Bengali Serial: ‘রোজগেরে গিন্নি’র সঞ্চালিকার মেয়ে এবার ছোটপর্দার নায়িকা! চেনতে পারছেন অভিনেত্রীকে?

Last Updated:
রোজগেরে গিন্নির সঞ্চালিকা লাজবন্তী রায়ের মেয়েকে দেখা যাবে ধারাবাহিকে।
1/7
বাংলা টেলিভিশনের ইতিহাসে অন্যতম একটি উজ্বল নাম রোজগেরে গিন্নি। এটি একটি অন্তত্য জনপ্রিয় শো। এই শোতে বেশ কয়েক জন সঞ্চালিকা ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম পরিচিত হলেন লাজবন্তী রায়। আর এবার তাঁর মেয়েকেই দেখা যাবে মেগার পর্দায়।
বাংলা টেলিভিশনের ইতিহাসে অন্যতম একটি উজ্বল নাম রোজগেরে গিন্নি। এটি একটি অন্তত্য জনপ্রিয় শো। এই শোতে বেশ কয়েক জন সঞ্চালিকা ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম পরিচিত হলেন লাজবন্তী রায়। আর এবার তাঁর মেয়েকেই দেখা যাবে মেগার পর্দায়।
advertisement
2/7
একটা সময় রিয়ালিটি শো নিয়ে দর্শকদের উন্মাদনা থাকত তুঙ্গে। এখনের ব্যস্ত জীবনে টেলিভিশনের প্রতি মানুষের সে টান, তা অনেকটাই ভাটা পড়েছে। সেই সময় সিঁধেল চোর, কাঞ্চন মল্লিক সঞ্চালিত জনতা এক্সপ্রেস কিংবা লাজবন্তী রায়ের রোজগেরে গিন্নি ছিল খুব জনপ্রিয় সব গেম শো। রোজগেরে গিন্নিতে একাধিক সঞ্চালিকা ছিলেন।
একটা সময় রিয়ালিটি শো নিয়ে দর্শকদের উন্মাদনা থাকত তুঙ্গে। এখনের ব্যস্ত জীবনে টেলিভিশনের প্রতি মানুষের সে টান, তা অনেকটাই ভাটা পড়েছে। সেই সময় সিঁধেল চোর, কাঞ্চন মল্লিক সঞ্চালিত জনতা এক্সপ্রেস কিংবা লাজবন্তী রায়ের রোজগেরে গিন্নি ছিল খুব জনপ্রিয় সব গেম শো। রোজগেরে গিন্নিতে একাধিক সঞ্চালিকা ছিলেন।
advertisement
3/7
লাজবন্তী রায়, মধুমন্তি মৈত্র এবং পরমা বন্দোপাধ্যায়ের মতো সঞ্চালিকারা থাকতেন সঞ্চালনার দায়িত্বে। আর এবার মধুমন্তি মৈত্রের মেয়ে অনুষা বিশ্বনাথনের পর লাজবন্তী রায়ের মেয়েও মায়ের পথ অনুসরণ করে ছোট পর্দায় পা রাখতে চলেছেন। তবে সঞ্চলনা নয়, তাঁকে মেগার নায়িকা হিসেবে দেখা যাবে।
লাজবন্তী রায়, মধুমন্তি মৈত্র এবং পরমা বন্দোপাধ্যায়ের মতো সঞ্চালিকারা থাকতেন সঞ্চালনার দায়িত্বে। আর এবার মধুমন্তি মৈত্রের মেয়ে অনুষা বিশ্বনাথনের পর লাজবন্তী রায়ের মেয়েও মায়ের পথ অনুসরণ করে ছোট পর্দায় পা রাখতে চলেছেন। তবে সঞ্চলনা নয়, তাঁকে মেগার নায়িকা হিসেবে দেখা যাবে।
advertisement
4/7
তবে এটাই তাঁর প্রথম কাজ নয়। টেলিভিশনে প্রথমবার হলেও তিনি চলচিত্র জগতের খুবই পরিচিত মুখ। মেগায় কাজ করার আগেই তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন একাধিক ওয়েব সিরিজ।
তবে এটাই তাঁর প্রথম কাজ নয়। টেলিভিশনে প্রথমবার হলেও তিনি চলচিত্র জগতের খুবই পরিচিত মুখ। মেগায় কাজ করার আগেই তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন একাধিক ওয়েব সিরিজ।
advertisement
5/7
অতন্ত্য পরিচিত সিনেমা 'আলো' দিয়ে প্রথম অভিনয়ে হাতে খড়ি। তারপর 'ইন্দুবালা ভাতের হোটেল', 'পাপ', 'নষ্টনীড়', 'তানসেনের তানপুরা'র মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।
অতন্ত্য পরিচিত সিনেমা 'আলো' দিয়ে প্রথম অভিনয়ে হাতে খড়ি। তারপর 'ইন্দুবালা ভাতের হোটেল', 'পাপ', 'নষ্টনীড়', 'তানসেনের তানপুরা'র মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।
advertisement
6/7
আপনি কি বুঝতে পারলেন এখানে কার কথা বলা হচ্ছে? তিনি হলেন অঙ্গনা রায়।
আপনি কি বুঝতে পারলেন এখানে কার কথা বলা হচ্ছে? তিনি হলেন অঙ্গনা রায়।
advertisement
7/7
এবার তিনি ছোট পর্দায় তাঁর যাত্রা শুরু করছেন। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’ তে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর বিপরীতে দেখা যাবে জনপ্রিয় টেলি-অভিনেতা রোহন ভট্টাচার্যকে। রোহনকে এর আগে ভজ গোবিন্দ, কলের বউ ইত্যাদি জনপ্রিয় সব মেগায় দেখা গিয়েছে। পাশাপাশি তিনি দেবের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'বাঘা যতীন'-এও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এই মেগায় অঙ্গনার চরিত্রের নাম পারো। ৩ রা নভেম্বর থেকে রাত ৮ টায় সম্প্রচারিত হতে দেখা যাবে এই নতুন মেগা। চিরাচরিত প্রেমের কাহিনীর বাইরে একেবারে অন্যরকম ভৌতিক-প্রেমের গল্প দেখা যাবে এই ধারাবাহিক।
এবার তিনি ছোট পর্দায় তাঁর যাত্রা শুরু করছেন। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’ তে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর বিপরীতে দেখা যাবে জনপ্রিয় টেলি-অভিনেতা রোহন ভট্টাচার্যকে। রোহনকে এর আগে ভজ গোবিন্দ, কলের বউ ইত্যাদি জনপ্রিয় সব মেগায় দেখা গিয়েছে। পাশাপাশি তিনি দেবের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'বাঘা যতীন'-এও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এই মেগায় অঙ্গনার চরিত্রের নাম পারো। ৩ রা নভেম্বর থেকে রাত ৮ টায় সম্প্রচারিত হতে দেখা যাবে এই নতুন মেগা। চিরাচরিত প্রেমের কাহিনীর বাইরে একেবারে অন্যরকম ভৌতিক-প্রেমের গল্প দেখা যাবে এই ধারাবাহিক।
advertisement
advertisement
advertisement