Singer Noble: চতুর্থ 'বিয়ে'ও টিকল না নোবেলের! ৭ দিনেই সংসার ছারখার, রিহ্যাবে গেলেন গায়ক
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Singer Noble: বিয়ে করার এক সপ্তাহ পার হয়নি এখনও৷ এর মধ্যে সেই বিয়েও টিকল না৷ নিজের বাড়ি খুলনায় ফিরে গেলেন গায়কের চতুর্থ স্ত্রী৷ তবে নোবেলও নেই বাড়িতে৷ বর্তমানে গায়কের ঠিকানা মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্র৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্যদিকে গায়কের চতুর্থ স্ত্রী ফারজানা ঢাকা থেকে খুলনায় ফিরে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি আমার বাড়ি খুলনাতে আছি৷ না জেনে ভুল খবর ছড়াবেন না প্লিজ৷ আমি যদি নাদিমের সঙ্গে সব শেষ করে যেতাম, তা হলে কি কেউ কিছু জানতে পারত না৷ আমি কি এতটাই বোকা? এসবে আমার কোনও হাত ছিল না৷ নোবেলের চতুর্থ বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলেন তৃতীয় প্রাক্তন স্ত্রী সালসাবেল৷ তিনি এটাও বলেন, আরশি ডিভোর্স দিয়েছে কি না তা জানা নেই, নোবেল মেয়েটিকে জোর করে তুলে নিয়েও আসতে পারে৷ তবে কতদিন এই সম্পর্ক টেকে এটাই দেখার বিষয়৷






