Anu Agarwal on Bollywoods Underworld Connection: 'বলিউডকে চালায় আন্ডারওয়ার্ল্ড, নোংরা ব্যবসা চলে', বিস্ফোরক দাবি 'আশিকি' খ্যাত অনুর! তুললেন মারাত্মক অভিযোগ

Last Updated:
Anu Agarwal on Bollywoods Underworld Connection: বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে, সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করে খবরের শিরোনামে আশিকি-খ্যাত নায়িকা অনু আগরওয়াল।
1/10
ছকভাঙা অভিনেত্রী। মডেলিং থেকে বলিউডের নতুন মুখের জনপ্রিয় অভিনেত্রী হয়ে রাতারাতি নজর কেড়েছিলেন অনু আগরওয়াল। ৯০-এর দশকে রাহুল রয়ের সঙ্গে 'আশিকি' ছবিতে কাজ করে 'সুপারস্টার' হয়েছিলেন অনু।
ছকভাঙা অভিনেত্রী। মডেলিং থেকে বলিউডের নতুন মুখের জনপ্রিয় অভিনেত্রী হয়ে রাতারাতি নজর কেড়েছিলেন অনু আগরওয়াল। ৯০-এর দশকে রাহুল রয়ের সঙ্গে 'আশিকি' ছবিতে কাজ করে 'সুপারস্টার' হয়েছিলেন অনু।
advertisement
2/10
১৯৯০ সালে সুপারহিট হয়েছিল অনু আগরওয়াল ও রাহুল রায় অভিনীত 'আশিকি' ছবিটি। তারপরে আশিকি ২ মুক্তি পেয়েছে। পাইপলাইনে রয়েছে আশিকি ৩, তবে প্রথম আশিকির মতো গান ও গল্প এখনও মেলেনি।
১৯৯০ সালে সুপারহিট হয়েছিল অনু আগরওয়াল ও রাহুল রায় অভিনীত 'আশিকি' ছবিটি। তারপরে আশিকি ২ মুক্তি পেয়েছে। পাইপলাইনে রয়েছে আশিকি ৩, তবে প্রথম আশিকির মতো গান ও গল্প এখনও মেলেনি।
advertisement
3/10
বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে, সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করে খবরের শিরোনামে অনু আগরওয়াল।
বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে, সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করে খবরের শিরোনামে অনু আগরওয়াল।
advertisement
4/10
একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনু আগরওয়াল নয়ের দশকে বলিউডের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রকাশ্যে বলেছেন, সেই সময় বলিউডের অর্থের জোগান হত 'আন্ডারওয়ার্ল্ড' থেকেই।
একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনু আগরওয়াল নয়ের দশকে বলিউডের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রকাশ্যে বলেছেন, সেই সময় বলিউডের অর্থের জোগান হত 'আন্ডারওয়ার্ল্ড' থেকেই।
advertisement
5/10
নাম নিয়েছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমেরও। অনু আগরওয়াল দাবি করেছেন, বলিউডের উপর তাদের মতো মানুষজনের একচেটিয়া প্রভাব ছিল।
নাম নিয়েছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমেরও। অনু আগরওয়াল দাবি করেছেন, বলিউডের উপর তাদের মতো মানুষজনের একচেটিয়া প্রভাব ছিল।
advertisement
6/10
ওই পরিস্থিতিকে 'নোংরা ব্যবসা' বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী অনু আগরওয়াল।
ওই পরিস্থিতিকে 'নোংরা ব্যবসা' বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী অনু আগরওয়াল।
advertisement
7/10
এরইসঙ্গে অনুর অভিযোগ, আশিকির মতো সুপারহিট ছবিতে কাজ করেও সম্পূর্ণ পারিশ্রমিক পাননি তিনি। সাক্ষাৎকারে এসে পুরনো কথা ফাঁস করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন অভিনেত্রী। তিনি বলেন, 'আমি তো আজও আশিকি-র ৪০ শতাংশ পারিশ্রমিক পাইনি। ৬০ শতাংশ পেয়েছিলাম।'
এরইসঙ্গে অনুর অভিযোগ, আশিকির মতো সুপারহিট ছবিতে কাজ করেও সম্পূর্ণ পারিশ্রমিক পাননি তিনি। সাক্ষাৎকারে এসে পুরনো কথা ফাঁস করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন অভিনেত্রী। তিনি বলেন, 'আমি তো আজও আশিকি-র ৪০ শতাংশ পারিশ্রমিক পাইনি। ৬০ শতাংশ পেয়েছিলাম।'
advertisement
8/10
অনুকে দূরদর্শনের ধারাবাহিক 'ইসি বাহানে'-তে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকটি ১৯৮৮ সালে সম্প্রচারিত হত। প্রথম সিনেমাতে অভিনয় করে বাজিমাত করেছিলেন অনু।
অনুকে দূরদর্শনের ধারাবাহিক 'ইসি বাহানে'-তে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকটি ১৯৮৮ সালে সম্প্রচারিত হত। প্রথম সিনেমাতে অভিনয় করে বাজিমাত করেছিলেন অনু।
advertisement
9/10
আশিকির পর রাকেশ রোশনের 'কিং আঙ্কেল' ছবিতে কাজ করেন। 'রিটার্ন অফ জুয়েল' ছিল অনুর শেষ বক্স অফিস রিলিজ। বলিউডের সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা।
আশিকির পর রাকেশ রোশনের 'কিং আঙ্কেল' ছবিতে কাজ করেন। 'রিটার্ন অফ জুয়েল' ছিল অনুর শেষ বক্স অফিস রিলিজ। বলিউডের সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা।
advertisement
10/10
একটি ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অনু এবং রাতারাতি হারিয়ে ফেলেছিলেন সেই খ্যাতি। কেন না, তারপর তাঁকে আর দেখতে পাওয়া যায়নি অন্য কোনও ছবিতেই।
একটি ছবিতে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অনু এবং রাতারাতি হারিয়ে ফেলেছিলেন সেই খ্যাতি। কেন না, তারপর তাঁকে আর দেখতে পাওয়া যায়নি অন্য কোনও ছবিতেই।
advertisement
advertisement
advertisement