রামায়ণের কাহিনি-নির্ভর ছবি ‘আদিপুরুষ’-এর মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। তাঁর বিপরীতেই অনুষ্কাকে কাস্ট করার কথা চলছে। নায়িকার প্রেগন্যান্সির কথা মাথায় রেখে তাঁর টিম চেষ্টা করছে, আগামী বছরের জানুয়ারি মাসের পরে যাতে শ্যুটিং শুরু করা যায়।photo source collected