জীবন এবং মৃত্যু, জীবনের দুই সরল সত্য ! পর্রীকরের প্রয়াণ-শশী কাপুরের জন্মতিথিতে ট্যুইট বিগ বি-র
Last Updated:
advertisement
advertisement
জব জব ফুল খিলে, কালিঘাটা, সত্যম শিবম সুন্দরম, ফাকিরা, প্রেম কাহিনী.... তালিকা অনেক লম্বা ৷ একের পর এক সুপারহিট সিনেমায় ফুটে উঠেছে শশী কাপুরের অভিনয়ের এক নিজস্বতা ৷ হেমা মালিনীর সঙ্গে অভিনেত্রী ছবি, রাখি গুলজারের সঙ্গে বসেরা, কাভিকাভি, এবং শর্মিলি, আশা পরেখের সঙ্গে কন্যাদান এবং প্যার কা মৌসম ছবি, শর্মিলা ঠাকুরের সঙ্গে আ গালে লাগ যা, মুমতাজের সঙ্গে চোর মাচায়ে শোর, দিওয়ার ছবিতে নিতু সিংয়ের সঙ্গে অভিনয় করেন তিনি ৷
advertisement
advertisement
advertisement
১৯৮৮-তে পর্রীকর যোগ দেন বিজেপিতে। ১৯৯৪ সালে পানাজি কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। ২০০০ -এর অক্টোবরে প্রথমবার গোয়ার মুখ্যমন্ত্রীপদে শপথ নেন পর্রীকর। তিনিই গোয়ার প্রথম আইআইটিয়ান, যিনি মুখ্যমন্ত্রী হন। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৭ র মার্চে গোয়ার দশম মুখ্যমন্ত্রীপদে শপথ নেন মনোহর পর্রীকর। তারই মাঝে ২০১৪ রাজ্যসভার সদস্য করা হয় তাঁকে। অরুণ জেটলিকে সরিয়ে করা তাঁঁর কাঁধে তুলে দেওয়া হয় প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব। ২০১৮য় তাঁর অসুস্থতা ধরা পড়ে। চিকিৎসা চলাকালীনও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান।
advertisement