Arjun Rampal I Gabriella Demetriades: ফের অন্তঃসত্ত্বা প্রেমিকা গ্যাব্রিয়েলা, ৫০-এ চার সন্তানের বাবা হতে চললেন অর্জুন!

Last Updated:
Arjun Rampal I Gabriella Demetriades: প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে অর্জুনের দুই মেয়ে মায়রা ও মাহিকা। ২০ বছরের দাম্পত্যে চিড় ধরে ২০১৮-তেই। তার পরেই বিচ্ছেদ ও নতুন সম্পর্ক।
1/10
৫০ বছর বয়সে ফের বাবা হতে চললেন অর্জুন রামপাল। প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস আবার অন্তঃসত্ত্বা হলেন। ছবি পোস্ট করে সুখবর দিলেন সাউথ আফ্রিকার মডেল।
৫০ বছর বয়সে ফের বাবা হতে চললেন অর্জুন রামপাল। প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস আবার অন্তঃসত্ত্বা হলেন। ছবি পোস্ট করে সুখবর দিলেন সাউথ আফ্রিকার মডেল।
advertisement
2/10
দ্বিতীয় বার মা হতে চললেন গ্যাব্রিয়েলা। এর আগে অর্জুনের সঙ্গেই পুত্রসন্তান এরিকের জন্ম দিয়েছেন তিনি। অন্যদিকে প্রথম স্ত্রীর সঙ্গে আরও দুই কন্যাসন্তান রয়েছে বলি তারকার।
দ্বিতীয় বার মা হতে চললেন গ্যাব্রিয়েলা। এর আগে অর্জুনের সঙ্গেই পুত্রসন্তান এরিকের জন্ম দিয়েছেন তিনি। অন্যদিকে প্রথম স্ত্রীর সঙ্গে আরও দুই কন্যাসন্তান রয়েছে বলি তারকার।
advertisement
3/10
নতুন পরিবারে ব্যস্ত হয়ে পড়লেও বাবা হিসেবে দায়িত্ব সামলানোয় কোনও ক্লান্তি নেই তাঁর। তিন ছেলেমেয়ের সঙ্গে মাঝে মধ্যেই ঘুরতে বেরোন অভিনেতা। সে সব ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে।
নতুন পরিবারে ব্যস্ত হয়ে পড়লেও বাবা হিসেবে দায়িত্ব সামলানোয় কোনও ক্লান্তি নেই তাঁর। তিন ছেলেমেয়ের সঙ্গে মাঝে মধ্যেই ঘুরতে বেরোন অভিনেতা। সে সব ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে।
advertisement
4/10
শনিবার বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন গ্যাব্রিয়েলা। পরনে খয়েরি রঙের গাউন। চার বছরের সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে। ২০১৮ সালে প্রথম আলাপ তাঁদের।
শনিবার বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন গ্যাব্রিয়েলা। পরনে খয়েরি রঙের গাউন। চার বছরের সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে। ২০১৮ সালে প্রথম আলাপ তাঁদের।
advertisement
5/10
প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে অর্জুনের দুই মেয়ে মায়রা ও মাহিকা। ২০ বছরের দাম্পত্যে চিড় ধরে ২০১৮-তেই। তার পরেই বিচ্ছেদ ও নতুন সম্পর্ক।
প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে অর্জুনের দুই মেয়ে মায়রা ও মাহিকা। ২০ বছরের দাম্পত্যে চিড় ধরে ২০১৮-তেই। তার পরেই বিচ্ছেদ ও নতুন সম্পর্ক।
advertisement
6/10
বিয়ে করেননি গ্যাব্রিয়েলা ও অর্জুন। কিন্তু ছেলেকে নিয়ে লিভ-ইন সম্পর্কে রয়েছেন যুগল। বিয়ে নিয়ে মাঝে মধ্যেই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁদের।
বিয়ে করেননি গ্যাব্রিয়েলা ও অর্জুন। কিন্তু ছেলেকে নিয়ে লিভ-ইন সম্পর্কে রয়েছেন যুগল। বিয়ে নিয়ে মাঝে মধ্যেই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁদের।
advertisement
7/10
তবে এক সাক্ষাৎকারে প্রশ্নটির উত্তর দিয়ে মন জয় করেছিলেন অর্জুন। তিনি বলেন, তাঁর মতে যেদিন থেকে তাঁদের আলাপ, সেদিন থেকেই তাঁরা বিবাহিত। কাগজ-কলমে আইনি বিয়ের প্রয়োজন নেই আর।
তবে এক সাক্ষাৎকারে প্রশ্নটির উত্তর দিয়ে মন জয় করেছিলেন অর্জুন। তিনি বলেন, তাঁর মতে যেদিন থেকে তাঁদের আলাপ, সেদিন থেকেই তাঁরা বিবাহিত। কাগজ-কলমে আইনি বিয়ের প্রয়োজন নেই আর।
advertisement
8/10
এখন বলিউডের অন্যতম হট জুটি এই দুই তারকা। তবে ২০২১ সালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মাদক কাণ্ডে তাঁদের পরিবার বিপাকে পড়েছিল। রামপালের বোন কোমল রামপালকে সমন পাঠানো হয়েছিল।
এখন বলিউডের অন্যতম হট জুটি এই দুই তারকা। তবে ২০২১ সালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মাদক কাণ্ডে তাঁদের পরিবার বিপাকে পড়েছিল। রামপালের বোন কোমল রামপালকে সমন পাঠানো হয়েছিল।
advertisement
9/10
অন্যদিকে গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওসকে গ্রেফতার করেছিল এনসিবি। অভিযোগ ছিল, সুশান্তের মামলায় গ্রেফতার হওয়া মাদক পাচারকারীর সঙ্গে যোগাযোগ ছিল অ্যাগিসিলাওসের।
অন্যদিকে গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওসকে গ্রেফতার করেছিল এনসিবি। অভিযোগ ছিল, সুশান্তের মামলায় গ্রেফতার হওয়া মাদক পাচারকারীর সঙ্গে যোগাযোগ ছিল অ্যাগিসিলাওসের।
advertisement
10/10
আপাতত সমস্ত বিতর্ক থেকে মুক্ত হয়ে নিজেদের সংসারে মন দিয়েছেন তারকা জুটি। প্রেমে মত্ত অর্জুন-গ্যাব্রিয়েলা দ্বিতীয় বার অভিভাবক হতে চলেছেন।
আপাতত সমস্ত বিতর্ক থেকে মুক্ত হয়ে নিজেদের সংসারে মন দিয়েছেন তারকা জুটি। প্রেমে মত্ত অর্জুন-গ্যাব্রিয়েলা দ্বিতীয় বার অভিভাবক হতে চলেছেন।
advertisement
advertisement
advertisement