•পর্নো সাজগোজ করেছেন কম্ফোর্টের কথা মাথায় রেখে। ট্রেন্ডি থাকার জন্য প্রচুর কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হয় এমনটা নয়। নিজের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই সাজ হওয়াটা খুব প্রয়োজনীয়। এমনটাই করেছেন পর্নো। তিনি পড়েছেন ভি নেক ব্যাগি শার্ট ড্রেস। স্টাইল কোশান্ট বজায় রেখে, ট্র্যাভেল করার জন্য উপযুক্ত পোশাক বেছে নিয়েছেন পর্নো। জার্নির জন্য ঢিলেঢালা পোশাকই ভাল। সেই কথা মাথায় রেখেই নায়িকা বেছে নিয়েছেন এই ব্যাগি ড্রেস।
•পোশাক বেশ সিম্পল, কিন্তু বেশ স্টাইলিশ। ব্ল্যাক ড্রেসের সঙ্গে কন্ট্রাস্ট-এ রয়েছে হোয়াইট প্রিন্টের ক্যাপশন। অনেকক্ষণ-এর জন্য কোথাও গেলে হিল জুতো একেবারেই পরা উচিত নয়। সাজতে গিয়ে বেসামাল হলে তো চলবে না। তাই জামার ক্যাপশনের সঙ্গে ম্যাচ করে পর্নো পরেছেন সাদা রঙের স্নিকার্স। বিশেষ কোনও গয়না নয় তিনি লুকটাকে কমপ্লিট করছেন সানগ্লাস দিয়ে।