Iskaboner Bibi-Trina Saha: অরিন্দম শীলের হাত ধরে বড় পর্দায় তৃণা সাহা! 'ইস্কাবনের বিবি'তে নয়া রহস্য

Last Updated:
Iskaboner Bibi-Trina Saha: এবার অরিন্দম শীলের ছবিতে দেখা যাবে তৃণা সাহাকে। এপ্রিলেই শুরু শ্যুটিং।
1/5
পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি 'ইস্কাবনের বিবি'। গোয়েন্দা গল্প নয়। এটি একটি থ্রিলারধর্মী ছবি। পরিবারের গল্প। এই ছবি দিয়েই প্রথমবার বড় পর্দায় পা রাখতে চলেছেন তৃণা সাহা। photo source Instagram
পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি 'ইস্কাবনের বিবি'। গোয়েন্দা গল্প নয়। এটি একটি থ্রিলারধর্মী ছবি। পরিবারের গল্প। এই ছবি দিয়েই প্রথমবার বড় পর্দায় পা রাখতে চলেছেন তৃণা সাহা। photo source Instagram
advertisement
2/5
পীযূষ সাহ-র 'গার্লস অফ মুম্বইস্থান' থেকে 'সিম্পল গার্ল' গল্প অবলম্বনেই তৈরি হবে 'ইস্কাবনের বিবি।" এপ্রিল থেকেই শ্যুটিং শুরু হবে এই ছবির। photo source Instagram
পীযূষ সাহ-র 'গার্লস অফ মুম্বইস্থান' থেকে 'সিম্পল গার্ল' গল্প অবলম্বনেই তৈরি হবে 'ইস্কাবনের বিবি।" এপ্রিল থেকেই শ্যুটিং শুরু হবে এই ছবির। photo source Instagram
advertisement
3/5
তবে শুধু তৃণা সাহা নন, এই ছবিতে দেখা যাবে অরুণিমা ঘোষ, অর্ণ মুখোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু, পৌলমী দাসের মতো অভিনেতাদের। photo source Instagram
তবে শুধু তৃণা সাহা নন, এই ছবিতে দেখা যাবে অরুণিমা ঘোষ, অর্ণ মুখোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু, পৌলমী দাসের মতো অভিনেতাদের। photo source Instagram
advertisement
4/5
'ইস্কাবনের বিবি'-র সঙ্গীতের দায়িত্বে থাকছেন বিক্রম ঘোষ। ক্যামেরা মধুরা পালিতের। পোশাক সোহিনী বসুর। নাম করা হাসপাতালে ঘটে যাওয়া দুর্নীতি এবং সেই জালে তৃণা সাহা ও অরুণিমার জড়িয়ে পড়া। এবং আসল কালপিটদের মুখোশ খোলা নিয়েই নানা রহস্যের জালে বোনা হবে গল্প। photo source Instagram
'ইস্কাবনের বিবি'-র সঙ্গীতের দায়িত্বে থাকছেন বিক্রম ঘোষ। ক্যামেরা মধুরা পালিতের। পোশাক সোহিনী বসুর। নাম করা হাসপাতালে ঘটে যাওয়া দুর্নীতি এবং সেই জালে তৃণা সাহা ও অরুণিমার জড়িয়ে পড়া। এবং আসল কালপিটদের মুখোশ খোলা নিয়েই নানা রহস্যের জালে বোনা হবে গল্প। photo source Instagram
advertisement
5/5
ইতিমধ্যেই প্রথমবার বড় পর্দায় অভিনয়ের কথা ঘোষণা করেছেন তৃণা সাহা। ছোট পর্দায় তিনি জনপ্রিয় মুখ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করে সকলের সঙ্গে সু-খবর ভাগ করে নিয়েছেন তৃণা। photo source Instagram
ইতিমধ্যেই প্রথমবার বড় পর্দায় অভিনয়ের কথা ঘোষণা করেছেন তৃণা সাহা। ছোট পর্দায় তিনি জনপ্রিয় মুখ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করে সকলের সঙ্গে সু-খবর ভাগ করে নিয়েছেন তৃণা। photo source Instagram
advertisement
advertisement
advertisement