Pori Moni Advance Pregnancy|| জেলের স্মৃতি অতীত, উপহার সাজিয়ে সন্তানের অপেক্ষায় রাজ-পরীমনি, দেখুন আদুরে ছবি

Last Updated:
Bangladesh Actress Pori Moni waiting for first child: রাজ-পরীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। একরত্তিকে বরণ করে নিতে তাই প্রস্তুতির কোনও খামতি রাখতে চান না বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি (Pori Moni) এবং তাঁর স্বামী রাজ (Razz)।
1/10
*অপেক্ষার অবসান হতে খুব বেশি দেরি নেই, রাজ-পরীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। একরত্তিকে বরণ করে নিতে তাই প্রস্তুতির কোনও খামতি রাখতে চান না বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি (Pori Moni) এবং তাঁর স্বামী রাজ (Razz)। ছবি সৌজন্যে: ফেসবুক। 
*অপেক্ষার অবসান হতে খুব বেশি দেরি নেই, রাজ-পরীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। একরত্তিকে বরণ করে নিতে তাই প্রস্তুতির কোনও খামতি রাখতে চান না বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি (Pori Moni) এবং তাঁর স্বামী রাজ (Razz)। ছবি সৌজন্যে: ফেসবুক। 
advertisement
2/10
*পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম হবে ‘রানি’,হবু মা পরীমনি গর্ভবতী হওয়ার পর নিজেই জানিয়ে দিয়েছিলেন কী নাম হবে তাঁর সন্তানের।   
*পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম হবে ‘রানি’,হবু মা পরীমনি গর্ভবতী হওয়ার পর নিজেই জানিয়ে দিয়েছিলেন কী নাম হবে তাঁর সন্তানের।   
advertisement
3/10
*বাংলাদেশের সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীর প্রেম হয়। ২০২১ সালের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।
*বাংলাদেশের সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীর প্রেম হয়। ২০২১ সালের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।
advertisement
4/10
*তবে বিয়ে করেই তা প্রকাশ্যে আনেননি, দু'জনে। বরং গোপন রেখেছিলেন। পরে পরিচালক বিয়ের খবর প্রকাশ্যে আনেন। তারপরেই ১০ জানুয়ারি জানা যায় মা-বাবা হবেন রাজ এবং পরী।
*তবে বিয়ে করেই তা প্রকাশ্যে আনেননি, দু'জনে। বরং গোপন রেখেছিলেন। পরে পরিচালক বিয়ের খবর প্রকাশ্যে আনেন। তারপরেই ১০ জানুয়ারি জানা যায় মা-বাবা হবেন রাজ এবং পরী।
advertisement
5/10
*সন্তানসম্ভবা হওয়ার পর থেকে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরীমনি। প্রেগন্যান্সি ফটোশ্যুট থেকে সাধ ভক্ষণ কোনও ছবিই তাঁর অনুরাগীদের থেকে আড়াল করেননি অভিনেত্রী। ফলে তাঁর প্রেগন্যান্সি জার্নির প্রতি মুহূর্তের সাক্ষী তাঁর অনুগামীরাও।  
*সন্তানসম্ভবা হওয়ার পর থেকে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরীমনি। প্রেগন্যান্সি ফটোশ্যুট থেকে সাধ ভক্ষণ কোনও ছবিই তাঁর অনুরাগীদের থেকে আড়াল করেননি অভিনেত্রী। ফলে তাঁর প্রেগন্যান্সি জার্নির প্রতি মুহূর্তের সাক্ষী তাঁর অনুগামীরাও।  
advertisement
6/10
*সন্তানকে বরণ করে নিতে প্রস্তুতির কোনও কমতি রাখছেন না তারকা দম্পতি। যার কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরীমনি। মঙ্গলবার নায়িকার পোস্ট  ছবি ও ভিডিওতে সেই প্রস্তুতি সকলের নজর কেড়েছে। 
*সন্তানকে বরণ করে নিতে প্রস্তুতির কোনও কমতি রাখছেন না তারকা দম্পতি। যার কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরীমনি। মঙ্গলবার নায়িকার পোস্ট  ছবি ও ভিডিওতে সেই প্রস্তুতি সকলের নজর কেড়েছে। 
advertisement
7/10
*ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় ছড়ানো তাঁদের আগত সন্তানের জন্য কেনা পোশাক, খেলনা, দোলনা থেকে শুরু করে বহু জোড়া জুতো-সহ আরও বহু সামগ্রী। ক্যাপশনে পরী লেখেন, 'তার আসার আয়োজন’। 
*ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় ছড়ানো তাঁদের আগত সন্তানের জন্য কেনা পোশাক, খেলনা, দোলনা থেকে শুরু করে বহু জোড়া জুতো-সহ আরও বহু সামগ্রী। ক্যাপশনে পরী লেখেন, 'তার আসার আয়োজন’। 
advertisement
8/10
*ছবিতে দেখা যাচ্ছে জামাকাপড় ও আনুষাঙ্গিক জিনিস ছড়ানো খাট আলো করে রাজের কোলে হেলান দিয়ে শুয়ে পরীমনি। এমনই ভালোবাসাময় ছবিতে মুগ্ধ তাঁর অনুরাগীরা। 
*ছবিতে দেখা যাচ্ছে জামাকাপড় ও আনুষাঙ্গিক জিনিস ছড়ানো খাট আলো করে রাজের কোলে হেলান দিয়ে শুয়ে পরীমনি। এমনই ভালোবাসাময় ছবিতে মুগ্ধ তাঁর অনুরাগীরা। 
advertisement
9/10
*জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে রয়েছেন পরীমনি। তাই আপাতত শুটিং বন্ধ পুরোপুরি। আগামী দেড় বছর একদম ছুটি।
*জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে রয়েছেন পরীমনি। তাই আপাতত শুটিং বন্ধ পুরোপুরি। আগামী দেড় বছর একদম ছুটি।
advertisement
10/10
*বর্তমানে পরীর হাতে রয়েছে, রাশিদ পলাশের ‘প্রীতিলতা’, চয়নিকা চৌধুরীর ‘কাগজের ফুল’, অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রগুলো। এ বছরই মুক্তি পাবার কথা রয়েছে পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর মধ্যে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রটির শুটিংই কেবল বাকি রয়েছে।
*বর্তমানে পরীর হাতে রয়েছে, রাশিদ পলাশের ‘প্রীতিলতা’, চয়নিকা চৌধুরীর ‘কাগজের ফুল’, অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রগুলো। এ বছরই মুক্তি পাবার কথা রয়েছে পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর মধ্যে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রটির শুটিংই কেবল বাকি রয়েছে।
advertisement
advertisement
advertisement