Anupam Roy Wedding: চমকে দেওয়া খবর! তৃতীয়বার বিয়ে করছেন অনুপম, পাত্রীর আসল পরিচয় জানেন? চিনে নিন হবু স্ত্রী-কে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Anupam Roy Wedding: প্রকাশ্যে এল চমকে দেওয়া খবর৷ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম রায়৷ পাত্রী টলিপাড়ার খুবই পরিচিত৷ তাকে নিয়ে চলছিল দীর্ঘদিনের জল্পনা৷ এবার জল্পনা সত্যি করেই ছাদনাতলায় গায়ক৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রশ্মিতা গায়িকা হিসেবে ভীষণই সুপরিচিত৷ পরিচালক রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে শিরোনামে উঠে এসেছিলেন প্রশ্মিতা। তারপর 'দেখতে বউ বউ' (শুধু তোমারই জন্য), 'হতে পারে না' (বলো দুগ্গা মাইকি)-র মতো হিট গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। এমনকি অনুপম রায়ের সুরেও 'তোমায় নিয়ে গল্প হোক' (হাইওয়ে)-র মতো গান গেয়েছেন গায়কের হবু স্ত্রী।