বলিউডের বহু প্রতীক্ষিত ছবি 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'-র প্রচার চলছে জোর কদমে (Alia Bhatt in Saree)। সেই প্রচারপর্বেই নিজের পোশাকে আলাদা করে নজর কাড়ছেন নায়িকা আলিয়া ভাট।
2/ 14
সোশ্যাল মিডিয়ায় শ্বেতশুভ্র শাড়িতে নানা ছবি শেয়ার করেছেন নায়িকা (Alia Bhatt in Saree)।
3/ 14
ফুল প্রিন্টের শাড়ি ও ব্লাউজে অসাধারণ সুন্দরী লাগছে আলিয়াকে (Alia Bhatt in Saree)।
4/ 14
রূপোর কানের ঝোলা দুল ও সাদা গোলাপ গুঁজে যেন অপরূপা আলিয়া। সঙ্গে ছোট্ট টিপ ও হাল্কা লিপস্টিক।
5/ 14
গঙ্গুবাঈয়ের প্রচারপর্বে সাদা শাড়িকেই বেছে নিয়েছেন আলিয়া।
6/ 14
বিভিন্ন জায়গায় প্রচারে নানা ধরনের সাদা শাড়ি পরেই যাচ্ছেন তিনি।
7/ 14
রূপোর ঝুমকার সঙ্গে এখানেও ফুল প্রিন্টের শাড়ি পরেছেন নায়িকা।
8/ 14
হাতকাটা ব্লাউজের সঙ্গে মানানসই শাড়ির সাজ।
9/ 14
খোঁপায় ফুল দিয়েছেন এই লুকেও।
10/ 14
শাড়ি পরে যে তিনি দারুণ খুশি তাও ফুটে উঠেছে তাঁর ছবিতে।