দিশা পাটানি, কিয়ারা আডবানী, টাইগার শ্রফ, মালাইকা অরোরা, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রার মতো একাধিক সেলিব্রিটিই আজকাল ফ্যাশনিস্তা। গরমের দিনের ফ্যাশন কেমন হবে তার পাঠ দিচ্ছেন বলি সেলেবরা। (Bollywood Celebrities) হিরোপান্তি ২-এ প্রিমিয়ারে লিলাক বেগুনি রঙের মিনি ড্রেস পরেছেন দিশা পাটানি। ভুল ভুলাইয়া ২ ছবির প্রচারে ঢোলা প্যান্ট ও সেক্সি টপ পরেছেন কিয়ারা আডবানী। অনন্যা পান্ডে একেবারেই ক্যাসুয়াল পোশাকে। স্যাটিনের সাদা লং ড্রেসে মোহময়ী তারা সুতারিয়া। সুতির পাজামা ও জ্যাকেটের সঙ্গে সাদা টি-শার্টে রবিনা ট্যান্ডন। নীল স্যুটে টাইগার শ্রফ। হাতকাটা সালোয়ার কামিজে পলক তিওয়ারি। ভুল ভুলাইয়া ২ ছবির প্রচারে কার্তিক আরিয়ান। স্যাটিনের লং ড্রেসে মালাইকা অরোরা। লাল শর্টস ও হুডিতে মীরা রাজপুত। হাল্কা সবুজ শর্টস ও শার্টে নজরকাড়া তারা সুতারিয়া। একটি শো-তে কালো বেসিক স্যুটে করণ জোহর।