Shakib Khan-Apu Biswas: শাকিবকে 'ফতুর' করে দিচ্ছে ১ম পক্ষের ছেলে জয়! 'আমাকেও কিনে দিতে চাইছে', বলছেন অপু
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shakib Khan-Apu Biswas: ইদে 'প্রিয়তমা' মুক্তির পরেই আমেরিকা উড়ে গিয়েছেন শাকিব। বিগত বেশ কিছু দিন ধরেই সেখানে রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং ছেলে জয়। বিদেশে একসঙ্গে সময়ও কাটাতে দেখা গিয়েছে দু'জনকে। অনেকেই মনে করছেন, ফের ভাঙা সম্পর্ক জোড়া লাগার পথে।
ভেঙে যাওয়া সংসার কি জোড়া লাগছে ফের? সম্প্রতি ওপার বাংলার দুই তারকা শাকিব খান এবং অপু বিশ্বাসের নতুন করে গড়ে ওঠা রসায়ন দেখে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে। ইদে 'প্রিয়তমা' মুক্তির পরেই আমেরিকা উড়ে গিয়েছেন শাকিব। বিগত বেশ কিছু দিন ধরেই সেখানে রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং ছেলে জয়। বিদেশে একসঙ্গে সময়ও কাটাতে দেখা গিয়েছে দু'জনকে। অনেকেই মনে করছেন, ফের ভাঙা সম্পর্ক জোড়া লাগার পথে।
advertisement
advertisement
advertisement
advertisement