Actor Jeet Son Photo: জিতের ছেলেকে দেখেছেন? মকর সংক্রান্তিতেই একরত্তিকে আনলেন প্রকাশ্যে, ফাঁস করলেন নামও

Last Updated:
Actor Jeet Son Photo: ১৫ জানুয়ারি, মকর সংক্রান্তি৷ পৌষ সংক্রান্তির দিনেই সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম প্রকাশ্যে আনলেন টলিউড অভিনেতা জিৎ৷
1/6
১৫ জানুয়ারি, মকর সংক্রান্তি৷ পৌষ সংক্রান্তির দিনেই সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম প্রকাশ্যে আনলেন টলিউড অভিনেতা জিৎ৷ একরত্তিকে দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
১৫ জানুয়ারি, মকর সংক্রান্তি৷ পৌষ সংক্রান্তির দিনেই সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম প্রকাশ্যে আনলেন টলিউড অভিনেতা জিৎ৷ একরত্তিকে দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
2/6
দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা হয়েছেন  সুপারস্টার জিৎ৷ তবে এখনও পর্যন্ত ছেলের মুখ দেখাননি অভিনেতা৷ ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেও মুখ ঢেকে রেখেছেন অভিনেতা৷
দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা হয়েছেন সুপারস্টার জিৎ৷ তবে এখনও পর্যন্ত ছেলের মুখ দেখাননি অভিনেতা৷ ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেও মুখ ঢেকে রেখেছেন অভিনেতা৷
advertisement
3/6
মকর সংক্রান্তির দিন ছেলের ছবি পোস্ট করে অভিনেতা৷ যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের পোশাক পরে ছেলেকে কোলে নিয়ে আদরে-চুমুতে ভরিয়ে দিচ্ছেন জিৎ৷ ছবির পোস্টে ছেলের নামও খোলসা করেছেন অভিনেতা৷ একরত্তির নাম রেখেছেন রোনাভ৷
মকর সংক্রান্তির দিন ছেলের ছবি পোস্ট করে অভিনেতা৷ যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের পোশাক পরে ছেলেকে কোলে নিয়ে আদরে-চুমুতে ভরিয়ে দিচ্ছেন জিৎ৷ ছবির পোস্টে ছেলের নামও খোলসা করেছেন অভিনেতা৷ একরত্তির নাম রেখেছেন রোনাভ৷
advertisement
4/6
জিতের দ্বিতীয় সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ রোনাভ কথাটির অর্থ হল সুন্দর ৷ পুজোর ঠিক আগে অর্থাৎ ১৬ অক্টোবর অভিনেতার পরিবারের এসেছে ছোট্ট অতিথি৷
জিতের দ্বিতীয় সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ রোনাভ কথাটির অর্থ হল সুন্দর ৷ পুজোর ঠিক আগে অর্থাৎ ১৬ অক্টোবর অভিনেতার পরিবারের এসেছে ছোট্ট অতিথি৷
advertisement
5/6
ছেলে হওয়ার সুখবর যেমন সকলের সঙ্গে শেয়ার করেছেন,তেমনই ছেলের নামও আজ জানালেন জিৎ৷ সন্তান  আসার আগেও মেটারনিটি ফোটোশ্যুটে নজর কেড়েছিলেন জিৎ, মোহনা ও তাদের একমাত্র মেয়ে নয়ন্যা৷
ছেলে হওয়ার সুখবর যেমন সকলের সঙ্গে শেয়ার করেছেন,তেমনই ছেলের নামও আজ জানালেন জিৎ৷ সন্তান আসার আগেও মেটারনিটি ফোটোশ্যুটে নজর কেড়েছিলেন জিৎ, মোহনা ও তাদের একমাত্র মেয়ে নয়ন্যা৷
advertisement
6/6
২০১২ সালে প্রথম মেয়ে হয়েছিল অভিনেতা জিত ও মোহনার৷ মেয়ে নয়ন্যার জন্মের এগারো বছর পরিবারে এসেছে পুত্র সন্তান৷ এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সুখের সংসার অভিনেতার৷
২০১২ সালে প্রথম মেয়ে হয়েছিল অভিনেতা জিত ও মোহনার৷ মেয়ে নয়ন্যার জন্মের এগারো বছর পরিবারে এসেছে পুত্র সন্তান৷ এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সুখের সংসার অভিনেতার৷
advertisement
advertisement
advertisement