Deepika-Ranveer Baby: মিলে গিয়েছিল তাঁর ভবিষ্যদ্বাণী! ছেলে না মেয়ে, কে আসবে দীপিকার কোলে? এবার কী বললেন সেই জ্যোতিষী

Last Updated:
Deepika-Ranveer Baby: আর মাস দুয়েক পরেই নতুন জীবনে পা রাখতে চলেছেন রণবীর-দীপিকা। এখন থেকেই শত শত ভক্তের মনে কত কত প্রশ্ন। ছেলে হবে নাকি মেয়ে, নাম কী রাখা হবে একরত্তির, কার মতো দেখতে হবে দীপিকা-রণবীরের সন্তান?
1/5
আর মাত্র দু’টি মাস। তারপরই বলিউডে খুশির হাওয়া। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কোলে একরত্তি আসতে চলেছে আগামী সেপ্টেম্বরেই। ২০১৮ সালে বিয়ে হয় পর্দার ‘রাম’ ও ‘লীলা’র। সেই থেকে প্রথমবার অভিভাবক হওয়ার যাত্রায় হাজারো ওঠাপড়া এসেছে জীবনে।
আর মাত্র দু’টি মাস। তারপরই বলিউডে খুশির হাওয়া। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কোলে একরত্তি আসতে চলেছে আগামী সেপ্টেম্বরেই। ২০১৮ সালে বিয়ে হয় পর্দার ‘রাম’ ও ‘লীলা’র। সেই থেকে প্রথমবার অভিভাবক হওয়ার যাত্রায় হাজারো ওঠাপড়া এসেছে জীবনে।
advertisement
2/5
তবে আর মাস দুয়েক পরেই নতুন জীবনে পা রাখতে চলেছেন রণবীর-দীপিকা। এখন থেকেই শত শত ভক্তের মনে কত কত প্রশ্ন। ছেলে হবে নাকি মেয়ে, নাম কী রাখা হবে একরত্তির, কার মতো দেখতে হবে দীপিকা-রণবীরের সন্তান?
তবে আর মাস দুয়েক পরেই নতুন জীবনে পা রাখতে চলেছেন রণবীর-দীপিকা। এখন থেকেই শত শত ভক্তের মনে কত কত প্রশ্ন। ছেলে হবে নাকি মেয়ে, নাম কী রাখা হবে একরত্তির, কার মতো দেখতে হবে দীপিকা-রণবীরের সন্তান?
advertisement
3/5
এমনই সময়ে নামজাদা জ্যোতিষ পণ্ডিত জগন্নাথ গুরুজি ভবিষ্যদ্বাণী করলেন তারকাজুটিকে নিয়ে। তিনি জানালেন, দম্পতির কোলে আসবে এক পুত্র সন্তান। এই জ্যোতিষীই আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, দীপিকা ২০২৪ সালে গর্ভবতী হবেন।
এমনই সময়ে নামজাদা জ্যোতিষ পণ্ডিত জগন্নাথ গুরুজি ভবিষ্যদ্বাণী করলেন তারকাজুটিকে নিয়ে। তিনি জানালেন, দম্পতির কোলে আসবে এক পুত্র সন্তান। এই জ্যোতিষীই আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, দীপিকা ২০২৪ সালে গর্ভবতী হবেন।
advertisement
4/5
তাঁর মতে, এই শিশুটি তাঁর বাবা-মায়ের কাছে রাজপুত্রের সমান হবে। এবং রণবীর ও দীপিকার জন্য সৌভাগ্য নিয়ে আসবেন। এবার দেখা যাক, কতটা মেলে এই ভবিষ্যদ্বাণী। তবে কন্যা বা পুত্র, যা-ই হোক না কেন, একরত্তি যে বাবা-মায়ের চোখের মণি হবে, তা বলার অপেক্ষা রাখে না।
তাঁর মতে, এই শিশুটি তাঁর বাবা-মায়ের কাছে রাজপুত্রের সমান হবে। এবং রণবীর ও দীপিকার জন্য সৌভাগ্য নিয়ে আসবেন। এবার দেখা যাক, কতটা মেলে এই ভবিষ্যদ্বাণী। তবে কন্যা বা পুত্র, যা-ই হোক না কেন, একরত্তি যে বাবা-মায়ের চোখের মণি হবে, তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
5/5
দীপিকা গর্ভাবস্থার বিরতি নেওয়ার আগে ‘সিংহম এগেইন’- এ তাঁর অংশের শ্যুটিং শেষ করেছেন। যদিও গর্ভাবস্থায় ‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রচার সেরেছেন তিনি। রণবীরকেও ‘সিংহম এগেইন’-এ দেখা যাবে। এদিকে প্রস্তুতি নিচ্ছেন ‘ডন 3’- র জন্য।
দীপিকা গর্ভাবস্থার বিরতি নেওয়ার আগে ‘সিংহম এগেইন’- এ তাঁর অংশের শ্যুটিং শেষ করেছেন। যদিও গর্ভাবস্থায় ‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রচার সেরেছেন তিনি। রণবীরকেও ‘সিংহম এগেইন’-এ দেখা যাবে। এদিকে প্রস্তুতি নিচ্ছেন ‘ডন 3’- র জন্য।
advertisement
advertisement
advertisement