হোম » ছবি » বিনোদন » শেষ হয়ে যাচ্ছে 'অপরাজিতা অপু', তার জায়গায় সম্প্রচারিত হবে কোন ধারাবাহিক?
Aparajita Apu|| শেষ হয়ে যাচ্ছে 'অপরাজিতা অপু', তার জায়গায় সম্প্রচারিত হবে কোন ধারাবাহিক?
Bangla Digital Desk
1/ 7
*জি বাংলার টাইম স্লটে বড়সড় রদবদল হবে দিন কয়েকের মধ্যেই। ২৬ মার্চ শেষবার সম্প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক 'অপরাজিতা অপু'। ২৫ মার্চ শেষ শুটিং। সংগৃহীত ছবি।
2/ 7
*কয়েকমাস আগেও টিআরপি তালিকার সেরা দশে ছিল অপরাজিতা অপু। কিন্তু হঠাৎই জনপ্রিয়তা পড়তে শুরু করে। সংগৃহীত ছবি।
3/ 7
*কিন্তু অপুর মরে যাওয়ার নাটকের পরে ফের মিস গোমস হয়ে ফিরে আসা, কোনও কিছুতেই টিআরপি তালিকায় জায়গা করে উঠতে পারেনি। ফলে ধারাবাহিক বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নেন নির্মাতার। সংগৃহীত ছবি।
4/ 7
*সেই জায়গার দেখান হবে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’। ২৮ মার্চ থেকে বিকেল ৬টা থেকে শুরু হবে নতুন এই মেগা সিরিয়ালের সম্প্রচার। সংগৃহীত ছবি।
5/ 7
*শুরুর আগেই ‘উড়ন তুবড়ি’ শুরুর আগেই হিট। আমি ফুলঝুরিও নই… কালীপটাকও নেই… ডায়লগ দিয়ে শোরগোল ফেলে দিয়েছে। সংগৃহীত ছবি।
6/ 7
*তিন বোনের গল্প ফুটে উঠবে 'উড়ন তুবড়ি'-তে। মুখ্য চরিত্রে (তিন বোন) অভিনয় করছেন সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং সৌমি চট্টোপাধ্যায়। তাদের মায়ের চরিত্রে দেখা যাবে নামজাদা অভিনেত্রী লাবণী সরকারকে। সংগৃহীত ছবি।
7/ 7
*চপ বিক্রি করেই দিন চলে তুবড়ি ও তার পরিবারের। চপ শিল্প এবার ধারাবাহিকের গল্পে। প্রোমো অনুযায়ী, তুবড়ি ও তার পরিবারের সংসার চলে চপ বিক্রি করে। মা ও তিন বোন ঠেলা গাড়িতে করে চপ বিক্রি করে। সংগৃহীত ছবি।
Aparajita Apu|| শেষ হয়ে যাচ্ছে 'অপরাজিতা অপু', তার জায়গায় সম্প্রচারিত হবে কোন ধারাবাহিক?
*জি বাংলার টাইম স্লটে বড়সড় রদবদল হবে দিন কয়েকের মধ্যেই। ২৬ মার্চ শেষবার সম্প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক 'অপরাজিতা অপু'। ২৫ মার্চ শেষ শুটিং। সংগৃহীত ছবি।
Aparajita Apu|| শেষ হয়ে যাচ্ছে 'অপরাজিতা অপু', তার জায়গায় সম্প্রচারিত হবে কোন ধারাবাহিক?
*কিন্তু অপুর মরে যাওয়ার নাটকের পরে ফের মিস গোমস হয়ে ফিরে আসা, কোনও কিছুতেই টিআরপি তালিকায় জায়গা করে উঠতে পারেনি। ফলে ধারাবাহিক বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নেন নির্মাতার। সংগৃহীত ছবি।
Aparajita Apu|| শেষ হয়ে যাচ্ছে 'অপরাজিতা অপু', তার জায়গায় সম্প্রচারিত হবে কোন ধারাবাহিক?
*চপ বিক্রি করেই দিন চলে তুবড়ি ও তার পরিবারের। চপ শিল্প এবার ধারাবাহিকের গল্পে। প্রোমো অনুযায়ী, তুবড়ি ও তার পরিবারের সংসার চলে চপ বিক্রি করে। মা ও তিন বোন ঠেলা গাড়িতে করে চপ বিক্রি করে। সংগৃহীত ছবি।