মানতে পারছি না প্রতীক নেই ! শোকস্তব্ধ রূপঙ্কর, লোপামুদ্রা, নচিকেতা সহ কাছের মানুষেরা--

Last Updated:
1/6
প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী। শোকস্তব্ধ টলিউড, সঙ্গীতমহল! আত্মীয় পরিজন, কাছের বন্ধুরা এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁদের আদরের প্রতীক বা প্রতীক দা আর নেই!  Photo Source: Facebook
প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী। শোকস্তব্ধ টলিউড, সঙ্গীতমহল! আত্মীয় পরিজন, কাছের বন্ধুরা এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁদের আদরের প্রতীক বা প্রতীক দা আর নেই! Photo Source: Facebook
advertisement
2/6
রূপঙ্কর বাগচি: আমি এখন প্রতীক দার পাশেই আছি! ওঁকে চোখের সামনে দেখতে পাচ্ছি! আমার কিছু বলার মতো অবস্থা নেই!  Photo Source: Collected
রূপঙ্কর বাগচি: আমি এখন প্রতীক দার পাশেই আছি! ওঁকে চোখের সামনে দেখতে পাচ্ছি! আমার কিছু বলার মতো অবস্থা নেই! Photo Source: Collected
advertisement
3/6
 লোপামুদ্রা মিত্র: সেই কবেকার বন্ধু আমরা! কী বলব জানি না! মাথা গুলিয়ে যাচ্ছে, খবরটা বিশ্বাসই করতে পারছি না! এতদিন মনে হত, আমাদের আগের প্রজন্মর মানুষেরা একে একে চলে যাচ্ছেন! আজ বুঝলাম, আমাদের প্রজন্মতেও থাবা পড়েছে... Photo Source: Twitter
লোপামুদ্রা মিত্র: সেই কবেকার বন্ধু আমরা! কী বলব জানি না! মাথা গুলিয়ে যাচ্ছে, খবরটা বিশ্বাসই করতে পারছি না! এতদিন মনে হত, আমাদের আগের প্রজন্মর মানুষেরা একে একে চলে যাচ্ছেন! আজ বুঝলাম, আমাদের প্রজন্মতেও থাবা পড়েছে... Photo Source: Twitter
advertisement
4/6
নচিকেতা চক্রবর্তী: খুবই দুঃখের খবর! ভীষণ খারাপ লাগছে!  Photo Source: collected
নচিকেতা চক্রবর্তী: খুবই দুঃখের খবর! ভীষণ খারাপ লাগছে! Photo Source: collected
advertisement
5/6
রাঘব চট্টোপাধ্যায়:  প্রায় ২২-২৩ বছরের সম্পর্ক আমাদের! সেই যখন আমি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি-র ছাত্র! তারপর একসঙ্গে প্রচুর কাজ করেছি... শো, ছবি, বিজ্ঞাপনে। বয়সে আমার থেকে অনেকটা বড় ছিলেন, কিন্তু দাদা নয়, আমরা বন্ধুই ছিলাম। এক মাস আগেই একসঙ্গে শো করেছি, ১৫ দিন আগে একসঙ্গে টেলিভিশনের কাজও করলাম। বিশ্বাসই করতে পারছি সেই মানুষটা আর নেই!  বিশাল মনের মানুষ ছিলেন প্রতীক দা! বড় আমুদে, রসিক, দিলখোলা! খেতে খুব ভালবাসতেন! বড় অসময়ে চলে গেলেন!  Photo Source: collected
রাঘব চট্টোপাধ্যায়: প্রায় ২২-২৩ বছরের সম্পর্ক আমাদের! সেই যখন আমি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি-র ছাত্র! তারপর একসঙ্গে প্রচুর কাজ করেছি... শো, ছবি, বিজ্ঞাপনে। বয়সে আমার থেকে অনেকটা বড় ছিলেন, কিন্তু দাদা নয়, আমরা বন্ধুই ছিলাম। এক মাস আগেই একসঙ্গে শো করেছি, ১৫ দিন আগে একসঙ্গে টেলিভিশনের কাজও করলাম। বিশ্বাসই করতে পারছি সেই মানুষটা আর নেই! বিশাল মনের মানুষ ছিলেন প্রতীক দা! বড় আমুদে, রসিক, দিলখোলা! খেতে খুব ভালবাসতেন! বড় অসময়ে চলে গেলেন! Photo Source: collected
advertisement
6/6
জয় সরকার: খুব মন খারাপ! খবরটা মেনে নিতে পারছি না! আমার তো এখনও বিশ্বাসই হচ্ছে! আমি শকড! কথা বলার মতো অবস্থাতেও নেই!   Photo Source: collected
জয় সরকার: খুব মন খারাপ! খবরটা মেনে নিতে পারছি না! আমার তো এখনও বিশ্বাসই হচ্ছে! আমি শকড! কথা বলার মতো অবস্থাতেও নেই! Photo Source: collected
advertisement
advertisement
advertisement