Barujjye Family: ‘বাড়ুজ্যে ফ্যামিলি’-তে আসতে চলেছে একের পর এক চমক, প্রবেশ করছে একঝাঁক নতুন মুখ; প্রতি শুক্রবার ক্লিকে হাসির ফোয়ারা ছোটাচ্ছে এই মেগা-সিরিজ

Last Updated:
গত অক্টোবরেই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছিল দমফাটা হাসির মেগা-সিরিজ ‘বাড়ুজ্যে ফ্যামিলি’। ধারাবাহিকের মতো আদলেই তৈরি করা হয়েছে এই মেগা-সিরিজটিকে।
1/8
গত অক্টোবরেই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছিল দমফাটা হাসির মেগা-সিরিজ ‘বাড়ুজ্যে ফ্যামিলি’। ধারাবাহিকের মতো আদলেই তৈরি করা হয়েছে এই মেগা-সিরিজটিকে। আগামী কয়েক সপ্তাহে এই মেগা-সিরিজে প্রবেশ করতে চলেছেন ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। এমনিতে এই মেগা-সিরিজে অভিনয় করছেন রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বোস, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারি, ঋ সেন, স্বর্ণ শেখর জোয়ারদার, অমৃতা দেবনাথ এবং প্রেক্ষা সাহার মতো অভিনেতা-অভিনেত্রীরা।
গত অক্টোবরেই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছিল দমফাটা হাসির মেগা-সিরিজ ‘বাড়ুজ্যে ফ্যামিলি’। ধারাবাহিকের মতো আদলেই তৈরি করা হয়েছে এই মেগা-সিরিজটিকে। আগামী কয়েক সপ্তাহে এই মেগা-সিরিজে প্রবেশ করতে চলেছেন ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। এমনিতে এই মেগা-সিরিজে অভিনয় করছেন রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বোস, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারি, ঋ সেন, স্বর্ণ শেখর জোয়ারদার, অমৃতা দেবনাথ এবং প্রেক্ষা সাহার মতো অভিনেতা-অভিনেত্রীরা।
advertisement
2/8
জানা গিয়েছে, এবার ‘বাড়ুজ্যে ফ্যামিলি’-তে দেখা যাবে অভিনেত্রী টুম্পা ঘোষকে। এর আগে ‘শ্যামা’, ‘রাগে অনুরাগে’, ‘অগ্নিজল’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। টুম্পা ঘোষ অভিনয় করবেন একটি মজার চরিত্র। তাঁর চরিত্রটির নাম কিরণবালা। আচমকাই ধূমকেতুর মতো এই কিরণবালা চরিত্রটির উদয় হবে দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত বন্দ্যোপাধ্যায় পরিবারের বাড়িতে।
জানা গিয়েছে, এবার ‘বাড়ুজ্যে ফ্যামিলি’-তে দেখা যাবে অভিনেত্রী টুম্পা ঘোষকে। এর আগে ‘শ্যামা’, ‘রাগে অনুরাগে’, ‘অগ্নিজল’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। টুম্পা ঘোষ অভিনয় করবেন একটি মজার চরিত্র। তাঁর চরিত্রটির নাম কিরণবালা। আচমকাই ধূমকেতুর মতো এই কিরণবালা চরিত্রটির উদয় হবে দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত বন্দ্যোপাধ্যায় পরিবারের বাড়িতে।
advertisement
3/8
বোঝাই যাচ্ছে, গল্পে আসবে নতুন মোড়। কারণ কিরণবালাকে ধাওয়া করতে করতে সেখানে এসে উপস্থিত হবেন কিরণমালার বাবা তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিরণ বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে ঘটবে মজাদার নানা ঘটনা। আর কিরণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন রানা বসু ঠাকুর।
বোঝাই যাচ্ছে, গল্পে আসবে নতুন মোড়। কারণ কিরণবালাকে ধাওয়া করতে করতে সেখানে এসে উপস্থিত হবেন কিরণমালার বাবা তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিরণ বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে ঘটবে মজাদার নানা ঘটনা। আর কিরণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন রানা বসু ঠাকুর।
advertisement
4/8
এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। বন্দ্যোপাধ্যায় পরিবারের বাড়ির পাশেই প্রতিবেশী হিসেবে আসতে চলেছে একটি দক্ষিণ ভারতীয় পরিবার। সেখানে আয়ারাপ্পা চরিত্রে দেখা যাবে অভিনেতা সঞ্জীব সরকারকে। আর আয়ারাপ্পার স্ত্রীর চরিত্রে দেখা যাবে সুপর্ণা দাসকে। সেই সঙ্গে এই দক্ষিণ ভারতীয় দম্পতির পুত্রের ভূমিকায় অভিনয় করবে ডান্স বাংলা ডান্স জুনিয়রের সঞ্চালক সৌম্যদীপ্ত সাহা ওরফে লাড্ডু।
এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। বন্দ্যোপাধ্যায় পরিবারের বাড়ির পাশেই প্রতিবেশী হিসেবে আসতে চলেছে একটি দক্ষিণ ভারতীয় পরিবার। সেখানে আয়ারাপ্পা চরিত্রে দেখা যাবে অভিনেতা সঞ্জীব সরকারকে। আর আয়ারাপ্পার স্ত্রীর চরিত্রে দেখা যাবে সুপর্ণা দাসকে। সেই সঙ্গে এই দক্ষিণ ভারতীয় দম্পতির পুত্রের ভূমিকায় অভিনয় করবে ডান্স বাংলা ডান্স জুনিয়রের সঞ্চালক সৌম্যদীপ্ত সাহা ওরফে লাড্ডু।
advertisement
5/8
যদিও ইতিমধ্যেই এই মেগা-সিরিজের একটি এপিসোডে দেখা গিয়েছে ‘মিরাক্কেল’ খ্যাত রাজু নন্দী ওরফে ভিকিকে। ‘কাকাবাবু’-র আদলে সৃষ্ট দারুণ মজাদার এক গোয়েন্দা চরিত্র ব্যাঁকাবাবু হিসেবে দেখা গিয়েছে তাঁকে। আরও কী চমক থাকে, তা দেখার জন্য চোখ রাখতে হবে প্রতি শুক্রবার করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, অচিরেই এই মেগা-সিরিজ স্থান করে নিয়েছে দর্শকদের হৃদয়ে।
যদিও ইতিমধ্যেই এই মেগা-সিরিজের একটি এপিসোডে দেখা গিয়েছে ‘মিরাক্কেল’ খ্যাত রাজু নন্দী ওরফে ভিকিকে। ‘কাকাবাবু’-র আদলে সৃষ্ট দারুণ মজাদার এক গোয়েন্দা চরিত্র ব্যাঁকাবাবু হিসেবে দেখা গিয়েছে তাঁকে। আরও কী চমক থাকে, তা দেখার জন্য চোখ রাখতে হবে প্রতি শুক্রবার করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, অচিরেই এই মেগা-সিরিজ স্থান করে নিয়েছে দর্শকদের হৃদয়ে।
advertisement
6/8
প্রসঙ্গত ‘বাড়ুজ্যে ফ্যামিলি’ প্রযোজনা করছে ফিল্মস অ্যান্ড ফ্রেমস। সৃজনশীল প্রযোজনার দায়িত্বে রয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুব্রত মল্লিক। সম্পাদনা করেছেন কৌস্তভ সরকার আর সুরকার প্রাঞ্জল দাস।
প্রসঙ্গত ‘বাড়ুজ্যে ফ্যামিলি’ প্রযোজনা করছে ফিল্মস অ্যান্ড ফ্রেমস। সৃজনশীল প্রযোজনার দায়িত্বে রয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুব্রত মল্লিক। সম্পাদনা করেছেন কৌস্তভ সরকার আর সুরকার প্রাঞ্জল দাস।
advertisement
7/8
পরিচালক সুমাল্য ভট্টাচার্যর কথায়, “এই হাস্যরসের ধারাবাহিকতা বজায় রেখে প্রতি সপ্তাহেই আসছে নতুন চমকদার কন্টেন্ট। আর গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি বলেই দর্শকদের এতো স্নেহ ভালবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই আমাদের সৃজনশীল প্রযোজক শান্তনু চট্টোপাধ্যায় এবং আমাদের লেখক সঞ্জয় ভট্টাচার্যকে। আর ক্লিক-এর কর্ণধার অভয় ও নীরজ তাঁতিয়া আগাগোড়া আস্থা রেখেছেন একদম পরিবারের গুরুজনের মতোই।”
পরিচালক সুমাল্য ভট্টাচার্যর কথায়, “এই হাস্যরসের ধারাবাহিকতা বজায় রেখে প্রতি সপ্তাহেই আসছে নতুন চমকদার কন্টেন্ট। আর গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি বলেই দর্শকদের এতো স্নেহ ভালবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই আমাদের সৃজনশীল প্রযোজক শান্তনু চট্টোপাধ্যায় এবং আমাদের লেখক সঞ্জয় ভট্টাচার্যকে। আর ক্লিক-এর কর্ণধার অভয় ও নীরজ তাঁতিয়া আগাগোড়া আস্থা রেখেছেন একদম পরিবারের গুরুজনের মতোই।”
advertisement
8/8
পরিচালক আরও বলেন যে, “আমাদের সকলের জীবনে অনেক সমস্যা আছে। অনেক সময় আমরা চাপ মুক্ত হতে কিংবা হাসতে ভুলে যাই। সেই কারণে এটি এমনই একটি মনোগ্রাহী উদ্যোগ, যা আমাদের জীবনের সেই আনন্দের মুহূর্ত এবং হাসিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।”
পরিচালক আরও বলেন যে, “আমাদের সকলের জীবনে অনেক সমস্যা আছে। অনেক সময় আমরা চাপ মুক্ত হতে কিংবা হাসতে ভুলে যাই। সেই কারণে এটি এমনই একটি মনোগ্রাহী উদ্যোগ, যা আমাদের জীবনের সেই আনন্দের মুহূর্ত এবং হাসিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।”
advertisement
advertisement
advertisement