সন্তানের জন্ম দিয়েই রামায়ণের সীতা হবেন অনুষ্কা শর্মা ! রামের চরিত্রে প্রভাস !

Last Updated:
সূত্রের খবর ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিতে সীতার চরিত্রে দেখা যেতে পারে অনুষ্কাকে।
1/5
কয়েক দিন আগের খবর পাওয়া গিয়েছে মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। এই খবর সোশ্যাল মিডিয়ায় বিরাট ও অনুষ্কা দু'জনেই জানিয়েছেন। তবে সন্তানের জন্ম দেওয়ার পরই আবার অভিনয়ে ফিরছেন তিনি। photo source collected
কয়েক দিন আগের খবর পাওয়া গিয়েছে মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। এই খবর সোশ্যাল মিডিয়ায় বিরাট ও অনুষ্কা দু'জনেই জানিয়েছেন। তবে সন্তানের জন্ম দেওয়ার পরই আবার অভিনয়ে ফিরছেন তিনি। photo source collected
advertisement
2/5
অনেক দিন অনুষ্কাকে বড় পর্দায় দেখা যায়নি। প্রযোজক অনুষ্কা শর্মাকেই ইদানীং বেশি দেখা গিয়েছে। সূত্রের খবর ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিতে সীতার চরিত্রে দেখা যেতে পারে অনুষ্কাকে। ২০১৮ সালে ‘জ়িরো’ই ছিল অনুষ্কা অভিনীত শেষ ছবি।photo source collected
অনেক দিন অনুষ্কাকে বড় পর্দায় দেখা যায়নি। প্রযোজক অনুষ্কা শর্মাকেই ইদানীং বেশি দেখা গিয়েছে। সূত্রের খবর ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিতে সীতার চরিত্রে দেখা যেতে পারে অনুষ্কাকে। ২০১৮ সালে ‘জ়িরো’ই ছিল অনুষ্কা অভিনীত শেষ ছবি।photo source collected
advertisement
3/5
রামায়ণের কাহিনি-নির্ভর ছবি ‘আদিপুরুষ’-এর মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। তাঁর বিপরীতেই অনুষ্কাকে কাস্ট করার কথা চলছে। নায়িকার প্রেগন্যান্সির কথা মাথায় রেখে তাঁর টিম চেষ্টা করছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের পরে যাতে শ্যুটিং শুরু করা যায়।photo source collected
রামায়ণের কাহিনি-নির্ভর ছবি ‘আদিপুরুষ’-এর মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। তাঁর বিপরীতেই অনুষ্কাকে কাস্ট করার কথা চলছে। নায়িকার প্রেগন্যান্সির কথা মাথায় রেখে তাঁর টিম চেষ্টা করছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের পরে যাতে শ্যুটিং শুরু করা যায়।photo source collected
advertisement
4/5
অনুষ্কার ডেলিভারি ডেট আগামী বছরের জানুয়ারিতে। তাই ফেব্রুয়ারি বা মার্চ মাসের পরে শ্যুটিংয়ে ফিরতে পারেন তিনি। ‘আদিপুরুষ’-এর প্রধান খলনায়ক হিসেবে দেখা যাবে সেফ আলি খানকে। ছবিতে রয়েছেন অর্জুন কাপুরও। photo source collected
অনুষ্কার ডেলিভারি ডেট আগামী বছরের জানুয়ারিতে। তাই ফেব্রুয়ারি বা মার্চ মাসের পরে শ্যুটিংয়ে ফিরতে পারেন তিনি। ‘আদিপুরুষ’-এর প্রধান খলনায়ক হিসেবে দেখা যাবে সেফ আলি খানকে। ছবিতে রয়েছেন অর্জুন কাপুরও। photo source collected
advertisement
5/5
এই ছবির জন্য ওম রাউতের উপরেই ভরসা রেখেছেন ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার। এবার সীতার চরিত্রে অনুষ্কাকে দেখার জন্য করতে হবে অপেক্ষা। photo source collected
এই ছবির জন্য ওম রাউতের উপরেই ভরসা রেখেছেন ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার। এবার সীতার চরিত্রে অনুষ্কাকে দেখার জন্য করতে হবে অপেক্ষা। photo source collected
advertisement
advertisement
advertisement