Bengali Serial: এক নয়, ডবল রোলে একই সিরিয়াল মাতিয়েছেন বাংলার এই অভিনেত্রীরা! তৃতীয় নামটি দারুণ চমক

Last Updated:
বর্তমানে বাংলা ধারাবাহিকে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন বহু নায়িকা। তাঁদের অভিনয়ের গুণে তাঁরা হয়ে উঠেছে বাড়ির মেয়ে। তবে শুধু মূল ভূমিকায় না, একই মেগায় অন্য ভূমিকায় থেকেও তাঁরা দিয়েছেন দশগোল। ডবল রোলে চমক দিয়ে এইসব নায়িকারা করেছেন বাজিমাত।
1/7
বর্তমানে বাংলা ধারাবাহিকে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন বহু নায়িকা। তাঁদের অভিনয়ের গুণে তাঁরা হয়ে উঠেছে বাড়ির মেয়ে। তবে শুধু মূল ভূমিকায় না, একই মেগায় অন্য ভূমিকায় থেকেও তাঁরা দিয়েছেন দশগোল। ডবল রোলে চমক দিয়ে এইসব নায়িকারা করেছেন বাজিমাত। তাঁদের অভিনয়ে দর্শকরা মুগ্ধ হয়েছেন। কখনও তারা সিরিয়ালের জমজ বোন, তো কখনও তাঁরা মা-মেয়ে, আবার কখনও একেবারেই অন্য কোন চরিত্র। টলি পাড়ার এইসব নায়িকাদের দেখে নিন এক নজরে।
বর্তমানে বাংলা ধারাবাহিকে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন বহু নায়িকা। তাঁদের অভিনয়ের গুণে তাঁরা হয়ে উঠেছে বাড়ির মেয়ে। তবে শুধু মূল ভূমিকায় না, একই মেগায় অন্য ভূমিকায় থেকেও তাঁরা দিয়েছেন দশগোল। ডবল রোলে চমক দিয়ে এইসব নায়িকারা করেছেন বাজিমাত। তাঁদের অভিনয়ে দর্শকরা মুগ্ধ হয়েছেন। কখনও তারা সিরিয়ালের জমজ বোন, তো কখনও তাঁরা মা-মেয়ে, আবার কখনও একেবারেই অন্য কোন চরিত্র। টলি পাড়ার এইসব নায়িকাদের দেখে নিন এক নজরে।
advertisement
2/7
এই তালিকায় অন্যতম জনপ্রিয় নামটি হল মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। কিছুদিন আগেই শেষ হয়েছে 'মিঠাই'। জি বাংলার এই মেগাতে সৌমিতৃষাকে মিঠাই-এর পাশাপাশি মিঠির চরিত্রেও দেখা গিয়েছিল। ধারাবাহিকে মিঠি এবং মিঠাই উভয় চরিত্রে দেখেই দর্শকরা মুগ্ধ হয়েছেন। দুটি ভিন্ন ধারার চরিত্রে একইসঙ্গে অভিনয় করা খুব একটা সহজ না। তবুও তিনি তা করেছেন। পাশাপাশি মেগায় দেখানো হয়েছিল মিঠাইয়ের স্মৃতি হারানোও, সেখানে মিষ্টির মা বা মিষ্টি মা হিসাবেও তিনি অনবদ্য। কিছুদিনের মধ্যেই অভিনেত্রীকে দেবের বিপরীতে 'প্রধান' ছবিতে দেখা যাবে।
এই তালিকায় অন্যতম জনপ্রিয় নামটি হল মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। কিছুদিন আগেই শেষ হয়েছে 'মিঠাই'। জি বাংলার এই মেগাতে সৌমিতৃষাকে মিঠাই-এর পাশাপাশি মিঠির চরিত্রেও দেখা গিয়েছিল। ধারাবাহিকে মিঠি এবং মিঠাই উভয় চরিত্রে দেখেই দর্শকরা মুগ্ধ হয়েছেন। দুটি ভিন্ন ধারার চরিত্রে একইসঙ্গে অভিনয় করা খুব একটা সহজ না। তবুও তিনি তা করেছেন। পাশাপাশি মেগায় দেখানো হয়েছিল মিঠাইয়ের স্মৃতি হারানোও, সেখানে মিষ্টির মা বা মিষ্টি মা হিসাবেও তিনি অনবদ্য। কিছুদিনের মধ্যেই অভিনেত্রীকে দেবের বিপরীতে 'প্রধান' ছবিতে দেখা যাবে।
advertisement
3/7
বর্তমানে আরও একটি জনপ্রিয় মেগা 'গুড্ডি'।  স্টার জলসার এই সিরিয়ালের নাম ভূমিকায় রয়েছেন  শ্যামৌপ্তি মুদলি। এখন তিনি মেগায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। গুড্ডি এবং তার পালিত মেয়ে রীতাভরি উভয় চরিত্রেই দেখা যায় তাঁকে। মেগায় দেখানো হচ্ছে গুড্ডির বয়স বেড়েছে, অন্যদিকে তার পালিত মেয়ে সদ্যই হয়েছে সংসারি। দুটি বয়সের চরিত্র ফুটিয়ে তোলা বেশ কঠিন ব্যাপার। তাও অভিনেত্রী তাঁর সাবলীল অভিনয়ের জন্য খুবই প্রশংসিত হয়েছেন।
বর্তমানে আরও একটি জনপ্রিয় মেগা 'গুড্ডি'। স্টার জলসার এই সিরিয়ালের নাম ভূমিকায় রয়েছেন শ্যামৌপ্তি মুদলি। এখন তিনি মেগায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। গুড্ডি এবং তার পালিত মেয়ে রীতাভরি উভয় চরিত্রেই দেখা যায় তাঁকে। মেগায় দেখানো হচ্ছে গুড্ডির বয়স বেড়েছে, অন্যদিকে তার পালিত মেয়ে সদ্যই হয়েছে সংসারি। দুটি বয়সের চরিত্র ফুটিয়ে তোলা বেশ কঠিন ব্যাপার। তাও অভিনেত্রী তাঁর সাবলীল অভিনয়ের জন্য খুবই প্রশংসিত হয়েছেন।
advertisement
4/7
'অনুরাগের ছোঁয়া'র দীপা চরিত্রটির জন্য বেশ জনপ্রিয় হয়েছেন স্বস্তিকা  ঘোষ। তবে স্টার জলসার এই মেগার শুরু দিকে দেখানো হয়েছিল দীপার মাকে। যাকে দেখাতে হুবহু দীপার মতো। তবে পর্দায় কখনও দীপা ও তার মাকে একসঙ্গে দেখা যায়নি।
'অনুরাগের ছোঁয়া'র দীপা চরিত্রটির জন্য বেশ জনপ্রিয় হয়েছেন স্বস্তিকা  ঘোষ। তবে স্টার জলসার এই মেগার শুরু দিকে দেখানো হয়েছিল দীপার মাকে। যাকে দেখাতে হুবহু দীপার মতো। তবে পর্দায় কখনও দীপা ও তার মাকে একসঙ্গে দেখা যায়নি।
advertisement
5/7
আর এক মা-মেয়ের চরিত্র যা সকলের মনে দাগ কেটে গিয়েছিল তারা হল সত্যবতী ও সুবর্ণলতা। আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে জি বাংলায় হত  'সুবর্ণলতা' ধারাবাহিক। এই মেগায় অনন্যা চট্টোপাধ্যায়কে সত্যবতী চরিত্রে দেখা গিয়েছিল। তারপর সুবর্ণলতার ভূমিকাতেও তাঁকেই দেখা গিয়েছিল। তাঁর অভিনীত এই চরিত্র অবিশ্বরনীয় হয়ে আছে দর্শকদের কাছে। বহু বছর আগে শেষ হলেও এখনও সকলের মনে থেকে গিয়েছে এই মেগা।
আর এক মা-মেয়ের চরিত্র যা সকলের মনে দাগ কেটে গিয়েছিল তারা হল সত্যবতী ও সুবর্ণলতা। আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে জি বাংলায় হত 'সুবর্ণলতা' ধারাবাহিক। এই মেগায় অনন্যা চট্টোপাধ্যায়কে সত্যবতী চরিত্রে দেখা গিয়েছিল। তারপর সুবর্ণলতার ভূমিকাতেও তাঁকেই দেখা গিয়েছিল। তাঁর অভিনীত এই চরিত্র অবিশ্বরনীয় হয়ে আছে দর্শকদের কাছে। বহু বছর আগে শেষ হলেও এখনও সকলের মনে থেকে গিয়েছে এই মেগা।
advertisement
6/7
কিছুদিন আগেই শেষ হয়েছে 'আলতা ফড়িং'। স্টার জলসার এই সিরিয়ালে ফড়িং-এর চরিত্রে দেখা গিয়েছিল খেয়ালি মণ্ডলকে। পাশাপাশি তার যমজ বোন জনির চরিত্রেও অভিনয় করেছেন অভিনেত্রী নিজেই। দুটি চরিত্রেই তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।
কিছুদিন আগেই শেষ হয়েছে 'আলতা ফড়িং'। স্টার জলসার এই সিরিয়ালে ফড়িং-এর চরিত্রে দেখা গিয়েছিল খেয়ালি মণ্ডলকে। পাশাপাশি তার যমজ বোন জনির চরিত্রেও অভিনয় করেছেন অভিনেত্রী নিজেই। দুটি চরিত্রেই তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।
advertisement
7/7
আরও এক যমজ বোনের জুটি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের, তা হল 'সীমারেখা' মেগার সীমা ও রেখা। ইন্দ্রাণী হালদার যে কত বড় মাপের অভিনেত্রী তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলা চলচিত্র জগতের বিখ্যাত নাম ইন্দ্রাণী হালদার। তবে শুধু বাংলা সিনেমা নয়,পাশাপাশি করেছেন অসংখ্য বাংলা সিরিয়ালও। যেমন- 'গোয়েন্দা গিন্নি', 'শ্রীময়ী', 'সীমারেখা'। আর এই জি বাংলার এই মেগাতেই অভিনেত্রী দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। সীমা ও রেখা দুই যমজ বোন। কিন্তু তারা একে অপরের থেকে স্বভাবগত দিক থেকে একদম আলাদা। একজন গল্পের নায়িকা অন্যজন খলনায়িকা। উভয় ভূমিকাতেই ইন্দ্রাণী হালদার দুর্দান্ত।
আরও এক যমজ বোনের জুটি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের, তা হল 'সীমারেখা' মেগার সীমা ও রেখা। ইন্দ্রাণী হালদার যে কত বড় মাপের অভিনেত্রী তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলা চলচিত্র জগতের বিখ্যাত নাম ইন্দ্রাণী হালদার। তবে শুধু বাংলা সিনেমা নয়,পাশাপাশি করেছেন অসংখ্য বাংলা সিরিয়ালও। যেমন- 'গোয়েন্দা গিন্নি', 'শ্রীময়ী', 'সীমারেখা'। আর এই জি বাংলার এই মেগাতেই অভিনেত্রী দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। সীমা ও রেখা দুই যমজ বোন। কিন্তু তারা একে অপরের থেকে স্বভাবগত দিক থেকে একদম আলাদা। একজন গল্পের নায়িকা অন্যজন খলনায়িকা। উভয় ভূমিকাতেই ইন্দ্রাণী হালদার দুর্দান্ত।
advertisement
advertisement
advertisement