Tripti Dimri-Karnesh Sharma: অনুষ্কার পরিবারে দুঃসংবাদ! ঘর ভাঙল বলি তারকার, নায়িকার ভাইয়ের সঙ্গে ‘বুলবুল’-এর বিচ্ছেদ নিয়ে তোলপাড়

Last Updated:
Tripti Dimri-Karnesh Sharma: অনুষ্কা শর্মার ভাই, অর্থাৎ ক্লিন স্লেট ফিল্মস-এর প্রযোজক কর্ণেশ শর্মাকে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আনফলো করেছেন তৃপ্তি। কর্ণেশও আনফলো করেছেন প্রেমিকাকে।
1/5
ঘর ভাঙল বলি তারকার। চলতি বছরের শুরুতেই অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মার প্রেম জীবনের কথা প্রকাশ্যে আসে। জানা যায়, ‘বুলবুল’-এর নায়িকা তৃপ্তি ডিমরির সঙ্গে প্রেম করছেন প্রযোজক।
ঘর ভাঙল বলি তারকার। চলতি বছরের শুরুতেই অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মার প্রেম জীবনের কথা প্রকাশ্যে আসে। জানা যায়, ‘বুলবুল’-এর নায়িকা তৃপ্তি ডিমরির সঙ্গে প্রেম করছেন প্রযোজক।
advertisement
2/5
খোদ নায়িকাই কর্ণেশের সঙ্গে ছবি দিয়ে গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন। ‘বুলবুল’, ‘কালা’ খ্যাত অভিনেত্রী নতুন বছরে আলিঙ্গনের ছবি দিয়ে লিখেছিলেন, ‘আমার’। পাশে জুড়ে দিয়েছিলেন ভালবাসার চিহ্ন।
খোদ নায়িকাই কর্ণেশের সঙ্গে ছবি দিয়ে গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন। ‘বুলবুল’, ‘কালা’ খ্যাত অভিনেত্রী নতুন বছরে আলিঙ্গনের ছবি দিয়ে লিখেছিলেন, ‘আমার’। পাশে জুড়ে দিয়েছিলেন ভালবাসার চিহ্ন।
advertisement
3/5
অনুষ্কা শর্মার ভাই, অর্থাৎ ক্লিন স্লেট ফিল্মস-এর প্রযোজক কর্ণেশ শর্মাকে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আনফলো করেছেন তৃপ্তি। কর্ণেশও আনফলো করেছেন প্রেমিকাকে।
অনুষ্কা শর্মার ভাই, অর্থাৎ ক্লিন স্লেট ফিল্মস-এর প্রযোজক কর্ণেশ শর্মাকে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আনফলো করেছেন তৃপ্তি। কর্ণেশও আনফলো করেছেন প্রেমিকাকে।
advertisement
4/5
কর্ণেশ ইতিমধ্যে তৃপ্তি অভিনীত ছবির ক্যারেক্টার পোস্টার প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছেন। অন্যদিকে তাঁদের প্রেমের ছবি উড়িয়ে দিয়েছেন নায়িকাও।
কর্ণেশ ইতিমধ্যে তৃপ্তি অভিনীত ছবির ক্যারেক্টার পোস্টার প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছেন। অন্যদিকে তাঁদের প্রেমের ছবি উড়িয়ে দিয়েছেন নায়িকাও।
advertisement
5/5
সূত্রের খবর, এই মুহূর্তে তৃপ্তির সঙ্গে আরও একটি ছবির শ্যুট চলছে কর্ণেশের। বিজয় বর্মার সঙ্গে কর্ণেশ প্রযোজিত আগামী ছবিতেই দেখা যাবে তাঁকে। তারই মাঝে বিচ্ছেদের গুঞ্জন।
সূত্রের খবর, এই মুহূর্তে তৃপ্তির সঙ্গে আরও একটি ছবির শ্যুট চলছে কর্ণেশের। বিজয় বর্মার সঙ্গে কর্ণেশ প্রযোজিত আগামী ছবিতেই দেখা যাবে তাঁকে। তারই মাঝে বিচ্ছেদের গুঞ্জন।
advertisement
advertisement
advertisement