হলুদ শাড়ি ও লাল ব্লাউজে পুজোর বাজারে ফেসবুকে ঝড় তুলেছেন লাস্যময়ী টেলি অভিনেত্রীLast Updated:October 05, 2019 3:16 PM IST প্রতিটি ছবিতেই ভক্তদের উন্মাদনা আকর্ষণের কেন্দ্রবিন্দু ছাড়িয়েছেLink copied!Share this ArticleWhatsAppfacebookTwittertelegramcopy linkFollow us on Google News1/6পুজোর বাজারে টেলি অভিনেত্রী অঙ্কিতা সোশ্যাল মিডিয়ায় তুলেছেন ঝড় ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷ advertisement2/6মহাষষ্ঠীতে ফেসবুকে বেশ কয়েকটি ছবি আপলোড করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷ advertisement3/6সোনালি শাড়ি (হলুদও বলা যেতে পারে) রঙের লাল ব্লাউজে রীতিমত সুন্দরী লাগছেন ৷ একথা সত্যি সব সময়েই তিনি সুন্দর ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷ advertisement4/6প্রতিটি ছবিতে আলাদা আলাদা করে আকর্ষণ সৃষ্টি হয়েছে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷ advertisement5/6শাড়িতে এমনিতেই বাঙালি কন্যাদের ভাল লাগে দেখতে ৷ এ ক্ষেত্রে অঙ্কিতাকেও সুপারহট লাগছে ৷ ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷ advertisement6/6সব মিলিয়ে এক আলাদা আবহের সৃষ্টি করেছে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷