Bengali Serial Actress: ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে মিউজিক ভিডিও- এই অভিনেত্রীর জীবনের গল্প হার মানাবে সিনেমাকেও! এখন তিনি সকলের পচ্ছন্দের

Last Updated:
Bengali Serial Actress: বোনের সংসার ধ্বংস করতে কীভাবে দিদি উঠেপড়ে লাগে তার নজির দেখেছে বাংলার ধারাবাহিকপ্রেমী মহল। যদিও চলতি বছরের মার্চ মাসে শেষ হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়িকা মেঘ ওরফে তিতিক্ষা দাস (Titikhsa Das)।
1/6
জনপ্রিয় টেলি ধারাবাহিক (Tele serial) ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। জি বাংলার (Zee Bangla) পর্দায় টানা বছরখানেক সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিক। মেঘ-ময়ূরী দুই বোনের অনস্ক্রিন রসায়ন সাড়া জাগিয়ে ছিল দর্শক মহলে।
জনপ্রিয় টেলি ধারাবাহিক (Tele serial) ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। জি বাংলার (Zee Bangla) পর্দায় টানা বছরখানেক সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিক। মেঘ-ময়ূরী দুই বোনের অনস্ক্রিন রসায়ন সাড়া জাগিয়ে ছিল দর্শক মহলে।
advertisement
2/6
বোনের সংসার ধ্বংস করতে কীভাবে দিদি উঠেপড়ে লাগে তার নজির দেখেছে বাংলার ধারাবাহিকপ্রেমী মহল। যদিও চলতি বছরের মার্চ মাসে শেষ হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়িকা মেঘ ওরফে তিতিক্ষা দাস (Titikhsa Das)।
বোনের সংসার ধ্বংস করতে কীভাবে দিদি উঠেপড়ে লাগে তার নজির দেখেছে বাংলার ধারাবাহিকপ্রেমী মহল। যদিও চলতি বছরের মার্চ মাসে শেষ হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়িকা মেঘ ওরফে তিতিক্ষা দাস (Titikhsa Das)।
advertisement
3/6
শান্ত স্বভাবের মেয়েটির বয়স বেশি নয়। বাস্তব জীবনে কেমন পর্দার মেঘ? অভিনয় জগতের সঙ্গে পরিচিতি হল কি করে? বলা ভাল তাঁর স্ট্রাগলও কিন্তু কম নয়। বাস্তব জীবনে বেশ খোলামেলা স্বভাবের মেয়ে তিতিক্ষা।
শান্ত স্বভাবের মেয়েটির বয়স বেশি নয়। বাস্তব জীবনে কেমন পর্দার মেঘ? অভিনয় জগতের সঙ্গে পরিচিতি হল কি করে? বলা ভাল তাঁর স্ট্রাগলও কিন্তু কম নয়। বাস্তব জীবনে বেশ খোলামেলা স্বভাবের মেয়ে তিতিক্ষা।
advertisement
4/6
কালার্স বাংলার (Colors Bangla) ধারাবাহিক ‘দত্ত এন্ড বৌমার’ হাত ধরে অভিনয় জগতে হাতেখড়ি দেন অভিনেত্রী। তবে তার আগে বহু বছর ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কাজ করেছেন অভিনেত্রী। ক্লাস নাইনে পড়ার সময় থেকে জি বাংলার বহু রিয়েলিটি শোটে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন তিতিক্ষা।
কালার্স বাংলার (Colors Bangla) ধারাবাহিক ‘দত্ত এন্ড বৌমার’ হাত ধরে অভিনয় জগতে হাতেখড়ি দেন অভিনেত্রী। তবে তার আগে বহু বছর ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কাজ করেছেন অভিনেত্রী। ক্লাস নাইনে পড়ার সময় থেকে জি বাংলার বহু রিয়েলিটি শোটে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন তিতিক্ষা।
advertisement
5/6
নাচ তারপর মডেলিং তারপর মিউজিক ভিডিও। ইন্ডাস্ট্রিতে তিতিক্ষার পায়ের নীচের মাটি পোক্ত করার গল্প রূপকথার চেয়ে কম যায় না। এদিকে, পরপর কয়েকটি মিউজিক ভিডিও করার পর তাঁর ডাক আসে ধারাবাহিকে। বর্তমানে অভিনয় নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিতিক্ষা।
নাচ তারপর মডেলিং তারপর মিউজিক ভিডিও। ইন্ডাস্ট্রিতে তিতিক্ষার পায়ের নীচের মাটি পোক্ত করার গল্প রূপকথার চেয়ে কম যায় না। এদিকে, পরপর কয়েকটি মিউজিক ভিডিও করার পর তাঁর ডাক আসে ধারাবাহিকে। বর্তমানে অভিনয় নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিতিক্ষা।
advertisement
6/6
অভিনয়ের পাশাপাশি নায়িকা ভালোবাসেন ঘুরে-বেড়াতে। তাই সুযোগ পেলেই হুটহাট বেরিয়ে পড়েন তিনি।পাশাপাশি ভালোবাসেন শপিং করতে। তবে, বর্তমানে শুটিংয়ে একদিনও নাকি এক পোশাক দ্বিতীয়বার রিপিট করেন না। সম্প্রতি, শেষ হয়েছে তাঁর ধারাবাহিক। সকলে তাঁকে নতুন সিরিয়ালে দেখার জন‍্য অপেক্ষারত।
অভিনয়ের পাশাপাশি নায়িকা ভালোবাসেন ঘুরে-বেড়াতে। তাই সুযোগ পেলেই হুটহাট বেরিয়ে পড়েন তিনি।পাশাপাশি ভালোবাসেন শপিং করতে। তবে, বর্তমানে শুটিংয়ে একদিনও নাকি এক পোশাক দ্বিতীয়বার রিপিট করেন না। সম্প্রতি, শেষ হয়েছে তাঁর ধারাবাহিক। সকলে তাঁকে নতুন সিরিয়ালে দেখার জন‍্য অপেক্ষারত।
advertisement
advertisement
advertisement