Barujjye Family: ধারাবাহিকের কায়দায় সম্পূর্ণ এক নতুন আঙ্গিকের মোড়কে ওটিটি-তে শুরু হচ্ছে মেগা-সিরিজ; আসছে মজাদার হাসির গল্প ‘বাড়ুজ্যে ফ্যামিলি’

Last Updated:
Barujjye Family In Klikk OTT: প্রতি সপ্তাহে আগামী কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে আসবে ওই মেগা সিরিজের একটি করে এপিসোড। স্ট্রিমিং শুরু হচ্ছে আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকেই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মেগা-সিরিজের প্রথম ঝলক।
1/9
একেবারে ধারাবাহিকের আদলে সম্পূর্ণ নতুন অবতারে অভিনব এক দমফাটা হাসির মেগা-সিরিজ ‘বাড়ুজ্যে ফ্যামিলি’ আনতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম। কীরকম। ধারাবাহিক নয়, অথচ অনেকটা ধারাবাহিকের মতোই! প্রতি সপ্তাহে আগামী কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে আসবে ওই মেগা সিরিজের একটি করে এপিসোড। স্ট্রিমিং শুরু হচ্ছে আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকেই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মেগা-সিরিজের প্রথম ঝলক।
একেবারে ধারাবাহিকের আদলে সম্পূর্ণ নতুন অবতারে অভিনব এক দমফাটা হাসির মেগা-সিরিজ ‘বাড়ুজ্যে ফ্যামিলি’ আনতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম। কীরকম। ধারাবাহিক নয়, অথচ অনেকটা ধারাবাহিকের মতোই! প্রতি সপ্তাহে আগামী কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে আসবে ওই মেগা সিরিজের একটি করে এপিসোড। স্ট্রিমিং শুরু হচ্ছে আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকেই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মেগা-সিরিজের প্রথম ঝলক।
advertisement
2/9
‘বাড়ুজ্যে ফ্যামিলি’ পরিচালনা করছেন পরিচালক সুমাল্য ভট্টাচার্য। সেই ২০০৯ সাল থেকে ‘বউ কথা কও’ ধারাবাহিকের হাত ধরে তাঁর পথ চলা শুরু হয়েছিল। সেই সময় থেকে ‘মন দিতে চাই’ পর্যন্ত প্রায় ১০টি ধারাবাহিক পরিচালনা করেছেন। এমনকী দীর্ঘদিন রবি ওঝার প্রধান সহকারী পরিচালকের ভূমিকা পালন করেছেন তিনি। এবার ছোট পর্দা থেকে তিনি পদার্পণ করছেন ওটিটি-তে। এই মেগা-সিরিজে অভিনয় করছেন রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বোস, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারি, ঋ সেন, স্বর্ণকমল জোয়ারদার, অমৃতা দেবনাথ এবং প্রেক্ষা সাহার মতো অভিনেতা-অভিনেত্রীরা।
‘বাড়ুজ্যে ফ্যামিলি’ পরিচালনা করছেন পরিচালক সুমাল্য ভট্টাচার্য। সেই ২০০৯ সাল থেকে ‘বউ কথা কও’ ধারাবাহিকের হাত ধরে তাঁর পথ চলা শুরু হয়েছিল। সেই সময় থেকে ‘মন দিতে চাই’ পর্যন্ত প্রায় ১০টি ধারাবাহিক পরিচালনা করেছেন। এমনকী দীর্ঘদিন রবি ওঝার প্রধান সহকারী পরিচালকের ভূমিকা পালন করেছেন তিনি। এবার ছোট পর্দা থেকে তিনি পদার্পণ করছেন ওটিটি-তে। এই মেগা-সিরিজে অভিনয় করছেন রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বোস, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারি, ঋ সেন, স্বর্ণকমল জোয়ারদার, অমৃতা দেবনাথ এবং প্রেক্ষা সাহার মতো অভিনেতা-অভিনেত্রীরা।
advertisement
3/9
‘বাড়ুজ্যে ফ্যামিলি’ প্রযোজনা করছে ফিল্মস অ্যান্ড ফ্রেমস। সৃজনশীল প্রযোজনার দায়িত্বে রয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুব্রত মল্লিক। সম্পাদনা করেছেন কৌস্তভ সরকার আর সুরকার প্রাঞ্জল দাস।
‘বাড়ুজ্যে ফ্যামিলি’ প্রযোজনা করছে ফিল্মস অ্যান্ড ফ্রেমস। সৃজনশীল প্রযোজনার দায়িত্বে রয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুব্রত মল্লিক। সম্পাদনা করেছেন কৌস্তভ সরকার আর সুরকার প্রাঞ্জল দাস।
advertisement
4/9
মূলত কমেডি ধারার এই মেগা-সিরিজটির গল্প আবর্তিত হয়েছে দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত বন্দ্যোপাধ্যায় পরিবারকে কেন্দ্র করে। সেখানকার একটি বিল্ডিংয়ের দুটি ফ্ল্যাটে বাস পরিবারটির। ৩৪ বছরের দাম্পত্য জীবন বিধান এবং কল্যাণী বাড়ুজ্জের। ওই দম্পতির বড় ছেলে অরুণ কর্পোরেট ইন্ডাস্ট্রিতে রয়েছেন। প্রেম করে বিয়ে করেছেন গোঁড়া পঞ্জাবি পরিবারের কন্যা সিমরনকে। তাঁদের দশ বছর বয়সী মেয়ে গুরকিরণ আবার ব্লগার।
মূলত কমেডি ধারার এই মেগা-সিরিজটির গল্প আবর্তিত হয়েছে দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত বন্দ্যোপাধ্যায় পরিবারকে কেন্দ্র করে। সেখানকার একটি বিল্ডিংয়ের দুটি ফ্ল্যাটে বাস পরিবারটির। ৩৪ বছরের দাম্পত্য জীবন বিধান এবং কল্যাণী বাড়ুজ্জের। ওই দম্পতির বড় ছেলে অরুণ কর্পোরেট ইন্ডাস্ট্রিতে রয়েছেন। প্রেম করে বিয়ে করেছেন গোঁড়া পঞ্জাবি পরিবারের কন্যা সিমরনকে। তাঁদের দশ বছর বয়সী মেয়ে গুরকিরণ আবার ব্লগার।
advertisement
5/9
আর বাড়ুজ্যে দম্পতির ছোট ছেলে বরুণ ওরফে ব্যারি। মায়ের বিশেষ আদরের। আর বাড়ুজ্জে পরিবারের যাবতীয় কর্মকাণ্ড আবর্তিত হয় পরিবারের সদস্যদের এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরেই। এভাবে প্রতিটি এপিসোডে মজার ভঙ্গিতে দৈনন্দিন সামাজিক এবং পারিবারিক সমস্যাগুলি তুলে ধরা হবে।
আর বাড়ুজ্যে দম্পতির ছোট ছেলে বরুণ ওরফে ব্যারি। মায়ের বিশেষ আদরের। আর বাড়ুজ্জে পরিবারের যাবতীয় কর্মকাণ্ড আবর্তিত হয় পরিবারের সদস্যদের এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরেই। এভাবে প্রতিটি এপিসোডে মজার ভঙ্গিতে দৈনন্দিন সামাজিক এবং পারিবারিক সমস্যাগুলি তুলে ধরা হবে।
advertisement
6/9
অভিনেতা রোহিত মুখোপাধ্যায় বলেন যে, “আমাদের উপর অনেক কাজের চাপ থাকে। তা সত্ত্বেও ফ্লোরে এমনকী ক্যামেরার পরিধির বাইরে গিয়েও আমরা প্রচুর মজা করেছি। কাজের পরিবেশটা ছিল একদম একটা পরিবারের মতোই।” আবার অভিনেতা দীপাঞ্জন জ্যাক ভট্টাচার্যের কথায়, “স্পষ্ট ভাবনাচিন্তা করেন, এমন পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। ক্লিক অফিসে যখন এপিসোডগুলি প্রথম শুনি, তখন প্রচুর হেসেছি আমরা। আর ‘বাডুজ্যে ফ্যামিলি’ নামেই রয়েছে একটা অন্যরকম মজা।”
অভিনেতা রোহিত মুখোপাধ্যায় বলেন যে, “আমাদের উপর অনেক কাজের চাপ থাকে। তা সত্ত্বেও ফ্লোরে এমনকী ক্যামেরার পরিধির বাইরে গিয়েও আমরা প্রচুর মজা করেছি। কাজের পরিবেশটা ছিল একদম একটা পরিবারের মতোই।” আবার অভিনেতা দীপাঞ্জন জ্যাক ভট্টাচার্যের কথায়, “স্পষ্ট ভাবনাচিন্তা করেন, এমন পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। ক্লিক অফিসে যখন এপিসোডগুলি প্রথম শুনি, তখন প্রচুর হেসেছি আমরা। আর ‘বাডুজ্যে ফ্যামিলি’ নামেই রয়েছে একটা অন্যরকম মজা।”
advertisement
7/9
শ্বেতা তিওয়ারি বলেন যে, “কেরিয়ারের শুরুর দিকে এমন মজাদার কাস্ট আর প্রযোজনা সংস্থার উষ্ণ ব্যবহার যদি পেতাম, তাহলে খুব ভাল হত। এই সিরিজে থাকবে শাশুড়ি-বৌমার খুনসুটি। এমন প্রাণবন্ত পঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই ক্লিককে। আমার আশা, দর্শকদেরও ভাল লাগবে এই মেগা সিরিজ।”
শ্বেতা তিওয়ারি বলেন যে, “কেরিয়ারের শুরুর দিকে এমন মজাদার কাস্ট আর প্রযোজনা সংস্থার উষ্ণ ব্যবহার যদি পেতাম, তাহলে খুব ভাল হত। এই সিরিজে থাকবে শাশুড়ি-বৌমার খুনসুটি। এমন প্রাণবন্ত পঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই ক্লিককে। আমার আশা, দর্শকদেরও ভাল লাগবে এই মেগা সিরিজ।”
advertisement
8/9
পরিচালক সুমাল্য ভট্টাচার্যের বক্তব্য, “বিষণ্ণতার মাঝে আমরা অনেক সময় হাসতে ভুলে যাই। জীবনে সেই হাসি ফিরিয়ে আনার জন্যই আমাদের এহেন চিত্তাকর্ষক প্রয়াস। আসলে ‘‘বাড়ুজ্যে ফ্যামিলি দেখলে সমস্ত রকম মানসিক চাপ এবং মনের প্রবল অশান্তি এক নিমেষে কেটে যাবে।”
পরিচালক সুমাল্য ভট্টাচার্যের বক্তব্য, “বিষণ্ণতার মাঝে আমরা অনেক সময় হাসতে ভুলে যাই। জীবনে সেই হাসি ফিরিয়ে আনার জন্যই আমাদের এহেন চিত্তাকর্ষক প্রয়াস। আসলে ‘‘বাড়ুজ্যে ফ্যামিলি দেখলে সমস্ত রকম মানসিক চাপ এবং মনের প্রবল অশান্তি এক নিমেষে কেটে যাবে।”
advertisement
9/9
ক্লিক-এর ডিরেক্টর নীরজ তাঁতিয়ার কথায়, “আমরা কয়েক বছর আগে মিনি সিরিজ ফরম্যাট চালু করেছিলাম। এবার আমরা একটা অভিনব মেগা সিরিজ ফরম্যাট চালু করতে চলেছি। আগে বেশ কয়েকটি থ্রিলার আমরা এনেছি। যা দর্শকদের মন জয় করেছে। এবার আমরা কিছু সময়ের জন্য ‘ফ্যামিলি ড্র্যামেডি’ ধারা নিয়ে কাজ করতে চাইছি।”
ক্লিক-এর ডিরেক্টর নীরজ তাঁতিয়ার কথায়, “আমরা কয়েক বছর আগে মিনি সিরিজ ফরম্যাট চালু করেছিলাম। এবার আমরা একটা অভিনব মেগা সিরিজ ফরম্যাট চালু করতে চলেছি। আগে বেশ কয়েকটি থ্রিলার আমরা এনেছি। যা দর্শকদের মন জয় করেছে। এবার আমরা কিছু সময়ের জন্য ‘ফ্যামিলি ড্র্যামেডি’ ধারা নিয়ে কাজ করতে চাইছি।”
advertisement
advertisement
advertisement