Sweta Bhattacharya: "শরীর দেখিয়ে রোজগার করি না"! স্লিভলেস ব্লাউজ-ছোট ছোট জামা পরা নিয়ে এ কী কথা বললেন শ্বেতা, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

Last Updated:
হাতকাটা ব্লাউজ বা শরীর দেখানো পোশাক নিয়ে ঘোর আপত্তি তোলেন তিনি৷ তিনি বলেন যে শরীর দেখিয়ে আয় করতে আসেননি তিনি, শরীর বেচে তিনি রোজগার করতে চান না৷ নিজের অভিনয় দক্ষতা দিয়েই আয় করবেন শ্বেতা৷
1/8
শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে বিতর্ক থামছেই না৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি মন্তব্য নিয়ে শুরু তোলপাড়৷ শ্বেতা বাংলা সিরিয়াল জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ সিনেমাতেও অভিনয় করেছেন৷ তাঁর স্বামী রুবেলও খুবই পরিচিত মুখ৷ এবার পোশাক নিয়ে এক মন্তব্যে শ্বেতা পড়েছেন বিপাকে৷
শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে বিতর্ক থামছেই না৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি মন্তব্য নিয়ে শুরু তোলপাড়৷ শ্বেতা বাংলা সিরিয়াল জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ সিনেমাতেও অভিনয় করেছেন৷ তাঁর স্বামী রুবেলও খুবই পরিচিত মুখ৷ এবার পোশাক নিয়ে এক মন্তব্যে শ্বেতা পড়েছেন বিপাকে৷
advertisement
2/8
হাতকাটা ব্লাউজ বা শরীর দেখানো পোশাক নিয়ে ঘোর আপত্তি তোলেন তিনি৷ তিনি বলেন যে শরীর দেখিয়ে আয় করতে আসেননি তিনি, শরীর বেচে তিনি রোজগার করতে চান না৷ নিজের অভিনয় দক্ষতা দিয়েই আয় করবেন শ্বেতা৷
হাতকাটা ব্লাউজ বা শরীর দেখানো পোশাক নিয়ে ঘোর আপত্তি তোলেন তিনি৷ তিনি বলেন যে শরীর দেখিয়ে আয় করতে আসেননি তিনি, শরীর বেচে তিনি রোজগার করতে চান না৷ নিজের অভিনয় দক্ষতা দিয়েই আয় করবেন শ্বেতা৷
advertisement
3/8
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তাঁর কেরিয়ারের শুরুর দিকে তাঁকে হাতকাটা পোশাক পরতে বলা হয়৷ তবে তিনি তখন সরাসরি না করেন৷ এবং তখন তাঁকে জানানো হয় যে অভিনয় জগতে পোশাক নিয়ে এমন মনোভাব খুব ইতিবাচক নয়৷ তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন শ্বেতা৷
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তাঁর কেরিয়ারের শুরুর দিকে তাঁকে হাতকাটা পোশাক পরতে বলা হয়৷ তবে তিনি তখন সরাসরি না করেন৷ এবং তখন তাঁকে জানানো হয় যে অভিনয় জগতে পোশাক নিয়ে এমন মনোভাব খুব ইতিবাচক নয়৷ তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন শ্বেতা৷
advertisement
4/8
তাঁর এই কথা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং বিতর্কের মুখে পড়েন নায়িকা৷ তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়৷ কেউ কেউ তাঁর পক্ষে থাকলেও প্রচুর মানুষ তাঁকে নিয়ে কটাক্ষ শুরু করেন৷ এবং তিনি আবারও একটি ভিডিও করতে বাধ্য হন যেখানে তিনি বলেন যে স্লিভলেস ব্লাউজ না পরা তাঁর সিদ্ধান্ত৷ যাঁরা পরেন তাঁরা খারাপ মানুষ নন, এবং তিনি পরেন না তিনিও খারাপ নন৷
তাঁর এই কথা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং বিতর্কের মুখে পড়েন নায়িকা৷ তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়৷ কেউ কেউ তাঁর পক্ষে থাকলেও প্রচুর মানুষ তাঁকে নিয়ে কটাক্ষ শুরু করেন৷ এবং তিনি আবারও একটি ভিডিও করতে বাধ্য হন যেখানে তিনি বলেন যে স্লিভলেস ব্লাউজ না পরা তাঁর সিদ্ধান্ত৷ যাঁরা পরেন তাঁরা খারাপ মানুষ নন, এবং তিনি পরেন না তিনিও খারাপ নন৷
advertisement
5/8
স্বস্তিকা মুখোপাধ্যায় যেমন তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন, তেমন মমতা শঙ্কর আবার শ্বেতার হয়ে কথা বলেছেন৷
স্বস্তিকা মুখোপাধ্যায় যেমন তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন, তেমন মমতা শঙ্কর আবার শ্বেতার হয়ে কথা বলেছেন৷
advertisement
6/8
গত ১৫ বছর ধরে মেগা সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্বেতা৷ তাঁর চরিত্র গুলি এমন তাতে তাঁকে কখনও ছোট জামা বা এমন কোনও শরীর দেখানো পোশাক পরতে হয়নি৷
গত ১৫ বছর ধরে মেগা সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্বেতা৷ তাঁর চরিত্র গুলি এমন তাতে তাঁকে কখনও ছোট জামা বা এমন কোনও শরীর দেখানো পোশাক পরতে হয়নি৷
advertisement
7/8
‘কনক কাকন’, ‘জারোয়ার ঝুমকো’, ‘সিঁদুর খেলা’, ‘তুমি রবে নীরবে’, ‘জয় কানহাইয়া লাল কি’, ‘যমুনা ঢাকি’, ‘সোহাগ জল’, 'কোন গোপনে মন ভেসেছে'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেনন শ্বেতা। ‘প্রজাপতি’ ধারাবাহিকে তাঁকে দেখা যায় দেবের বিপরীতে।
‘কনক কাকন’, ‘জারোয়ার ঝুমকো’, ‘সিঁদুর খেলা’, ‘তুমি রবে নীরবে’, ‘জয় কানহাইয়া লাল কি’, ‘যমুনা ঢাকি’, ‘সোহাগ জল’, 'কোন গোপনে মন ভেসেছে'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেনন শ্বেতা। ‘প্রজাপতি’ ধারাবাহিকে তাঁকে দেখা যায় দেবের বিপরীতে।
advertisement
8/8
প্রচন্ড চাপের মুখে পড়েন শ্বেতা৷ পরে তিনি একটি ভিডিওতে সাফাই দেন এই বলে যে, 'কারোর পোশাক নিয়ে আমার কোনও মন্তব্য নেই। যে ক্যারি করতে পারে, সে পরে। আমি পরতে পারি না, আমার মূর্খামি। এই জেনারেশনের হয়ে আমি একটা ড্রেস ক্যারি করতে পারছি না, এটা কোনও বাহবার বিষয় নয়। তবে আমার কাছে বাহবার বিষয়। সবাই সব পারে না। আমি নিজেরটাই বলেছি। ট্যালেন্ট বা শরীর বেচা আমি একটা ইভেন্টের একজনকে বলেছিলাম। সে আমাকে বলেছিল, শরীর না দেখালে নিজেকে বেচতে পারবে না। তাকে উত্তর দিয়েছিলাম। আমি স্লিভলেস পরি না মানেই আমি সতী আর যে পরে সে সতী নয়, একথা ঠিক নয়। তবে হ্যাঁ, আমি খুব ভালো মেয়ে। '
প্রচন্ড চাপের মুখে পড়েন শ্বেতা৷ পরে তিনি একটি ভিডিওতে সাফাই দেন এই বলে যে, 'কারোর পোশাক নিয়ে আমার কোনও মন্তব্য নেই। যে ক্যারি করতে পারে, সে পরে। আমি পরতে পারি না, আমার মূর্খামি। এই জেনারেশনের হয়ে আমি একটা ড্রেস ক্যারি করতে পারছি না, এটা কোনও বাহবার বিষয় নয়। তবে আমার কাছে বাহবার বিষয়। সবাই সব পারে না। আমি নিজেরটাই বলেছি। ট্যালেন্ট বা শরীর বেচা আমি একটা ইভেন্টের একজনকে বলেছিলাম। সে আমাকে বলেছিল, শরীর না দেখালে নিজেকে বেচতে পারবে না। তাকে উত্তর দিয়েছিলাম। আমি স্লিভলেস পরি না মানেই আমি সতী আর যে পরে সে সতী নয়, একথা ঠিক নয়। তবে হ্যাঁ, আমি খুব ভালো মেয়ে। '
advertisement
advertisement
advertisement