Anupam Roy-Prashmita Paul First Pic: দম্পতির প্রথম ছবি! ‘সোহাগে আদরে’ বউকে আলিঙ্গন অনুপমের, দুধে-আলতা বেনারসিতে ফুটফুটে প্রস্মিতা, গায়ক লিখলেন, ‘নতুন করে...’

Last Updated:
Anupam Roy-Prashmita Paul First Pic: নবদম্পতি হিসেবে প্রকাশ্যে টলিউডের জনপ্রিয় গায়ক-গায়িকা। নতুন বউকে আলিঙ্গন করে ছবি তুলেছেন অনুপম। পোস্টটির ক্যাপশনে কেবল লেখা, ‘নতুন করে’।
1/5
আইনি বিয়ে সারলেন অনুপম রায় এবং প্রস্মিতা পাল। দক্ষিণ কলকাতার নামী ক্লাবে গায়ক-গায়িকা গাঁটছড়া বাঁধলেন শনিবার। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সইসাবুদের বিয়ে হল তারকাদের। অন্তরঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাছের মানুষদের নিয়ে।
আইনি বিয়ে সারলেন অনুপম রায় এবং প্রস্মিতা পাল। দক্ষিণ কলকাতার নামী ক্লাবে গায়ক-গায়িকা গাঁটছড়া বাঁধলেন শনিবার। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সইসাবুদের বিয়ে হল তারকাদের। অন্তরঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাছের মানুষদের নিয়ে।
advertisement
2/5
গায়ক বিয়ে সেরেই প্রথম ছবিটি পোস্ট করলেন। নবদম্পতি হিসেবে প্রকাশ্যে টলিউডের জনপ্রিয় গায়ক-গায়িকা। নতুন বউকে আলিঙ্গন করে ছবি তুলেছেন অনুপম। পোস্টটির ক্যাপশনে কেবল লেখা, ‘নতুন করে’।
গায়ক বিয়ে সেরেই প্রথম ছবিটি পোস্ট করলেন। নবদম্পতি হিসেবে প্রকাশ্যে টলিউডের জনপ্রিয় গায়ক-গায়িকা। নতুন বউকে আলিঙ্গন করে ছবি তুলেছেন অনুপম। পোস্টটির ক্যাপশনে কেবল লেখা, ‘নতুন করে’।
advertisement
3/5
অনুপম এবং প্রস্মিতার সাজ দেখে মুগ্ধ ভক্তরা। গোলাপি পাঞ্জাবী এবং গোলাপি বেনারসিতে নজরকাড়া বর-কনে। ফুল দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর।
অনুপম এবং প্রস্মিতার সাজ দেখে মুগ্ধ ভক্তরা। গোলাপি পাঞ্জাবী এবং গোলাপি বেনারসিতে নজরকাড়া বর-কনে। ফুল দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর।
advertisement
4/5
বিয়ে করতে যাওয়ার আগে নিউজ18 বাংলাকে প্রস্মিতা বলেছিলেন, ‘‘আমাদের বিয়েতে মেনুতে বাঙালি খাবার রাখা হয়েছে। মাছ, মাংস তো ভর্তি থাকবেই। বাঙালি বলে কথা।’’
বিয়ে করতে যাওয়ার আগে নিউজ18 বাংলাকে প্রস্মিতা বলেছিলেন, ‘‘আমাদের বিয়েতে মেনুতে বাঙালি খাবার রাখা হয়েছে। মাছ, মাংস তো ভর্তি থাকবেই। বাঙালি বলে কথা।’’
advertisement
5/5
অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী মাস কয়েক আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সেরেছেন। তা নিয়ে মাসখানেক ধরে চর্চা চলেছে। এবার কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অনুুপম।
অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী মাস কয়েক আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সেরেছেন। তা নিয়ে মাসখানেক ধরে চর্চা চলেছে। এবার কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অনুুপম।
advertisement
advertisement
advertisement