

কয়েক দিন আগের খবর পাওয়া গিয়েছে মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। এই খবর সোশ্যাল মিডিয়ায় বিরাট ও অনুষ্কা দুজনেই জানিয়েছেন। তবে সন্তানের জন্ম দেওয়ার পরই আবার অভিনয়ে ফিরছেন তিনি। photo source collected


অনেক দিন অনুষ্কাকে বড় পর্দায় দেখা যায়নি। প্রযোজক অনুষ্কা শর্মাকেই ইদানীং বেশি দেখা গিয়েছে। সূত্রের খবর ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিতে সীতার চরিত্রে দেখা যেতে পারে অনুষ্কাকে। ২০১৮ সালে ‘জ়িরো’ই ছিল অনুষ্কা অভিনীত শেষ ছবি।photo source collected


রামায়ণের কাহিনি-নির্ভর ছবি ‘আদিপুরুষ’-এর মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। তাঁর বিপরীতেই অনুষ্কাকে কাস্ট করার কথা চলছে। নায়িকার প্রেগন্যান্সির কথা মাথায় রেখে তাঁর টিম চেষ্টা করছে, আগামী বছরের জানুয়ারি মাসের পরে যাতে শ্যুটিং শুরু করা যায়।photo source collected


অনুষ্কার ডেলিভারি ডেট আগামী বছরের জানুয়ারিতে। তাই ফেব্রুয়ারি বা মার্চ মাসের পরে শ্যুটিংয়ে ফিরতে পারেন তিনি। ‘আদিপুরুষ’-এর প্রধান খলনায়ক হিসেবে দেখা যাবে সেফ আলি খানকে। ছবিতে রয়েছেন অর্জুন কাপুরও। photo source collected