আলিয়া নিজের ইনস্টাগ্রামে রণবীরের একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছিল, রণবীর একটি শিশুকে আদর করছে। ক্যাপশনে আলিয়া লিখেছিলেন, "ওকে! দিস ভিডিও ইজ ফুল অফ ভাইব।" অর্থাৎ বাবা হলে সন্তানকে কেমন আদর করবেন সেই ভাইব আগেই পেয়ে গিয়েছেন আলিয়া এই ভিডিওর মাধ্যমে।