Arijit Singh: এক ছবিতে নওয়াজউদ্দিন,পঙ্কজ ত্রিপাঠী, পীযূষ মিশ্র... বীরভূমে চলছে অরিজিৎ সিং-এর প্রথম ছবির শুটিং
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
বোলপুরের ধল্লার সায়ারা গ্রামে চলছে শ্যুটিং
বীরভূম,সৌভিক রায়: বিশ্বমানের শিল্পী, জগৎজোড়া খ্যাতি। তবু থাকেন মাটির কাছাকাছি। শিকড়ের টানে মুম্বই ছেড়ে আসেন জন্মভিটে জিয়াগঞ্জে। সেখানেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার। তিনি অরিজিৎ সিংহ। সাফল্য ও অর্থ নাকি মানুষের মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু সেখানেই সকলের থেকে আলাদা অরিজিৎ। শিকড়ের টানে মুম্বই ছেড়ে জন্মভিটে জিয়াগঞ্জে ছুটে আসেন অরিজিৎ। সেখানেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার। তাঁর সাদামাটা জীবনযাপন তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। নিজের বাড়ির রাস্তায় হেঁটে ঘুরে বেড়ান, আবার স্কুটিতে স্ত্রীকে নিয়ে চলে যান যত্রতত্র। এবার অরিজিৎ সিং বীরভূমে, তবে নায়ক হিসাবে নয়, এবার তিনি পরিচালক। বীরভূমের মাটিতে তাঁর প্রথম হিন্দি ছবির শ্যুটিং
advertisement
advertisement
advertisement
এই ছবি ঘিরে বাংলার মাটিতে গড়ে উঠছে এক অভিনব বলিউডের আসর! অনেকবার অরিজিৎ সিংকে দেখা গিয়েছে বোলপুরে। কখনও তিনি স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কখনও পেট্রল পাম্পে যাচ্ছেন তেল ভরতে, কখনও বা বোলপুরের বাসিন্দাদের সঙ্গে ছবি তুলছেন। কবে মুক্তি পাবে অরিজিৎ-এর প্রথম সিনেমা? সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।