'এ তো পুরো তক্তার মতো চেহারা’, নিন্দুকেদের কটূ-কথা দূরে রেখে সেলফি-তে মজেছেন অনন্যা পাণ্ডে

Last Updated:
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা।
1/7
মেরুন ব্রালেট, খোলা চুল... সেলফিতে মজে লাইগার নায়িকা অনন্যা পাণ্ডে
মেরুন ব্রালেট, খোলা চুল... সেলফিতে মজে লাইগার নায়িকা অনন্যা পাণ্ডে
advertisement
2/7
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা।
advertisement
3/7
অনন্যার মতে, তিনি নিজে ‘ড্রামা কুইন’। নাটকীয় আচরণ তাঁর ছোট থেকেই।
অনন্যার মতে, তিনি নিজে ‘ড্রামা কুইন’। নাটকীয় আচরণ তাঁর ছোট থেকেই।
advertisement
4/7
অনন্যাকে আগামী দিনে বিজয় দেবেরকোন্ডার বিপরীতে ‘লাইগার’-এ দেখা যাবে। ছবিটি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ অগাস্ট।
অনন্যাকে আগামী দিনে বিজয় দেবেরকোন্ডার বিপরীতে ‘লাইগার’-এ দেখা যাবে। ছবিটি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ অগাস্ট।
advertisement
5/7
বলিউডে পা রেখে প্রথমেই শরীর নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ শুনেছিলেন অনন্যা পাণ্ডে। ‘এত রোগা কেন? এ তো পুরো তক্তার মতো চেহারা!’, বয়স যখন সবে ১৯, অভিনেত্রীর কানে এসেছিল এমনই সব মন্তব্য।
বলিউডে পা রেখে প্রথমেই শরীর নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ শুনেছিলেন অনন্যা পাণ্ডে। ‘এত রোগা কেন? এ তো পুরো তক্তার মতো চেহারা!’, বয়স যখন সবে ১৯, অভিনেত্রীর কানে এসেছিল এমনই সব মন্তব্য।
advertisement
6/7
 ‘লাইগার’-এর নতুন গান ‘আফাত’ -এ ধরা পড়েছে বিজয়-অনন্যার উষ্ণ কেমিস্ট্রি
‘লাইগার’-এর নতুন গান ‘আফাত’ -এ ধরা পড়েছে বিজয়-অনন্যার উষ্ণ কেমিস্ট্রি
advertisement
7/7
মনের জোরে নিন্দার পাশ কাটিয়ে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছেন অভিনেত্রী। অনন্যার কথায়, ‘‘আমি এক জন সদয়, সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করি। কঠোর পরিশ্রম করতে পারি।''
মনের জোরে নিন্দার পাশ কাটিয়ে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছেন অভিনেত্রী। অনন্যার কথায়, ‘‘আমি এক জন সদয়, সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করি। কঠোর পরিশ্রম করতে পারি।''
advertisement
advertisement
advertisement