Ankita Lokhande-Vicky Jain: গোপনে করেও ধরা পড়ে গেলেন! বিগ বসের বাড়ি থেকে কি ঘাড় ধাক্কা খাবেন ভিকি-অঙ্কিতা

Last Updated:
Ankita Lokhande-Vicky Jain: বিগ বস ১৭-এ নজর কাড়ছেন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন। তারকা-দম্পতির বিবাদ, বাকবিতণ্ডায় বিগ বসের বাড়ি সরগরম। কিন্তু সেখান থেকে বার করে দেওয়া হতে পারে দু'জনকেই।
1/5
বিগ বস ১৭-এ নজর কাড়ছেন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন। তারকা-দম্পতির বিবাদ, বাকবিতণ্ডায় বিগ বসের বাড়ি সরগরম। কিন্তু সেখান থেকে বার করে দেওয়া হতে পারে দু'জনকেই। কিন্তু কেন?
বিগ বস ১৭-এ নজর কাড়ছেন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন। তারকা-দম্পতির বিবাদ, বাকবিতণ্ডায় বিগ বসের বাড়ি সরগরম। কিন্তু সেখান থেকে বার করে দেওয়া হতে পারে দু'জনকেই। কিন্তু কেন?
advertisement
2/5
বিগ বসের বাড়িতে প্রবেশের আগে প্রতিযোগী নীল ভাটের সঙ্গে ভিকির একটি ফোন কলের কথা প্রকাশ্যে আসে। সেটিকে ঘিরেই যাবতীয় জলঘোলা শুরু। শোয়ের সঞ্চালক সলমন খানের অভিযোগ, শোয়ের চুক্তিতে থাকা শতার্বলী ঠিক ভাবে পালন করেননি ভিকি। তিনি প্রশ্ন তোলেন, কতজন প্রতিযোগী আদৌ নিয়ম মেনে চলেছেন।
বিগ বসের বাড়িতে প্রবেশের আগে প্রতিযোগী নীল ভাটের সঙ্গে ভিকির একটি ফোন কলের কথা প্রকাশ্যে আসে। সেটিকে ঘিরেই যাবতীয় জলঘোলা শুরু। শোয়ের সঞ্চালক সলমন খানের অভিযোগ, শোয়ের চুক্তিতে থাকা শতার্বলী ঠিক ভাবে পালন করেননি ভিকি। তিনি প্রশ্ন তোলেন, কতজন প্রতিযোগী আদৌ নিয়ম মেনে চলেছেন।
advertisement
3/5
ভিকি জানান, অনুষ্ঠানে আসার আগে তিনি নীলের সঙ্গে ফোনে কথা বলেছেন। সেই উত্তরে যদিও সলমন সন্তুষ্ট হননি। ভিকির স্ত্রী অঙ্কিতাকে অভিনেতা জিজ্ঞাসা করেন, ফোন কলটির বিষয়ে তিনি জানতেন কি না। অঙ্কিতা বলেন, ভিকির ফোন কলের কথা তিনি পরে জানতে পারেন।
ভিকি জানান, অনুষ্ঠানে আসার আগে তিনি নীলের সঙ্গে ফোনে কথা বলেছেন। সেই উত্তরে যদিও সলমন সন্তুষ্ট হননি। ভিকির স্ত্রী অঙ্কিতাকে অভিনেতা জিজ্ঞাসা করেন, ফোন কলটির বিষয়ে তিনি জানতেন কি না। অঙ্কিতা বলেন, ভিকির ফোন কলের কথা তিনি পরে জানতে পারেন।
advertisement
4/5
সানা রইসকে সলমন প্রশ্ন করেন ভিকির এই কাজের ফলে কী হতে পারে। সানা জানান, চ্যানেল কর্তৃপক্ষ ভিকি এবং অঙ্কিতার চুক্তি বাতিল করে দিতে পারেন। তা হলে কি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তাঁদের? এখন সেটাই দেখার।
সানা রইসকে সলমন প্রশ্ন করেন ভিকির এই কাজের ফলে কী হতে পারে। সানা জানান, চ্যানেল কর্তৃপক্ষ ভিকি এবং অঙ্কিতার চুক্তি বাতিল করে দিতে পারেন। তা হলে কি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তাঁদের? এখন সেটাই দেখার।
advertisement
5/5
২০২১-এ ভালবেসে বিয়ে করেন ভিকি-অঙ্কিতা। বিগ বস-এর বাড়িতে এসে তাঁদের সম্পর্কে কিছুটা তিক্ততার রেশ আসে। অনেকেই যদিও মনে করছেন, নিছক শোয়ের স্বার্থেই এমন আচরণ করছেন তাঁরা।
২০২১-এ ভালবেসে বিয়ে করেন ভিকি-অঙ্কিতা। বিগ বস-এর বাড়িতে এসে তাঁদের সম্পর্কে কিছুটা তিক্ততার রেশ আসে। অনেকেই যদিও মনে করছেন, নিছক শোয়ের স্বার্থেই এমন আচরণ করছেন তাঁরা।
advertisement
advertisement
advertisement