Anupam Roy and Prashmita Paul Wedding: অনুপম-প্রস্মিতার বিয়েতে বসবে চাঁদের হাট! ইন্ড্রাস্টির কে কে হাজির থাকবেন? দেখে নিন

Last Updated:
Anupam Roy and Prashmita Paul Wedding: আবার বিয়ে করছেন অনুুপম রায়। গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে শুরু করছেন জীবনের নতুন ইনিংস। জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক। ইন্ড্রাস্টির কে কে হাজির থাকবেন অনুপম-প্রস্মিতার বিয়েতে?
1/7
আবার বিয়ে করছেন অনুুপম রায়। গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে শুরু করছেন জীবনের নতুন ইনিংস। জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক।
আবার বিয়ে করছেন অনুুপম রায়। গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে শুরু করছেন জীবনের নতুন ইনিংস। জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক।
advertisement
2/7
প্রস্মিতা-অনুপমের বিয়ের আসর বসবে কলকাতার নামী এক বিলাস বহুল ক্লাবে। কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনুুপম।
প্রস্মিতা-অনুপমের বিয়ের আসর বসবে কলকাতার নামী এক বিলাস বহুল ক্লাবে। কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে প্রস্মিতার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনুুপম।
advertisement
3/7
আইনি ভাবে বিয়ে সারবেন তাঁরা। তবে সাজ-পোশাকে থাকবে সাবেকি ছোঁয়া। অনুপমের পরনে থাকবে পঞ্জাবি, অন্যদিকে প্রস্মিতা সেজে উঠবেন বেনারসীতে। সাবেকি সাজে সাজবেন জুটি।
আইনি ভাবে বিয়ে সারবেন তাঁরা। তবে সাজ-পোশাকে থাকবে সাবেকি ছোঁয়া। অনুপমের পরনে থাকবে পঞ্জাবি, অন্যদিকে প্রস্মিতা সেজে উঠবেন বেনারসীতে। সাবেকি সাজে সাজবেন জুটি।
advertisement
4/7
মেনুতেও বজায় থাকবে বাঙালিআনা। কাছের আত্মীয়-পরিজনদের যেমন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তেমনি উপস্থিত থাকবেন ইন্ড্রাস্টির কাছের কিছু বন্ধুও।
মেনুতেও বজায় থাকবে বাঙালিআনা। কাছের আত্মীয়-পরিজনদের যেমন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তেমনি উপস্থিত থাকবেন ইন্ড্রাস্টির কাছের কিছু বন্ধুও।
advertisement
5/7
ইন্ড্রাস্টির কে কে হাজির থাকবেন অনুপম-প্রস্মিতার বিয়েতে? এই বিষয়ে নিউজ ১৮ বাংলা প্রস্মিতাকে প্রশ্ন করলে তিনি জানান, অনুপমের কাছের বন্ধু সৃজিত মুখোপাধ্যায় থাকছেন।
ইন্ড্রাস্টির কে কে হাজির থাকবেন অনুপম-প্রস্মিতার বিয়েতে? এই বিষয়ে নিউজ ১৮ বাংলা প্রস্মিতাকে প্রশ্ন করলে তিনি জানান, অনুপমের কাছের বন্ধু সৃজিত মুখোপাধ্যায় থাকছেন।
advertisement
6/7
তাছাড়া উপস্থিত থাকবেন অনিন্দ চট্টোপধ্যায়, উপল সেনগুপ্ত।
তাছাড়া উপস্থিত থাকবেন অনিন্দ চট্টোপধ্যায়, উপল সেনগুপ্ত।
advertisement
7/7
প্রসঙ্গত, গানের মধ্যে দিয়েই শুরু হয় প্রস্মিতা-অনুপমের প্রেম। তাঁদের প্রেম নিয়ে চর্চা ছিল বহু আগে থেকেই। তবে প্রেমের বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি তাঁরা। তবে এবার তাঁরা শুরু করতে চলেছেন নতুন সংসার।
প্রসঙ্গত, গানের মধ্যে দিয়েই শুরু হয় প্রস্মিতা-অনুপমের প্রেম। তাঁদের প্রেম নিয়ে চর্চা ছিল বহু আগে থেকেই। তবে প্রেমের বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি তাঁরা। তবে এবার তাঁরা শুরু করতে চলেছেন নতুন সংসার।
advertisement
advertisement
advertisement