Sweta Bhattacharya: "শরীর দেখিয়ে রোজগার করি না"! স্লিভলেস ব্লাউজ-ছোট ছোট জামা পরা নিয়ে এ কী কথা বললেন শ্বেতা, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
হাতকাটা ব্লাউজ বা শরীর দেখানো পোশাক নিয়ে ঘোর আপত্তি তোলেন তিনি৷ তিনি বলেন যে শরীর দেখিয়ে আয় করতে আসেননি তিনি, শরীর বেচে তিনি রোজগার করতে চান না৷ নিজের অভিনয় দক্ষতা দিয়েই আয় করবেন শ্বেতা৷
advertisement
advertisement
advertisement
তাঁর এই কথা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং বিতর্কের মুখে পড়েন নায়িকা৷ তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়৷ কেউ কেউ তাঁর পক্ষে থাকলেও প্রচুর মানুষ তাঁকে নিয়ে কটাক্ষ শুরু করেন৷ এবং তিনি আবারও একটি ভিডিও করতে বাধ্য হন যেখানে তিনি বলেন যে স্লিভলেস ব্লাউজ না পরা তাঁর সিদ্ধান্ত৷ যাঁরা পরেন তাঁরা খারাপ মানুষ নন, এবং তিনি পরেন না তিনিও খারাপ নন৷
advertisement
advertisement
advertisement
advertisement
প্রচন্ড চাপের মুখে পড়েন শ্বেতা৷ পরে তিনি একটি ভিডিওতে সাফাই দেন এই বলে যে, 'কারোর পোশাক নিয়ে আমার কোনও মন্তব্য নেই। যে ক্যারি করতে পারে, সে পরে। আমি পরতে পারি না, আমার মূর্খামি। এই জেনারেশনের হয়ে আমি একটা ড্রেস ক্যারি করতে পারছি না, এটা কোনও বাহবার বিষয় নয়। তবে আমার কাছে বাহবার বিষয়। সবাই সব পারে না। আমি নিজেরটাই বলেছি। ট্যালেন্ট বা শরীর বেচা আমি একটা ইভেন্টের একজনকে বলেছিলাম। সে আমাকে বলেছিল, শরীর না দেখালে নিজেকে বেচতে পারবে না। তাকে উত্তর দিয়েছিলাম। আমি স্লিভলেস পরি না মানেই আমি সতী আর যে পরে সে সতী নয়, একথা ঠিক নয়। তবে হ্যাঁ, আমি খুব ভালো মেয়ে। '