেবার রুট -
শিয়ালদহ – বনগাঁ – রানাঘাট এসি ইএমইউ লোকাল
শুরু হল ০৫-সেপ্টেম্বর-২০২৫ থেকে।
সপ্তাহে ৬ দিন চলবে (রবিবার বাদে)।
advertisement
5/9
শিয়ালদহ থেকে ছাড়বে ১৮:১৪ ঘন্টায় এবং রানাঘাট পৌঁছাবে ২০:৪১ ঘন্টায়।রানাঘাট থেকে ছাড়বে ০৭:১১ ঘন্টায় এবং শিয়ালদহ পৌঁছাবে ০৯:৩৭ ঘন্টায়।
শিয়ালদহ থেকে ছাড়বে ১৮:১৪ ঘন্টায় এবং রানাঘাট পৌঁছাবে ২০:৪১ ঘন্টায়।
রানাঘাট থেকে ছাড়বে ০৭:১১ ঘন্টায় এবং শিয়ালদহ পৌঁছাবে ০৯:৩৭ ঘন্টায়।
advertisement
6/9
শিয়ালদহ – কৃষ্ণনগর এসি ইএমইউ লোকালশিয়ালদহ থেকে ছাড়বে ০৯:৪৮ ঘন্টায় এবং কৃষ্ণনগর পৌঁছাবে ১২:০৭ ঘন্টায়।
শিয়ালদহ – কৃষ্ণনগর এসি ইএমইউ লোকাল
শিয়ালদহ থেকে ছাড়বে ০৯:৪৮ ঘন্টায় এবং কৃষ্ণনগর পৌঁছাবে ১২:০৭ ঘন্টায়।
advertisement
7/9
ভাড়া কাঠামো -শিয়ালদহ – রানাঘাট (বনগাঁ হয়ে): ₹১৫০
শিয়ালদহ – বনগাঁ: ₹১২০
শিয়ালদহ – বারাসত: ₹৬০
শিয়ালদহ – কৃষ্ণনগর: ₹১৪০
সর্বনিম্ন ভাড়া শুরু হচ্ছে মাত্র ₹৩৫ থেকে।
ভাড়া কাঠামো -
শিয়ালদহ – রানাঘাট (বনগাঁ হয়ে): ₹১৫০
শিয়ালদহ – বনগাঁ: ₹১২০
শিয়ালদহ – বারাসত: ₹৬০
শিয়ালদহ – কৃষ্ণনগর: ₹১৪০
সর্বনিম্ন ভাড়া শুরু হচ্ছে মাত্র ₹৩৫ থেকে।
advertisement
8/9
এই নতুন এসি লোকাল ট্রেনগুলি অন্যান্য যাতায়াত মাধ্যমের তুলনায় অর্থনৈতিক ও প্রতিযোগিতামূলক বিকল্প হয়ে উঠবে। যা যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় করবে। আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই ট্রেনগুলিতে যাত্রীদের নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে মহিলাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে।
এই নতুন এসি লোকাল ট্রেনগুলি অন্যান্য যাতায়াত মাধ্যমের তুলনায় অর্থনৈতিক ও প্রতিযোগিতামূলক বিকল্প হয়ে উঠবে। যা যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় করবে। আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই ট্রেনগুলিতে যাত্রীদের নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে মহিলাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে।
advertisement
9/9
এসি লোকাল পরিষেবার এই সম্প্রসারণ শিয়ালদহ বিভাগকে যাত্রীকেন্দ্রিক রেল পরিষেবার পথপ্রদর্শক হিসেবে আরও গুরুত্বপূর্ণ করে তুলল। আধুনিক, সাশ্রয়ী ও নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রদানের মাধ্যমে রেল তার যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের প্রতিশ্রুতিকে আবারও প্রতিষ্ঠা করতে চায়।
এসি লোকাল পরিষেবার এই সম্প্রসারণ শিয়ালদহ বিভাগকে যাত্রীকেন্দ্রিক রেল পরিষেবার পথপ্রদর্শক হিসেবে আরও গুরুত্বপূর্ণ করে তুলল। আধুনিক, সাশ্রয়ী ও নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রদানের মাধ্যমে রেল তার যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের প্রতিশ্রুতিকে আবারও প্রতিষ্ঠা করতে চায়।
advertisement
advertisement
advertisement