শহরে শর্ট ফিল্মের আলো নিয়ে কল্কি কোয়েচলিন আর জিম সরভ, আলাপচারিতায় পরমব্রতও, মুখ খুললেন ফ্যান্টাসি নিয়ে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
শহর মজল হোস্ট মন্দিরা বেদির ধারালো সৌন্দর্য আর তুখোড় বুদ্ধির সংলাপে। জানল কী আছে কল্কি কোয়েচলিন, জিম সরভ আর পরমব্রত চট্টোপাধ্যায়ের মনেও।
একটা সময় ছিল, শর্ট ফিল্মকে কেবল দেখা হত পরিচালকের পোর্টফোলিওর অংশ হিসেবে। তার পরের ধাপে শর্ট ফিল্ম ছিল কেবলই নানা দেশি এবং বিদেশি চলচ্চিত্র উৎসবের শোভা। কিন্তু সেই দিন এখন আর নেই। শর্ট ফিল্ম এখন চলচ্চিত্রধারার এক বলিষ্ঠ স্বর। ডাকসাইটে পরিচালক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রা, সবার অবদানেই রীতিমতো সমৃদ্ধ এই ছায়াছবির ঘরানা, অন্তত আমাদের দেশে তো বটেই।
advertisement
স্বীকার না করলেই নয়, সেই প্ল্যাটফর্ম অনেকাংশেই মজবুত হয়েছে সিগ্রাম'স রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মস-এর প্রযোজনায়। তাদের ভাণ্ডার যেমন সুরাপায়ীকে দিয়েছে মৌতাত, তেমনই চলচ্চিত্রপ্রেমীকে দিয়েছে ছবি দেখার নেশা। তাদের তরফে এবার নয়া উদ্যোগ- সিলেক্ট ফিল্মস, সিলেক্ট কনভারসেশনস। তারই সূত্রে শহর মজল হোস্ট মন্দিরা বেদির ধারালো সৌন্দর্য আর তুখোড় বুদ্ধির সংলাপে। জানল কী আছে কল্কি কোয়েচলিন, জিম সরভ আর পরমব্রত চট্টোপাধ্যায়ের মনেও।
advertisement
সম্প্রতি, কলকাতার স্যাটারডে ক্লাবে বসেছিল শর্ট ফিল্ম উদযাপনের এই অনন্য আসর। কথা ছিল, গুরুগ্রাম, পুণে আর কলকাতায় বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে শর্ট ফিল্মের আঙ্গিক, ছবির নেপথ্য কথোপকথন এবং আরও নানা কিছু নিয়ে কথা চালাবেন মন্দিরা। তাঁর অতিথি হবেন জিম সরভ, বিজয় বর্মা, কল্কি কোয়েচলিন, হুমা কুরেশি এবং সুজয় ঘোষ। এরই সূত্রে কলকাতা ঘুরে গেলেন কালকি আর জিম সঙ্গে মন্দিরাকে নিয়ে।
advertisement
শনিবারের এই সন্ধ্যা এক অন্য মাত্রা পেয়েছিল পরমব্রতর উপস্থিতিতে। তাঁদের দিকে প্রশ্ন ছুড়ে দেন মন্দিরা- ফ্যান্টাসি না কি ফানি, শর্ট ফিল্মের কঠিনতম আঙ্গিক কোনটি। তাঁদের কথোপকথন নিঃসন্দেহে ঋদ্ধ করেছে শহরের শিক্ষিত মননকে। এই প্রসঙ্গে পরমব্রত জানান, ছায়াছবির গঠনসংক্রান্ত এই ধরনের আলোচনায় অংশগ্রহণের সুযোগ পেয়ে তিনি যারপরনাই আহ্লাদিত, ভবিষ্যতেও এরকম আলোচনায় যোগদানের সুযোগের অপেক্ষায় থাকবেন। সত্যি কথা বলতে কী, তাঁর এই বক্তব্য শহরে আগত সব তারকারই মনের কথা। তাঁদের মনের সুর নিজের কথার তারে বেঁধে দিয়েছেন পরমব্রত।
advertisement
যে কারণে জিমের মুখেও ছিল সেই প্রতিধ্বনি, সমসামায়িক চলচ্চিত্রজগতের বহিশিষ্টদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে তিনি নিজেও সমৃদ্ধ হচ্ছেন, এও বলতে ভুললেন না যে শর্ট ফিল্মের সঙ্গে তাঁর এই পথচলা শেষ হওয়ার নয়। মন্দিরা অন্য দিকে উচ্ছ্বসিত হোস্টের আসন অলঙ্কৃত করতে পেরে। অতিথিদের কার মনে কী আছে, কথায় কথায় তা উপস্থিত করতে পাওয়ার সুযোগ তাঁকে অভিভূত করেছে বলেই জানালেন তিনি। আর কল্কির কথায় উঠে এল সমাজমনন।
advertisement
তিনি জানালেন যেভাবে ছবির বিষয়বস্তু সারা পৃথিবী জুড়ে বদলে যাচ্ছে একটু একটু করে, তা আমাদের দেশের পক্ষে এক অভিনব স্থান তৈরি করছে। এই ইতিবাচকতাকে সঙ্গী করে এবার যে ছবির ধারায় বদল আনার সময় এসেছে, সে কথা জানালেন কল্কি, আর বললেন তারই সূত্রে এই কথোপকথন সভার অংশ হতে পেরে তিনি গর্বিত। গর্ব এই শহরেরও, শীতকে স্বাগত জানানোর লগ্নে তারকার আলো মাখার সৌভাগ্য তো তারও হল!