Ankita Lokhande Sad News: অঙ্কিতার খারাপ সময়, মুছে গেল সুশান্তের ফেলে যাওয়া শেষ স্মৃতিটাও...

Last Updated:
নিজেই এই শোকের খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্কিতা৷ তাঁর এই পোস্টে বহু তারকা তাঁকে সমবেদনা জানিয়েছেন৷
1/6
মন ভাঙল অর্পিতা লোখান্ডের৷ চলে গেল আরও এক কাছের সদস্য৷ আর এই দিয়েই যেন শেষ হল সুশান্তের স্মৃতি৷ শোকে পাথর বিগ বস ১৭-র প্রাক্তন সদস্য৷
মন ভাঙল অর্পিতা লোখান্ডের৷ চলে গেল আরও এক কাছের সদস্য৷ আর এই দিয়েই যেন শেষ হল সুশান্তের স্মৃতি৷ শোকে পাথর বিগ বস ১৭-র প্রাক্তন সদস্য৷
advertisement
2/6
নিজেই এই শোকের খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্কিতা৷ তাঁর এই পোস্টে বহু তারকা তাঁকে সমবেদনা জানিয়েছেন৷
নিজেই এই শোকের খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্কিতা৷ তাঁর এই পোস্টে বহু তারকা তাঁকে সমবেদনা জানিয়েছেন৷
advertisement
3/6
এর আগে লকডাউনের সময় সুশান্তের মৃত্যুর খবরে খুব কষ্ট পান অঙ্কিতা লোখান্ডে৷ যদিও সেই সময় তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল এবং অঙ্কিতা মনের মানুষ ভিকি জৈনকে খুঁজেও নিয়েছিলেন৷ তবুও প্রথম প্রেম ভোলা খুব শক্ত৷ ফলে সুশান্তের মৃত্যুতে অঙ্কিতাও মনের অবস্থা হয়েছিল খুব করুণ৷
এর আগে লকডাউনের সময় সুশান্তের মৃত্যুর খবরে খুব কষ্ট পান অঙ্কিতা লোখান্ডে৷ যদিও সেই সময় তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল এবং অঙ্কিতা মনের মানুষ ভিকি জৈনকে খুঁজেও নিয়েছিলেন৷ তবুও প্রথম প্রেম ভোলা খুব শক্ত৷ ফলে সুশান্তের মৃত্যুতে অঙ্কিতাও মনের অবস্থা হয়েছিল খুব করুণ৷
advertisement
4/6
এবারও সুশান্তের সঙ্গে জড়িয়ে থাকা অনেক স্মৃতির কথা উঠে এল, কারণ চলে গেল অঙ্কিতার পোষ্য কুকুর স্কচ৷ পবিত্র রিস্তা চলাকালীন এই পোষ্যকে নিয়ে এসেছিলেন দু’জন৷ সেই থেকেই স্কচ ছিল অঙ্কিতার সঙ্গে৷
এবারও সুশান্তের সঙ্গে জড়িয়ে থাকা অনেক স্মৃতির কথা উঠে এল, কারণ চলে গেল অঙ্কিতার পোষ্য কুকুর স্কচ৷ পবিত্র রিস্তা চলাকালীন এই পোষ্যকে নিয়ে এসেছিলেন দু’জন৷ সেই থেকেই স্কচ ছিল অঙ্কিতার সঙ্গে৷
advertisement
5/6
সেই স্কচের মৃত্যুর খবরে অঙ্কিতা লেখেন, 'মা তোমাকে সবসময় মনে রাখবে। শান্তিতে থেকো স্কচ৷ এই পোস্টটি নিমেষে ভাইরাল হয়৷ বহু মানুষ এতে কমেন্টও করেন৷
সেই স্কচের মৃত্যুর খবরে অঙ্কিতা লেখেন, 'মা তোমাকে সবসময় মনে রাখবে। শান্তিতে থেকো স্কচ৷ এই পোস্টটি নিমেষে ভাইরাল হয়৷ বহু মানুষ এতে কমেন্টও করেন৷
advertisement
6/6
বিগ বসের জন্য ক্রমাগত শিরোনামে ছিলেন অঙ্কিতা। শোতে শেষ পর্যন্ত ছিলেন অঙ্কিতা৷ এমনকি তাঁর ও ভিকির ঝামেলার ঘটনাও সামনে আসে৷ শোর মাঝপথে ভিকি আউট হয়ে যান৷ বিগ বসের পর সম্প্রতি একসঙ্গে দেখা গেছে এই দু’জনকে।
বিগ বসের জন্য ক্রমাগত শিরোনামে ছিলেন অঙ্কিতা। শোতে শেষ পর্যন্ত ছিলেন অঙ্কিতা৷ এমনকি তাঁর ও ভিকির ঝামেলার ঘটনাও সামনে আসে৷ শোর মাঝপথে ভিকি আউট হয়ে যান৷ বিগ বসের পর সম্প্রতি একসঙ্গে দেখা গেছে এই দু’জনকে।
advertisement
advertisement
advertisement